IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে দৌড় শুরু করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। বর্ডার-গাওস্কর ট্রফির (IND vs AUS) প্রথম টেস্ট ম্যাচে এসেছিলো দুর্দান্ত সাফল্য। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি কোহলি, রোহিতরা (Rohit Sharma)। অ্যাডিলেডে গোলাপি বলের দ্বৈরথে মুখ থুবড়ে পড়তে হয়েছে। জুটেছিলো ১০ উইকেটের ব্যবধানে পরাজয়। ব্রিসবেনের তৃতীয় টেস্টেও বিশেষ সুবিধা করতে পারেন নি ব্যাটাররা। বৃষ্টির সহায়তায় কোনোক্রমে সম্ভব হয়েছে ড্র করা। মেলবোর্ন ও সিডনিতে সিরিজের (IND vs AUS) শেষ দুটি টেস্টে নামার আগে ভারতীয় দলের আত্মসমীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। পার্থ, অ্যাডিলেড বা ব্রিসবেনে চূড়ান্ত হতাশ করেছেন যে ক্রিকেটাররা, তাঁদের বাদ দিয়ে নতুন করে স্কোয়াড ঘোষণার দাবীও তুলেছেন কেউ কেউ।
Read More: গম্ভীরে মোহভঙ্গ বিসিসিআই-এর, ফের সঙ্কটমোচনের ভার পাচ্ছেন সৌরভ !!
ফেরার সম্ভাবনা রাহানে ও পূজারার-
গত দুটি অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) ভারতীয় দলের দুই স্তম্ভ ছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ২০১৮-১৯ সালের বর্ডার-গাওস্কর ট্রফিতে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন সৌরাষ্ট্রের তারকা। তাঁর ম্যারাথন ইনিংসগুলি সিরিজ জয়ে সাহায্য করেছিলো টিম ইন্ডিয়াকে। ২০২০-২১ মরসুমের অজি সফরে তিনটি টেস্টে নেতার দায়িত্ব পালন করেছিলেন অজিঙ্কা রাহানে। মেলবোর্নে শতরান করে তিনিই ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন সেবার। তাঁর হাত ধরেই বক্সিং ডে টেস্ট জেতে মেন ইন ব্লু। গাব্বায় আসে ঐতিহাসিক জয়। এবারেও দুই সিনিয়রকে দলে চেয়েছিলেন অনেকে। কিন্তু স্কোয়াড ঘোষণার সময় সেই মতামতকে বিশেষ গুরুত্ব দেন নি নির্বাচকেরা। তবে প্রথম তিন টেস্টে বারবার অনুভূত হয়েছে রাহানে-পূজারার অনুপস্থিতি। অজি আক্রমণের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়ানোর মত খুঁজে পাওয়া যায় নি কাউকে।
টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরে রাহানে (Ajinkya Rahane) ও পূজারাকে (Cheteshwar Pujara) নিয়ে আলোচনা যে শুরু হয়েছে তা গতকাল রোহিত শর্মা’র একটি মন্তব্য থেকেই স্পষ্ট। অশ্বিন অবসর ঘোষণা করার পর ভারত অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিলো যে স্পিন তারকার মত দুই মিডল অর্ডারও ব্যাটার’ও কি চিরতরে সরে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে? উত্তরে হিটম্যান জানান, “আরে আপনারা মেরেই ফেলবেন এবার আমায়। অশ্বিন একাই অবসর নিয়েছে। ওরা দু’জন (রাহানে-পূজারা) এখনও খেলছে। পারফর্ম করে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে দলে।” দুই তারকার সাম্প্রতিক পারফর্ম্যান্স নজর কাড়া। রঞ্জিতে একাধিক বড় ইনিংস খেলেছেন পূজারা। সৈয়দ মুস্তাক আলি (SMAT) ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রাহানে। জাতীয় দলে তাঁদের ফেরানোর এখনই সেরা সময় বলে মত ক্রিকেটদুনিয়ার।
অশ্বিনের বদলি প্রয়োজন নেই ভারতের-
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফর (IND vs AUS) চলাকালীন টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ঠিক এক দশক পর সেই পথেই হাঁটলেন রবিচন্দ্রণ অশ্বিন’ও (Ravichandran Ashwin)। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেটের মালিক গতকাল জানিয়ে দেন যে ভারতের হয়ে আর খেলবেন না তিনি। ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি স্তরে যে এখনও খেলা চালিয়ে যাবেন, স্পষ্ট করেন তাও। কিংবদন্তির বিদায়ে ভারতীয় স্কোয়াডে একটি জায়গা ফাঁকা হলেও এখনই তাঁর বদলি হিসেবে কাউকে মেলবোর্ন বা সিডনিতে উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়াতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। আপাতত তাঁরা দু’জনই সামলে দিতে পারবেন বলে ধারণা রজার বিনিদের। মেলবোর্নের একাদশে থাকার সম্ভাবনা জাদেজার। যদি সিডনিতে জোড়া স্পিনার খেলায় ভারত, সেক্ষেত্রে সুযোগ পাবেন ওয়াশিংটন’ও।