IND vs AUS 5th Test: “আগাগোড়া বদল চাই…” অস্ট্রেলিয়াতে সিরিজ হার ভারতের, ক্ষোভ উগড়ে দিলো নেটমাধ্যম !! 1

IND vs AUS: ১-২ পিছিয়ে থেকে বর্ডার-গাওস্কর ট্রফির (IND vs AUS) শেষ টেস্টটি খেলতে নেমেছিলো টিম ইন্ডিয়া। সিডনিতে জয় পেলে সুযোগ ছিলো সিরিজ ড্র করার। একই সাথে বেঁচে থাকত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল খেলার স্বপ্ন’ও। কিন্তু পারলো না ‘মেন ইন ব্লু।’ মাত্র তিনদিনের মধ্যেই হেরে মাঠ ছাড়তে হলো তাদের। এক দশক পর টেস্টে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলো ব্যাগি গ্রিন বাহিনী। একইসাথে তারা ছিনিয়ে নিলো আগামী জুনে টেস্টের বিশ্বখেতাব জয়ের যুদ্ধে পা রাখার ছাড়পত্র। লর্ডসে ভারত নয়, বরং অস্ট্রেলিয়াই নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১-৩ ফলে সিরিজ (IND vs AUS) খুইয়েছে টিম ইন্ডিয়া। মূলত ব্যাটিং বিভাগের কাঁধেই দোষ চাপাচ্ছেন নেটিজেনরা। তাঁদের রোষানলে কোহলি, রাহুল, শুভমান গিল’রা।

তৃতীয় দিনের সকালে ভারতের স্কোরবোর্ডে ছিলো ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান। মাত্র ১৬ রান আজ যোগ করতে পেরেছিলেন জাদেজা-ওয়াশিংটন সুন্দররা। ইনিংসে ৬ উইকেট নিয়ে নজর কাড়েন স্কট বোল্যান্ড (Scott Boland)। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিলো ১৬২ রান। পিঠের পেশীর টানের কারণে আজ বোলিং-ই করতে পারেন নি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেরা পেস অস্ত্রকে ছাড়া জয়ের সম্ভাবনা ক্ষীণ ছিলো ভারতের। কোনো রকম মিরাক্‌ল ঘটাতে পারেন নি প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা। কনস্টাস, খোয়াজা, স্মিথ বা লাবুশেনরা দ্রুত ফিরলেও টিম ইন্ডিয়ার জন্য ফের একবার বাধার পাহাড় খাড়া করেন ট্র্যাভিস হেড’ই (Travis Head)। নবাগত বো ওয়েবস্টারকে (Beau Webster) সাথে নিয়ে দল’কে দুরন্ত জয় এনে দেন তিনি।

Read More: টেস্ট থেকে অবসর বিরাট কোহলির, অস্ট্রেলিয়া সিরিজে হারের পর নিলেন বড় সিদ্ধান্ত !!

আত্মসমর্পণে অখুশি নেটদুনিয়া-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

শেষ দুই বছরে অজিদের বিপক্ষে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খুইয়েছিলো ‘মেন ইন ব্লু।’ এবার হাতছাড়া হলো বর্ডার-গাওস্কর ট্রফিও। এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না সমর্থকেরা। বিশেষত পার্‌থ-এ জয় দিয়ে সিরিজ (IND vs AUS) শুরু করার পর যেভাবে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় শিবির, তা জন্ম দিয়েছে ক্ষোভের। ‘এবার গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় এসেছে,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটিজেন। তোপের মুখে রোহিত-বিরাটদের মত সিনিয়র তারকারা। ‘আর ওদের খেলিয়ে যাওয়ার কোনো মানে হয় না,’ বিরক্তি ও ক্ষোভ স্পষ্ট আরও একজনের মন্তব্যে। ‘রোহিত-বিরাটরা দলের বোঝা। এগোতে চাইলে ওদের বাদ দিয়েই চিন্তা করতে হবে’ বিসিসিআই-এর কাছে আর্জি আরও একজনের।

শত ব্যর্থতার মাঝে ক্লিনচিট পাচ্ছেন একমাত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সিডনি টেস্টের শেষ ইনিংসে বোলিং করতে পারেন নি পিঠের চোটের জন্য। তা সত্ত্বেও সিরিজে ৩২ উইকেট নিয়েছেন তিনি। ‘একা কাঁধে বয়ে নিয়ে গেলো দলটাকে,’ প্রশংসা করে লিখেছেন এক অনুরাগী। ‘গোটা দলের ভার একার কাঁধে বয়েছিলো বলেই ওর পিঠে চোট লেগেছে,’ মন্তব্য আরেকজনের। ‘বুমরাহ’র কাছে ক্ষমা চাওয়া উচিৎ বাকিদের। ওর এই অনবদ্য পারফর্ম্যান্স দাম পেলো না রোহিত-বিরাটদের ব্যর্থতায়,’ সখেদে ট্যুইটারের দেওয়ালে লিখেছেন আরও একজন। ‘জসপ্রীত জসবীর সিং বুমরাহ-যত দিন ক্রিকেট থাকবে, আপনার একাকী লড়াই রয়ে যাবে ইতিহাসের পাতায়,’ সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন আরও অজস্ত্র ভক্ত। বুমরাহ’র হাত ধরেই ফিরবে সুদিন, আশায় তাঁরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 5th Test: সিডনিতে ঋষভ পন্থের ব্যাটিং বিস্ফোরণ, ক্ষোভ ভুলে উচ্ছ্বাস সুনীল গাওস্করের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *