IND vs AUS 5th Test: “সব কটাকে তাড়াও…” আবারও 'ভিলেন' ব্যাটিং, নেটজনতার রোষে কোহলি-রাহুলরা, উৎকন্ঠা বুমরাহ'কে নিয়ে !! 1

IND vs AUS: সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্টের জমজমাট দ্বিতীয় দিনের সাক্ষী থাকলো ক্রিকেটজনতা। গতকাল অস্ট্রেলিয়া থেমেছিলো ১ উইকেটের বিনিময়ে ৯ রানে। আজ সকালেও বেশীদূর তাদের এগোতে দেয় নি ভারতীয় পেস আক্রমণ। নবাগত বো ওয়েবস্টারের (Beau Webster) অর্ধশতক সত্ত্বেও টিম ইন্ডিয়ার তোলা ১৮৫ রানের ঠিক চার রান আগেই আটকে গিয়েছিলো ব্যাগি গ্রিন বাহিনী। লিডের পরিমাণ বিশাল না হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকা মানসিক শক্তি যোগাবে দল’কে, আশায় ছিলেন ‘মেন ইন ব্লু’ সমর্থকেরা। কিন্তু সবুজ পিচে আরও একবার ভুলে ভরা ব্যাটিং চাপ বাড়িয়েছে দলের উপর। রোহিত (Rohit Sharma) খেলেন নি সিডনিতে। রাহুল (KL Rahul), শুভমান, কোহলিদের (virat Kohli) থেকেও মেলে নি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।

Read More: সিডনিতে ব্যাটিং ধ্বস, দুই দল হারালো মোট ১৫ উইকেট, দ্বিতীয় দিন শেষে ১৪৫ রানে এগিয়ে ভারত !!

ব্যাটিং নিয়ে বিরক্ত নেটজনতা-

KL Rahul, Scott Boland | IND vs AUS | Image: Getty Images
KL Rahul, Scott Boland | IND vs AUS | Image: Getty Images

শুরুটা দুর্দান্ত হয়েছিলো দ্বিতীয় ইনিংসের। মিচেল স্টার্ককে (Mitchell Starc) চারটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু অ্যাক্সিলারেটরে বেশীক্ষণ পা রাখতে পারে নি ভারতীয় শিবির। দ্রুত ফেরেন কে এল রাহুল (KL Rahul)। মাত্র ১৩ রান করে হন বোল্যান্ডের শিকার। কর্ণাটকের তারকার জন্যই ওপেনিং পজিশন ছেড়ে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। কিন্তু দুই ইনিংসে তাঁর হতাশাজনক পারফর্ম্যান্স ক্ষোভের জন্ম দিয়েছে নেটমাধ্যমে। ‘এই জন্য ক্যাপ্টেনের বাইরে থাকার কোনো মানেই হয় না,’ লিখেছেন একজন। ‘রোহিত খেললে এর চেয়ে কি আর খারাপ খেলত?’ প্রশ্ন ছুঁড়েছেন আরেক নেটিজেন। যশস্বী উইকেট হারান ২২ রান করে। তাঁকেও বোল্ড করেন স্কট বোল্যান্ড’ই (Scott Boland)। আজ সিডনিতে পিচে বল হাতে ঝড় তোলেন ভিক্টোরিয়ার পেসার।

অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের (Virat Kohli) দুর্বলতা সারলো না সিরিজের (IND vs AUS) শেষ টেস্টে এসেও। পঞ্চম স্টাম্পের লাইনে আচমকা লাফিয়ে ওঠা একটি বলে খোঁচা দিয়ে তিনি ধরা পড়লেন স্লিপে স্টিভ স্মিথের হাতে। ৯ বার আউট হয়েছেন বর্ডার-গাওস্কর ট্রফিতে। ৯ বারই স্টাম্পের পিছনে ক্যাচ তুলে ফিরেছেন সাজঘরে। আজ ৬ করে আউট হওয়ার পর তাঁর বিরুদ্ধে ক্ষোভের ঝড় সোশ্যাল মিডিয়ায়। ‘একা রোহিত কেন বাইরে বসবেন? কোহলিরও উচিৎ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে দাঁড়ানো,’ ‘একজন ব্যাটারকে একই ভুল বারবার করতে আগে দেখি নি,’ লিখেছেন আরও এক বিরক্ত টিম ইন্ডিয়া (Team India) সমর্থক। ‘বিরাটের উচিৎ ব্যাট এবার তুলে রাখা, অনেক হয়েছে,; হাল ছেড়ে দিয়েছেন অন্য এক নেটিজেন’ও।

প্রশংসা পন্থের, চিন্তা বুমরাহকে নিয়ে-

Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images
Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images

ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিং-কে আজ আশার আলো দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসে খানিক গুটিয়ে ছিলেন। আজ বেরোলেন খোলস ছেড়ে। চার-ছক্কার বন্যা দেখা গেলো তাঁর ব্যাট থেকে। বাকিরা যেখানে এই পিচে রান সংগ্রহ করতে বেশ চাপে, সেখানে ঋষভের সাবলীল স্ট্রোক প্লে মন ভরিয়েছে ক্রিকেটজনতার। ‘ঋষভকে আক্রমণাত্মক ক্রিকেটেই মানায়,’ লিখেছেন এক অনুরাগী। ‘এই ইনিংসটা মাইলস্টোন হতে পারে,’ আশা প্রকাশ করেছেন অন্য এক সমর্থক। ৩৩ বলে ৬১ করে আউট হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। দিনের শেষে টিম ইন্ডিয়ার (Team India) স্কোরবোর্ডে ১৪১/৬। লিড ১৪৫ রানের। পঞ্চম টেস্ট (IND vs AUS) জিততে শেষ ইনিংসে প্রতিপক্ষকে অন্তত ২০০-২২০ রানের লক্ষ্য দেওয়া হোক, ওয়াশিংটন-জাদেজার কাছে আর্জি সমর্থকদের।

আজ নেটজনতার কপালে ভাঁজ পড়েছিলো জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চোট পেয়ে মাঠ ছাড়ায়। খেলা চলাকালীনই হাসপাতালে গিয়েছিলেন তিনি। স্ক্যান হয়েছে তাঁর। আগামীকাল ব্যাটিং বা বোলিং করেন কিনা তা নিয়ে এখনও মেলে নি কোনো তথ্য। উৎকন্ঠায় কাঁপছে ট্যুইটারভার্স। এই ম্যাচ (IND vs AUS) জিততে হলে যে দেশের সেরা পেস অস্ত্রকে একান্ত প্রয়োজন সে কথা জানেন নেটিজেনরা। তাঁদের ট্যুইটেও ছায়া ফেলেছে সেই আশঙ্কা, অনিশ্চয়তা। ‘আশা রাখি কাল বুমরাহ সুস্থ হয়ে মাঠে নামবেন,’ লিখেছেন একজন। ‘বুমরাহ ছাড়া এই ম্যাচ উদ্ধার হবে না, হে ঈশ্বর! ওঁকে সুস্থ করে দাও,’ প্রার্থনা আরও একজনের। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সাজঘরে ফেরেন সিডনি টেস্টের অধিনায়ক। কাল মাঠে নামেন কিনা, নজর এখন সেদিকে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 5th Test: “শক্তিই হয়ে দাঁড়িয়েছে দুর্বলতা…” অস্ট্রেলিয়ার মাঠে বিরাট ব্যর্থতার ব্যাখ্যা দিলেন সঞ্জয় মঞ্জরেকর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *