ind-vs-aus-fans-slam-india-horror-show

IND vs AUS: ২০২০-২১ মরসুমে এই অ্যাডিলেডের মাঠে গোলাপি বল বিভীষিকা হয়ে দেখা দিয়েছিলো টিম ইন্ডিয়ার সামনে। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। এবারও দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) প্রায় একই রকম বিপর্যয়ের সম্মুখীন তারা। গতকাল ১৮০ রানে থেমে গিয়েছিলো টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। জবাবে ১ উইকেটের বিনিময়ে অজিদের স্কোর ছিলো ৮৬। আজ সকালে ম্যাকস্যুইনি, স্মিথকে খোয়ালেও লাবুশেন (Marnus Labushagne) ও ট্র্যভিস হেডের (Travis Head) সৌজন্যে ৩৩৭ অবধি পৌঁছে যায় তারা। ব্যাগি গ্রিন বাহিনীর লিড দাঁড়িয়েছিলো ১৫৭। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে স্টার্ক-কামিন্স-বোল্যান্ড ত্রয়ীর গত ও স্যুইং-এর সামনে বিভ্রান্ত ভারতীয় তারকারা। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে বসেছে ‘মেন ইন ব্লু।’ জয়ের আশা নিভেছে আগেই, নিদেনপক্ষে ড্রয়ের সম্ভাবনাও দেখছেন না নেটিজেনরা। তাঁরা রয়েছেন পরাজয়ের অপেক্ষায়।

পার্‌থ-এ ওপেন করতে নেমে ভালো পারফর্ম করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু অ্যাডিলেডে দুই ইনিংসেই বাউন্স ভোগালো তাঁকে। আজ প্যাট কামিন্সের (Pat Cummins) শর্ট বলে অহেতুক পুল মারতে গিয়ে উইকেট ছুঁড়ে এলেন তিনি। ‘ভালো খেলাটাই ব্যতিক্রম, ব্যর্থতাটাই রোজের বিষয়’, কটাক্ষের সুরে লিখেছেন এক নেটনাগরিক। ‘পরের ম্যাচ থেকে ওপেনিং-এর আশা ভুলে যাও’ মন্তব্য আরও একজনের। হতাশ করলেন যশস্বী জয়সওয়াল’ও (Yashasvi Jaiswal)। দ্বিতীয় ইনিংসে ২৪ করে বোল্যান্ডের শিকার হন তিনি। ‘ধৈর্য্য ধরতে শেখ’ লিখেছেন একজন। ‘ভবিষ্যতে ভেবেচিন্তে মুখ খুলো’ পার্‌থ-এর স্লেজিং প্রসঙ্গ তুলে তরুণ ওপেনারকে বিঁধেছেন আরও একজন। কোহলিকেও (Virat Kohli) নড়বড়ে দেখালো আজ। বোল্যান্ডের বলে কট-বিহাইন্ড হন তিনি। ‘একটা সেঞ্চুরি, দশটা ব্যর্থতা-এটাই এখন বিরাটের রুটিন হয়ে গিয়েছে’ আক্ষেপ নেটজনতার।

হাতের বাইরে ম্যাচ, মেনে নিচ্ছে নেটদুনিয়া-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

প্রথম টেস্ট ম্যাচটি খেলেন নি রোহিত (Rohit Sharma)। অ্যাডিলেডে প্রত্যাবর্তনের ম্যাচে হতাশ করলেন তিনিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৩ করে। আর দ্বিতীয় ইনিংসে উইকেট ছুঁড়ে এলেন ৬ রান করে। তাঁর অফস্টাম্পের বেল উড়িয়ে দেন কামিন্স। ‘ব্যাট আর প্যাডের মাঝে যে ফাঁক, তাতে আস্ত ট্রাক ঢুকে যাবে’ মস্করা করে লিখেছেন একজন। ‘এবার টেস্ট থেকেও রোহিতের উচিৎ অবসর নেওয়া। কবে শেষ ভালো ইনিংস খেলেছেন মনেই করতে পারছি না’ মন্তব্য আরও একজনের। পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে বসা ভারতীয় দলের শিবরাত্রির সলতে হয়ে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও নীতিশ কুমার রেড্ডি। কিন্তু ২০০১-এর ইডেনে যেমন অতিমানব হয়ে উঠেছিলেন লক্ষ্মণ ও দ্রাবিড়, তেমন কিছু না ঘটলে তাঁদের পক্ষেও এই ম্যাচ বাঁচানো সম্ভব  নয় বলেই মনে করছে ক্রিকেটমহল।

শত ব্যর্থতার মাঝেও ঋষভ পন্থের (Rishabh Pant) আক্রমণাত্মক ব্যাটিং জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। স্কট বোল্যান্ডকে (Scott Boland) আজ স্লিপের উপর দিয়ে রিভার্স স্কুপ মারেন তিনি। উইকেট থেকে সরে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে একটি দুর্দান্ত বাউন্ডারি হাঁকান। সেই শটগুলির ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ‘পরিস্থিতি যাই হোক না কেন, দর্শকদের বিনোদন থেকে বঞ্চিত করে না ঋষভ’ লিখেছেন একজন। ‘এই সাহসটারই অভাব দেখলাম তারকা খেলোয়াড়দের মধ্যে’ লিখেছেন আরও একজন। গত সফরে (INd vs AUS) সিডনি ও ব্রিসবেনে দুটি অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন পন্থ। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন সেই কথা। দিনের শেষে ১২৮/৫ ভারতের স্কোরবোর্ডে। এখনও ২৯ রানে পিছিয়ে তারা। ‘ইনিংসে হার যেন সহ্য করতে না হয়’ পন্থ-নীতিশের (Nitish Kumar Reddy) কাছে প্রার্থনা এখন সেটাই।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: অজি পেসারদের তান্ডবে নাহেজাল ভারতীয় দলের ব্যাটিং, দ্বিতীয় দিন শেষে ২৯ রানে পিছিয়ে দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *