IND vs AUS

IND vs AUS: পার্‌থ-এর পুনরাবৃত্তি অ্যাডিলেডে করতে পারলো না টিম ইন্ডিয়া। গোলাপি বলের ধাঁধা এখনও ‘সলভ্‌’ করা সম্ভব হলো না কোহলি-রোহিতদের পক্ষে। গত সফরে এই অ্যাডিলেডেই ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার সম্মুখীন হয়েছিলো ভারত, এবার তা না হলেও ১০ উইকেটের ব্যবধানে হারতেই হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS)। দ্বিতীয় দিনের শেষে ২৯ রানে পিছিয়ে ছিলো দল। তৃতীয় দিনের শুরুতেই ঋষভ পন্থ আউট হতে ইনিংসের ব্যবধানে হারের আশঙ্কা জাঁকিয়ে বসেছিলো সমর্থকদের মনে। নীতিশ কুমার রেড্ডি’র মরিয়া লড়াই তার থেকে রেহাই দেয় ‘মেন ইন ব্লু’কে। কিন্তু ১৯ রানের বেশী ‘টার্গেট’ অস্ট্রেলিয়াকে দেওয়া সম্ভব হয় নি। কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্যাগি গ্রিন বাহিনী। দুই টেস্টের পর সিরিজ এখন ১-১। ব্রিসবেন, মেলবোর্ন বা সিডনিতে ঠিক হবে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ভাগ্য।

Read More: গোলাপি বলে ‘অজি’-দের আধিপত্য থাকলো বজায়, সিরিজে সমতায় ফিরলো কামিন্সরা !!

দিন-রাতের টেস্টে (IND vs AUS) শোচনীয় হারে ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা। রোষানলে বিরাট কোহলি, রোহিত শর্মা’র মত সিনিয়র ক্রিকেটাররা। দুই মহাতারকাই সরে দাঁড়ান টেস্ট ক্রিকেট থেকে। সময় হয়েছে নতুনদের সুযোগ দেওয়ার-দাবী তুলে সরব হয়েছেন নেটিজেনরা। ‘তৃতীয় টেস্টে যেন রোহিতকে আর দলের ধারে-কাছেও দেখা না যায়’ লিখেছেন এক ভারতীয় সমর্থক। ‘পা নড়ে না যাঁর, সে কি করে অস্ট্রেলিয়ার পেস বোলিং সামলাবে?’ প্রশ্ন তুলেছেন আরও একজন। ‘পার্‌থ-এর উইনিং কম্বিনেশন ভাঙাই উচিৎ হয় নি’ মন্তব্য আরও একজনের। কটাক্ষের কাঁটায় বিদ্ধ বিরাট’ও। ‘অফস্টাম্পের বাইরের লাইন যে আর কতদিন দুর্বলতা হয়ে দেখা যাবে কে জানে!’ হতাশা স্পষ্ট হয়েছে নেটনাগরিকের পোস্টে। ‘পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পে বোলিং করো আর কোহলির উইকেট নাও, এটাই এখন নিয়ম হয়ে গিয়েছে’ লিখেছেন আরও এক হতাশ ভক্ত।

এই হতশ্রী পারফর্ম্যান্সের মাঝেও আলোর সন্ধান করছেন কেউ কেউ। ‘জসপ্রীত বুমরাহ বাকিদের থেকে সত্যিই আলাদা’ মন্তব্য একজনের। ‘এই অন্ধকারের মাঝেও আলোর দিশা একমাত্র বুমরাহ’ ট্যুইটারের দেওয়ালে মন্তব্য অন্য আরেক জনের। প্রশংসিত হয়েছেন নীতিশ কুমার রেড্ডি’ও (Nitish Kumar Reddy)। বিশাখাপত্তনমের তরুণ অলরাউন্ডার কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেললেন সবে। কিন্তু একবার তাঁকে স্নায়ুর চাপে ভুগছেন বলে মনে হয় নি। স্কট বোল্যান্ডকে রিভার্স স্কুপ করেছিলেন। মিচেল স্টার্ককে আছড়ে ফেলেছেন মাঠের বাইরে। ‘ভারতের জন্য আগামী দিনে সম্পদ হয়ে উঠতে পারে নীতিশ, ওর যত্ন করা দরকার’ লিখেছেন এক আশাবাদী ক্রিকেটপ্রেমী। ‘অপেক্ষা এবার ব্রিসবেনের’ অ্যাডিলেডের হার দ্রুত ভুলে যাক ভারত, ঘুরে দাঁড়াক তৃতীয় টেস্টে (IND vs AUS) প্রার্থনা টিম ইন্ডিয়ার ভক্তদের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 2nd Test: কুম্বলের রোষে রোহিত, “অধিনায়ক বদলের দরকার ছিলো না…” বললেন কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *