ind-vs-aus-fans-slam-ind-post-mcg-loss

IND vs AUS: ব্রিসবেনে বেকায়দায় পড়া টিম ইন্ডিয়ার জন্য ত্রাতা হয়ে উঠেছিলো বৃষ্টি। ড্র হয়েছিলো ম্যাচ। কিন্তু মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচটিতে আর হলো না শেষরক্ষা। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতেই হলো ‘মেন ইন ব্লু’কে। দিনের শুরুতে নাথান লিয়ঁ’কে আউট করে অস্ট্রেলীয় ইনিংস গুটিয়ে দেন জসপ্রীত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন তিনি। চলতি সফরে চার টেস্টে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ালো ৩০। অন্ধকারে ডুবে থাকা ভারতীয় শিবিরের একমাত্র উজ্জ্বল তারা বলা যেতে পারে তাঁকেই। দল হারলেও নেটদুনিয়ার কুর্নিশ আদায় করে নিয়েছেন বিশ্বসেরা টেস্ট বোলার। ‘বুমরাহ আলাদাই। দল হারুক বা জিতুক, ওঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না,’ লিখেছেন এক অনুরাগী। ‘খারাপ লাগে বুমরাহ’র জন্য। শত চেষ্টা করেও সতীর্থদের ভুলে হারতে হলো ওকে,’ জমেছে আক্ষেপ’ও।

Read More: IND vs AUS 4th Test: আম্পায়ারের ‘ভুলের’ শিকার জয়সওয়াল, আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া !!

পারফর্ম্যান্সে ‘বিরক্ত’ নেটজনতা-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

চতুর্থ ইনিংসে ভারতের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিলো ৩৪০। তার থেকে বহু আগেই থেমে গেলো ইনিংস। প্রথমেই আউট হন রোহিত শর্মা। চলতি সিরিজে তাঁর ব্যাটিং গড় ৬.২০। দলে আদৌ তাঁর জায়গা পাওয়া উচিৎ কিনা সে নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। ‘রোহিতের যদি আত্মসম্মানবোধ থাকে, তাহলে এই মুহূর্তে অবসর নিক,’ লিখেছেন একজন। ‘আমাদের অধিনায়ক এখন ফ্রি উইকেট,’ কটাক্ষ আরও এক নেটিজেনের। আক্রমণের মুখে বিরাট কোহলিও। চলতি সিরিজে সপ্তম বার স্টাম্পের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আজ করেন ২৯ বলে ৫। ‘কোহলি ও অফ স্টাম্প-এ প্রেমকাহিনী,’ কটাক্ষ ক্রিকেটজনতার। ‘একই ভুল বারবার কি করে হয়?’ প্রশ্ন উঠেছে ট্যুইটারের দেওয়ালে। ‘দলের কথা ভেবে তো খেলায় বদল আনা উচিৎ অন্তত,’ লিখেছেন আরও একজন।

৩৩ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধের চেষ্টা করেছিলেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। দ্বিতীয় সেশনে বেশ হতদ্যম লাগছিলো অস্ট্রেলিয়াকে। কিন্তু বাঁধ ভাঙে তৃতীয় সেশনের শুরুতেই। ট্র্যাভিস হেডের নির্বিষ অফস্পিনে অহেতুক পুল মারতে গিয়ে উইকেট ছুঁড়ে আসেন ঋষভ। তাঁর দায়িত্বজ্ঞান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন গাওস্কর। আজকের শট’টির ফের ক্রিকেটজনতার নিশানায় তিনি। ‘আর কবে পরিণতিবোধ আসবে ওর?’ জানতে চেয়েছেন ভারতীয় সমর্থকেরা। ‘কেবল ধুন্ধুমার ব্যাটিং-ই ক্রিকেট নয়,হাতেকলমে দেখালো এই ম্যাচ,’ লিখেছেন অন্য এক নেটিজেন। ঋষভ ফেরার কিছুক্ষণের মধ্যে সাজঘরের পথ ধরেন রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডি, তখনই হার একপ্রকার নিশ্চিত হয়েছিলো ভারতের।

যশস্বীর আউট নিয়ে চলছে বিতর্ক-

Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images

একা কুম্ভ হয়ে লড়ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মেলবোর্ন টেস্টের (IND vs AUS) প্রথম ইনিংসে ৮২ করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর শতকের পথে বাধা হয়ে দাঁড়ালেন তৃতীয় আম্পায়ার। কট বিহাইন্ডের আপিলে সাড়া দেন নি মাঠে থাকা আম্পায়ার জোয়েল উইলসন। কিন্তু রিভিউতে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেন সরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। স্নিকো মিটারে কিছু দেখা না গেলেও কেন তিনি আউট দিলেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ৮৪ রানে আউট হন যশস্বী। ‘কপাল মন্দ হলে কিছুই করার থাকে না,’ লিখেছেন নেটজনতা। ‘ওর জন্য খারাপ লাগছে। প্রচণ্ড চেষ্টা করেছিলো,’ মন্তব্য আরও একজনের। বাংলাদেশী আম্পায়ারকেও নিশানা করেছেন কেউ কেউ। বুমরাহ, আকাশ দীপ, সিরাজদের পক্ষে এই ম্যাচ বাঁচানো সম্ভব ছিলো না। ঘটেও নি কোনো মিরাক্‌ল। ২-১ পিছিয়ে পড়েই মেলবোর্ন ছাড়ছে ভারত।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: “নির্বোধ ব্যাটিং…” ঋষভ পন্থের ‘দায়িত্বজ্ঞানহীনতায়’ ডুবলো ভারত, নেটদুনিয়ার রোষের মুখে উইকেটরক্ষক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *