IND vs AUS

IND vs AUS: মেলবোর্নের বাইশ গজে আজ থেকে শুরু হলো ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচ। বক্সিং ডে’র সকালে টসে জেতেন প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন তিনি। পার্‌থ, অ্যাডিলেড ও ব্রিসবেনে প্রথম সেশনে ঝড় তুলেছিলেন পেস বোলাররা। কিন্তু আজ মেলবোর্নে দেখা গেলো উলটো ছবি। খোয়াজা-কনস্টাসের ওপেনিং জুটির বিরুদ্ধে ম্রিয়মানই রইলেন আকাশ দীপ, মহম্মদ সিরাজরা। এমনকি জসপ্রীত বুমরাহকেও পাওয়া যায় নি সেরা ছন্দে। আজ সকলের নজর ছিলো বছর উনিশের কনস্টাসের (Sam Konstas) দিকে। নাথান ম্যাকস্যুইনিকে সরিয়ে ওপেনার হিসেবে তাঁকে জায়গা করে দিয়েছিলো অস্ট্রেলিয়া দল। অভিষেকে অনবদ্য খেললেন তিনি। প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচে শতরান করেছিলেন। আজ কনস্টাস মাত্র ৬৫ বলে করলেন ৬০ রান।

জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) র‍্যাম্প শট মেরে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছেন কনস্টাস। ‘বুকের পাটা আছে,’ লিখেছেন এক নেটিজেন। ‘লম্বা রেসের ঘোড়া,’ মন্তব্য আরও একজনের। তাঁকে ডেভিড ওয়ার্নারের উত্তরসূরি বলতেও দ্বিধা করেন নি কেউ কেউ। আজ অবশ্য বিতর্কেও জড়ালেন তিনি। কোহলির (Virat Kohli) সাথে একপ্রস্থ ধাক্কাধাক্কি হয়। নেটদুনিয়ায় কটাক্ষের তীর উড়ে এসেছে ঘটনায় জড়িত দুই ক্রিকেটারেরই দিকে। যদিও ‘সিনিয়র’ বিরাটকেই নিশানা করেছেন রিকি পন্টিং, সাইমন টাফেলরা। এই ঘটনা নিঃসন্দেহে উত্তপ্ত করেছে মেলবোর্নের পরিস্থিতি। অফ ফর্মের অন্ধকার কাটিয়ে আজ খোয়াজাও করেন ৫৭। জাদেজা ও বুমরাহ দুই ওপেনারকে সাজঘরে ফেরালেও পরিত্রান পায় নি টিম ইন্ডিয়া। জ্বলে ওঠেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও স্টিভ স্মিথ। ৮৩ রানের জুটি গড়েন তাঁরা।

Read More: IND vs AUS: দুই জোড়া অর্ধ-শতরান অজি শিবিরে, দিন শেষে কামিন্সদের সংগ্রহ ৩১১ !!

খানিক পিছিয়েই ভারত, মানছে নেটদুনিয়া-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

অ্যাডিলেডের ৬৪’র পর ফের অর্ধশতকের গণ্ডী পেরোলেন লাবুশেন (Marnus Labuschagne)। আজ তাঁর ব্যাট থেকে আসে ৭২ রান। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি ক্যাচ তুলে দেন কোহলির হাতে। ‘ওর রানে ফেরা দলের জন্য মঙ্গলের,’ লিখেছেন অস্ট্রেলীয় সমর্থকেরা। ব্যাকফুটে থাকা ভারত খানিক লড়াতে ফেরে তৃতীয় সেশনে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) পরপর তুলে নেন ট্র্যাভিস হেড ও মিচেল মার্শের উইকেট। ৭ বলে হেডের (Travis Head) ০ করে সাজঘরে ফেরাই আজকের খেলায় টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছে ক্রিকেটমহল। চলতি সিরিজে কোহলি-রোহিতদের কাছে ত্রাস হয়ে উঠেছেন বাম হাতি ব্যাটার। আজ বিপর্যস্ত তিনি। বুমরাহ’র (Jasprit Bumrah) স্যুইং ও বাউন্স বুঝতে ভুল করে ব্যাট তুলে দিয়েছিলেন ‘লিভ’ করার উদ্দেশ্যে। অফস্টাম্পের বেলে চুমু খেয়ে যায় লাল রঙের ‘কুকাবুরা’ বল।

‘আজ ভারতের যন্ত্রণা আর বাড়াতে পারে নি হেড,’ উচ্ছ্বাসে ভেসে লিখেছেন অনেকেই। ‘ফাঁড়া কাটলো অন্তত,’ স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গিয়েছে নেটনাগরিকদের একাংশকে। প্রশংসার বন্যায় ভেসেছেন বুমরাহ’ও (Jasprit Bumrah)। ‘ও বুঝিয়ে দিলো কেন ও বিশ্বের এক নম্বর বোলার,’ মন্তব্য এক অনুরাগীরা। শেষলগ্নে আকাশ দীপ ফেরান অ্যালেক্স ক্যারিকে। ৮৬ ওভার খেলা হয়েছে আজ। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান। ক্রিজে এখনও রয়েছেন স্টিভ স্মিথ (Steve Smith)। ১১১ বলে তাঁর সংগ্রহ ৬৮। সঙ্গী প্যাট কামিন্স (Pat Cummins)। ১৭ বলে ৮* করে অস্ট্রেলীয় অধিনায়ক। ‘আগামী কাল শুরুতেই স্মিথের উইকেট প্রয়োজন,’ প্রত্যাশা রেখেছেন ভারতীয় সমর্থকেরা। ‘দিনটা কঠিন ছিলো ঠিকই, কিন্তু টিম ইন্ডিয়া কামব্যাক করতে জানে,’ বোলারদের উপর আস্থা অটল ক্রিকেটজনতার।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: নিজের পিঠ বাঁচাতে এই তরুণ তুর্কিকে মেলবোর্নে ‘বলির পাঁঠা’ বানালেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *