IND vs AUS

IND vs AUS: বৃষ্টির কারণে প্রথম দিন মাত্র ১৩.২ ওভার গড়িয়েছিলো খেলা। আজ গাব্বা টেস্টের (IND vs AUS) দ্বিতীয় দিনে অবশ্য এখনও পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় নি প্রকৃতি। নির্বিঘ্নেই সম্পূর্ণ করা গিয়েছে দিনের প্রথম দুই সেশন। শুরুটা আশা জাগিয়ে করেছিলো ভারতীয় দল। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। উইকেটের বেল বদলে লাবুশেনকেও ফিরিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ তিনি নীতিশ রেড্ডির শিকার হয়ে ফেরেন সাজঘরে। কিন্তু এরপরই বাধার প্রাচীর খাড়া করেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। প্রথম দুটি টেস্টে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন স্মিথ। কিন্তু জাত চিয়েছেন গাব্বাতে। ইতিমধ্যে অর্ধশতক পেরিয়েছেন তিনি। আর আগুনে ফর্ম অব্যাহত রেখেছেন হেড’ও (Travis Head)। পার্‌থ-এ করেছিলেন ৮৯, অ্যাডিলেডে করেন ১৪০। আজও ঝড়ের গতিতে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি।

Read More: লাবুশেনকে প্যাভিলিয়নে ফেরালেন নীতিশ রেড্ডি, ভাইরাল বিরাট কোহলির সেলিব্রেশন !!

ভারতের বিরুদ্ধে (IND vs AUS) মাঠে নামলেই যেন জ্বলে ওঠেন ট্র্যাভিস হেড (Travis Head)। গত বছর প্রায় একার হাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের খেতাব কেড়ে নিয়েছিলেন বাম হাতি ব্যাটার। এবারের বর্ডার-গাওস্কর সিরিজেও (BGT) টিম ইন্ডিয়ার সদস্যদের কপালে ভাঁজ ফেলেছেন তিনিই। পার্‌থ, অ্যাডিলেডের পর গাব্বাতেও তাঁর আক্রমণ এড়াতে পারলো না ভারত। ইনিংসের শুরুতে খানিক ধীর গতিতেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু পঞ্চাশ পেরোতেই রুদ্রমূর্তি ধারণ করেন। আকাশ ভেঙে বৃষ্টি আজ ব্রিসবেনে আসে নি বটে, কিন্তু হেডের ব্যাটে বাউন্ডারির বৃষ্টি দেখা গেলো ঠিকই। গত ম্যাচে সিরাজের (Mohammed Siraj) সাথে কথা কাটাকাটি হয়েছিলো তাঁর। আজ ভারতীয় পেসারের বিপক্ষে বাড়তি উদ্যম নিয়ে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। রেয়াত করেন নি বুমরাহ-জাদেজাদেরও।

ব্রিসবেনে গত তিনটি ইনিংসে ‘গোল্ডেন ডাক’ করেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। আজ সেই তিনিই শতক পেরোনোয় চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘ভারতকে একদমই পছন্দ করে না হেড, দেখলেই তাই ক্ষেপে ওঠে’ লিখেছেন এক নেটনাগরিক। ‘এভাবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দাপট দেখাতে সাম্প্রতিক কালে অন্য কোনো ব্যাটারকে দেখি নি’ মন্তব্য আরও একজনের। ‘থাপ্পড় সে ডর নহী লাগতা সাহাব, হেড সে লাগতা হ্যায়,’ জনপ্রিয় সিনেমার ডায়ালগ ধার করে ট্যুইটারের দেওয়ালে লিখেছেন কেউ কেউ। অজি তারকার বিক্রমে তোপের মুখে পড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা’ও। ‘রোহিতের সাথে মনে হয় শত্রুতা রয়েছে হেডের। না হলে প্রতিবার ওর দলকে এমন কচুকাটা কেন করে?’ মস্করা জনৈক ক্রিকেটভক্তের। ‘হেড’ই সিরিজ জয়ের আশা ধ্বংস করবে’ আক্ষেপ আরও একজনের।

দেখুন ট্যুইট চিত্র-

.

Also Read: IND vs AUS 3rd Test: ‘অপয়া’ ব্রিসবেনে ‘ভুল’ সিদ্ধান্ত রোহিতের, সৌরভের মতই দিতে হবে খেসারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *