IND vs AUS

IND vs AUS: মেলবোর্নের বক্সিং ডে টেস্টের (IND vs AUS) আজ দ্বিতীয় দিন। গতকাল অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ছিলো ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান। আজ সকালেও ছড়ি ঘোরান ব্যাগি গ্রিন ব্যাটাররাই। অফ ফর্মকে তুড়ি মেরে উড়িয়ে আবারও বিশ্বসেরাদের তালিকায় নিজেকে সামিল করেছেন স্টিভ স্মিথ (Steve Smith)। চলতি সিরিজে দ্বিতীয় শতরান এলো তাঁর ব্যাট থেকে। ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৪৯ করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স’ও (Pat Cummins)। ভারতকে হতদ্যম করে ৪৭৪ রানের বিশাল ইমারত খাড়া করে অস্ট্রেলিয়া। চাপে থাকা টিম ইন্ডিয়ার হয়ে আজ ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রোহিত শর্মা (Rohit Sharma)। পছন্দের পজিশনে ফিরেও ছন্দ ফিরে পান নি ভারতের ‘ক্যাপ্টেন।’ প্যাট কামিন্সের শিকার হয়ে দ্রুত ফেরেন সাজঘরে।

Read More: অবশেষে ৪৭৪ রানে সমাপ্ত হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং, লজ্জার নজির গড়লো টিম ইন্ডিয়ার !!

অ্যাডিলেড ও ব্রিসবেনের তিন ইনিংসে মাত্র এক বার দশের গণ্ডী পেরিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মিডল অর্ডারে সাবলীল দেখায় নি তাঁকে। তিনি যাতে ওপেনিং-এ ফিরতে পারেন, ঠিক সেই কারণেই মেলবোর্ন টেস্টে শুভমান গিল’কে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কে এল রাহুলকে (KL Rahul) এক ধাপ নামিয়ে দেওয়া হয়েছে ব্যাটিং অর্ডারে। কিন্তু এত কিছুর পরেও রান এলো না রোহিতের ব্যাটে। আজ মাত্র ৫ বল খেলে ৩ রান করেই সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। টেস্ট ক্রিকেট খেলার জন্য যে ধৈর্য্য ও অধ্যবসায়ের প্রয়োজন, তার অভাব আরও একবার স্পষ্ট রোহিতের মধ্যে। প্যাট কামিন্সের একটি নির্বিষ ডেলিভারিতে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে এলেন তিনি। অফ স্টাম্পের বাইরের লেন্থে পিচ করা বলে অকারণে পুল মারতে গিয়ে ধরা পড়েন স্কট বোল্যান্ডের হাতে।

বছরের গোড়ায় ইংল্যান্ড সিরিজে দু’টি শতরান করেছিলেন রোহিত শর্মা। এরপর লাল বলের ফর্ম্যাটে কোনো উল্লেখযোগ্য সাফল্যই নেই তাঁর। শেষ পনেরো ইনিংসে অর্ধশতকের সংখ্যা মাত্র এক। দিনের পর দিন ব্যর্থ হওয়া অধিনায়ককে নিয়ে রীতিমত বিরক্ত সমর্থকেরা। আজ ৩ করে তিনি উইকেট হারানোর পর সেই ক্ষোভ, বিরক্তিরই বিস্ফোরণ হলো সোশ্যাল মিডিয়ায়। ‘অকারণে কে এল রাহুলকে ওপেনিং থেকে সরানো হলো,’ লিখেছেন এক নেটিজেন। ‘রোহিত এখন ফ্রি উইকেট। মাঠে নামলেই প্রতিপক্ষ খুশি হয়ে যায়,’ তীক্ষ্ণ কটাক্ষ করেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘৫ বল খেলার জন্য ওপেনিং-এ ফেরার কি ছিলো?’ অধিনায়ককে প্রশ্ন আরও একজনের। ‘যদি শরীরে লজ্জার লেশমাত্র থাকে, তাহলে এখনি অবসর নাও,’ রোহিতের দিকে আক্রমণ শানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: “চুপ থাক, খেলায় মন দাও…” কনস্টাসকে ধাক্কা মেরে রবি শাস্ত্রী’র রোষানলে বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *