IND vs AUS

IND vs AUS: পিঙ্ক বল টেস্টে আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সম্মুখীন টিম ইন্ডিয়া (IND vs AUS)। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে তারা। একাদশে একসাথে তিনটি পরিবর্তন আজ করেছে ভারত। প্রত্যাশামতই ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আজ খেলছেন রবিচন্দ্রণ অশ্বিন। এছাড়া আঙুলের চোট সারিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন শুভমান গিল’ও। দেবদত্ত পাডিক্কালের বদলে খেলছেন তিনি। ইনিংসের প্রথম ডেলিভারিতেই যশস্বী জয়সওয়াল সাজঘরে ফেরায় দ্রুত বাইশ গজে পা রাখতে হয় তাঁকে। নতুন বলে স্টার্ক-কামিন্সদের স্যুইং সামলে ভালোই এগোচ্ছিলেন পাঞ্জাবের ডান হাতি ব্যাটার। বেশ কয়েকটি বাউন্ডারিও হাঁকান তিনি। কিন্তু স্কট বোল্যান্ডের বিপক্ষে ফের একবার নড়বড়ে দেখালো তাঁকে। শেষমেশ লাঞ্চের ঠিক আগে বোল্যান্ডের (Scott Boland) শিকার হয়েই শুভমান ফিরলেন সাজঘরে।

Read More: IND vs AUS 2nd Test: বদলার আগুন জ্বালালেন স্টার্ক, প্রথম সেশনেই ৪ উইকেট খুইয়ে চাপে ভারত !!

গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC) দুই বার স্কট বোল্যান্ডের শিকার হয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। এর মধ্যে একবার বল ‘লিভ’ করতে গিয়ে বোল্ড হয়েছিলেন তিনি। দু’জনের তৃতীয় সাক্ষাতেও (IND vs AUS) শেষ হাসি অজি পেসারেরই। এবার লেগ বিফোর উইকেট হলেন তিনি। প্রথম টেস্টে স্টিভ স্মিথ যেমন শাফল করতে গিয়ে জসপ্রীত বুমরাহ’র শিকার হয়েছিলেন, খানিক সেভাবেই ছুঁড়ে দিয়ে এলেন উইকেট। লেগসাইডে ফ্লিক করতে চেয়ে ব্যর্থ হন ভারতীয় ব্যাটার। তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে প্যাডে। অস্ট্রেলীয় ক্রিকেটারদের আপিলের জবাবে আঙুল তুলতে বিশেষ দেরী করেন নি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। পরিসংখ্যান বলছে যে শুভমানের (Shubman Gill) বিরুদ্ধে মাত্র ২৮টি ডেলিভারি করেছেন বোল্যান্ড। এর মধ্যে তিন বার তাঁকে ফিরিয়েছেন অজি তারকা। রান খরচ করেছেন মাত্র ১০।

বোল্যান্ড-শুভমান (Shubman Gill) দ্বৈরথে এখনও অবধি একাধিপত্য যে ব্যাগি গ্রিন পেসারের, তা বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়র আলোচনায়। ‘গিল তো বোল্যান্ডের কাছে জলভাত হয়ে যাচ্ছে দিনদিন’ কটাক্ষের সুরে লিখেছেন একজন। ৩১ করে তরুণ তুর্কি সাজঘরে ফেরায় হতাশ সমর্থকেরা। ‘অন্তত একটা অর্ধশতক এই পিচে দরকার ছিলো’ লিখেছেন এক নেটনাগরিক। ‘এভাবে অফস্টাম্পের বাইরে সরতে গিয়ে আগেও আউট হয়েছে। উন্নতির প্রভূত প্রয়োজন আছে’ লিখেছেন আরও একজন। ‘লাঞ্চের ঠিক আগে এমন শট খেলতে যাওয়ার কোনো প্রয়োজনই ছিলো না’ মন্তব্য টিম ইন্ডিয়ার এক সমর্থকের। ‘এভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এলে ভালো ফলাফল পাওয়া কঠিন হয়ে পড়ে’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক হতাশ অনুরাগী। ‘ধারাবাহিকতা প্রয়োজন। গম্ভীরের উচিৎ ওর সাথে আলাদা করে কথা বলা’ পরামর্শ অন্য এক নেটিজেনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 2nd Test: স্লেজিং-এর মোক্ষম জবাব দিলেন স্টার্ক, গতির ঝড় তুলে ফেরালেন যশস্বীকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *