IND vs AUS 3rd Test: “কাঁদিয়ে ছেড়েছে…” হেড-স্মিথের শতরানে ব্যাকফুটে ভারত, ‘সিঁদুরে মেঘ’ দেখছে নেটমাধ্যম !! 1

IND vs AUS: ২০২১ সালে ব্রিসবেনের গাব্বায় ইতিহাস লিখেছিলো টিম ইন্ডিয়া (Team India)। ঋষভ পন্থের হার না মানা লড়াইতে ভর করে ছিনিয়ে নিয়েছিলো জয়। ৩২ বছর পর ব্রিসবেনে কোনো টেস্ট ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয়েছিলো ব্যাগি গ্রিন বাহিনীকে। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম মাইলস্টোন হিসেবে পরিগণিত হয় সেই সাফল্য। তিন বছর পর সেই একই মাঠে ফিরে অবশ্য বেশ চাপে ‘মেন ইন ব্লু।’ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনেও হালে পানি পেলেন না রোহিত-কোহলিরা (Virat Kohli)। সারাটা দিন হাত ঘুরিয়ে গেলেন সিরাজ, আকাশ দীপ’রা। কোনো উল্লেখযোগ্য সাফল্য এলো না ঝুলিতে। ব্যতিক্রম একমাত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। যত দিন যাচ্ছে, তিনি যে টিম ইন্ডিয়ার নতুন ‘ক্রাইসিস ম্যান’ হয়ে উঠছেন। তাঁর মরিয়া লড়াইতেই সামান্য আশা জিইয়ে রেখেছে দল।

দিনের শুরুটা ভালোই করেছিলো ভারত। গতকালের স্কোরের সাথে মাত্র তিন রান যোগ করেই সাজঘরে ফেরেন উসমান খোয়াজা (Usman Khawaja)। বুমরাহ’র বলে ক্যাচ তুলে দেন ঋষভ পন্থের হাতে। এর কিছুক্ষণের মধ্যেই আরেক ওপেনার নাথান ম্যাকস্যুইনি’কে ফেরান ভারতীয় পেস তারকা। গত ম্যাচে অর্ধশতক করা মার্নাস লাবুশেন’ও দীর্ঘস্থায়ী হন নি ক্রিজে। তিনি আউট হন নীতিশ কুমার রেড্ডি’র (Nithsh Kumar Reddy) বলে। ‘নীতিশকে নিয়মিত নজর রাখা উচিৎ। ভবিষ্যতে ভারতের নক্ষত্র হয়ে উঠতে পারে ও’ তরুণ অলরাউন্ডারের প্রশংসায় আজও মেতেছেন নেটিজেনরা। পরপর তিন উইকেট নিয়ে দিনের প্রথম সেশনে চাপ বাড়িয়েছিলো ‘মেন ইন ব্লু।‘ কিন্তু ট্র্যাভিস হেড (Travis Head) ও স্টিভ স্মিথের (Steve Smith) অভিজ্ঞতার সামনে এরপর বেশ হতদ্যম দেখালো ভারতীয় বোলিং-কে।

Read More: “জঘন্য অধিনায়কত্ব…” রবি শাস্ত্রীর তোপের মুখে রোহিত, হতাশা স্পষ্ট করলেন প্রাক্তন কোচ !!

অন্ধকারের মাঝে আশার প্রদীপ কেবল বুমরাহ-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে (IND vs AUS) বড় ইনিংস খেলা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন ট্র্যাভিস হেড (Travis Head)। গত বছর দুটি আইসিসি ট্রফির ফাইনালে দুটি শতরান করেছিলেন তিনি। চলতি সিরিজেও অবিশ্বাস্য ফর্মে রয়েছেন তিনি। পার্‌থ-এ করেছিলেন ৮৯। অ্যাডিলেডে তাঁর ব্যাট থেকে আসে ১৪০। আজ করলেন ১৫২। হেডের বিক্রমে দিশাহারা দেখালো টিম ইন্ডিয়াকে। রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ’দের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন। ‘ভারতের ত্রাস হয়ে উঠেছে হেড’ লিখেছেন এক নেটনাগরিক। ‘হেড’কে আউট করতে পারলেই একমাত্র ম্যাচ জিততে পারে ভারতীয় দল’ মন্তব্য আরও একজনের। ‘কোনো একটি দলের বিরুদ্ধে কোনো ব্যাটারের এহেন দাপট সাম্প্রতিক অতীতে দেখি নি’ অবাক হয়ে লিখেছেন আরও একজন। ‘হেড এবার হেডেক হয়ে উঠেছে’ মাইক্রোফোন হাতে বলেন রবি শাস্ত্রীও।

অফ ফর্মের অন্ধকার কাটিয়ে শতরান স্টিভ স্মিথেরও (Steve Smith)। ১০১ করেন তিনি। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া ছড়ি ঘোরালেও চা পানের বিরতির পর ভারতকে ম্যাচে ফেরালেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় নতুন বল হাতে তিনি হেড ও স্মিথকে ফেরান পরপর। আউট করেন মিচেল মার্শকেও। চলতি টেস্ট সিরিজে এই নিয়ে দ্বিতীয় বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়ালো ১৭। ‘বুমরাহ, তার পর অনেকখানি ফাঁকা জায়গা এবং তার পর বাকিরা’ ভারতীয় পেসারের শ্রেষ্ঠত্ব এভাবেই বর্ণণা করেছেন নেটজনতা। ‘যত দেখি তত অবাক হই, নিঃসন্দেহে নয়া শতকের সেরা পেসার’ লিখেছেন আরও একজন। ‘বুমরাহ এভাবে চলতে থাকলে কোথায় গিয়ে থামবে কে জানে’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন আরও এক অনুরাগী। ‘জসসি জ্যায়সা কোই নহী’ থামছেই না বুমরাহ বন্দনা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 3rd Test: “একাই লড়ে যাচ্ছে…” বুমরাহ’র ঝুলিতে পাঁচ উইকেট, উচ্ছ্বসিত প্রশংসা নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *