IND vs AUS 4th Test: “ঐতিহাসিক এক ইনিংস…” দুর্ধর্ষ শতরান নীতিশ রেড্ডি’র, উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া !! 1

IND vs AUS: মাসখানেক আগে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) স্কোয়াডে যখন জায়গা পেয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), তখন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত অভিজ্ঞতা নিয়ে আদৌ অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারবেন ২১ বর্ষীয় তরুণ? সন্দিহান ছিলেন তাঁরা। কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে উঠেছিলো পক্ষপাতিত্বের অভিযোগ। কিন্তু নিজের পারফর্ম্যান্স দিয়ে প্রতিনিয়ত যেন তাঁদের ভুল প্রমাণ করে চলেছেন বিশাখাপত্তনমের ক্রিকেটার। পার্‌থ, অ্যাডিলেড বা ব্রিসবেনে লোয়ার অর্ডারে নেমে বেশ কিছু কার্যকরী ক্যামিও ইনিংস খেলেছিলেন তিনি। পালন করেছিলেন চতুর্থ সিমারের ভূমিকাও। মেলবোর্নে পূর্বের সব পারফর্ম্যান্সকে ছাপিয়ে গেলেন তরুণ তুর্কি। খাদের কিনারে পৌঁছে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে লড়াইতে টিকিয়ে রাখলেন দলকে।

Read More: IND vs AUS 4th Test: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” ঋষভ পন্থের আউট নিয়ে বিস্ফোরক সুনীল গাওস্কর !!

নাটকীয় শতরান নীতিশের-

Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images
Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) যখন আউট হন তখন ভারতের স্কোরবোর্ডে ৭ উইকেটের বিনিময়ে ২২১। ফলো-অন বাঁচাতে প্রয়োজন আরও ৫৩ রান। আগুন ঝরাচ্ছেন কামিন্স, বোল্যান্ডরা (Scott Boland)। এই কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ায় নীতিশের (Nitish Kumar Reddy) ব্যাট। সঙ্গী পান ওয়াশিংটন সুন্দরকে। প্রতিপক্ষের বিশ্বখ্যাত বোলিং আক্রমণের সামনে গুটিয়ে থাকেন নি দুই দক্ষিণ ভারতীয় তরুণ। সেয়ানে সেয়ানে চলেছে টক্কর। কাট-পুলের মত ধ্রপদী শট মেরেছেন। চেষ্টা করেছেন রিভার্স স্কুপ হাঁকানোরও। ফলো-অনের দুঃস্বপ্নকে পিছনে ফেলেন তাঁরা। দেখতে দেখতে টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতকের গণ্ডী পেরিয়ে যান নীতিশ (Nitish Kumar Reddy)। পুষ্পা চলচ্চিত্রের আল্লু অর্জুনের স্টাইলে উদ্‌যাপন করেন তিনি। ততক্ষণে আশায় বুক বাঁধা শুরু করেছেন সমর্থকেরাও। সোশ্যাল মিডিয়ায় জমতে থাকে তাঁদের শুভেচ্ছাবার্তা।

দৃপ্ত পদক্ষেপে শতকের দিকে এগোচ্ছিলেন নীতিশ (Nitish Kumar Reddy)। স্কোরবোর্ডকে সচল রাখেন ওয়াশিংটন’ও (Washington Sundar)। কিন্তু চা পানের বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু হতেই ঘটে ছন্দপতন। ৫০ রানের মাথায় নাথান লিয়ঁ’র শিকার হন তামিলনাড়ুর বাম হাতি। অপর প্রান্তে নীতিশ তখন আটকে ‘নার্ভাস নাইন্টিজে।’ বোল্যান্ডকে পুল করে মিড উইকেট অঞ্চলে পাঠিয়ে ওভারের শেষ বলে দুই রান নিয়ে বসেন তিনি। নামের পাশে রান সংখ্যা ৯৯ হলেও স্ট্রাইক হয় হাতছাড়া। প্যাট কামিন্সের ওভার সামলাতে হত জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। কিন্তু পারেন নি তিনি। ওভারের তৃতীয় ডেলিভারিতে ধরা পড়েন স্লিপে। ৯ উইকেট হারায় ভারত। নন-স্ট্রাইকার প্রান্তে তখন অসহায় লাগছিলো নীতিশকে। কামিন্স বনাম সিরাজ দ্বৈরথে কে বাজিমাত করেন তার উপর নির্ভর করছিলো তাঁর শতকের সম্ভাবনা।

হতাশ করেন নি সিরাজ (Mohammed Siraj)। রুখে দেন কামিন্সের তিনটি ডেলিভারি। স্ট্রাইক ফিরে পান নীতিশ (Nitish Kumar Reddy)। স্কট বোল্যান্ডের বিরুদ্ধে কোনো রকম তাড়াহুড়ো করেন নি তিনি। সময় নিয়েছেন। প্রথম দু’টি বল ডট হয়। এরপর জ্বলে ওঠেন তিনি। গুডলেন্থের ডেলিভারি মিড অনের উপর দিয়ে চিপ করে হাঁকান বাউন্ডারি। ৯৯ থেকে পৌঁছে যান ১০৩ রানে। কেরিয়ারের প্রথম অর্ধশতককেই শতরানে রূপান্তরিত করেন বিশাখাপত্তনমের তরুণ। আবেগে হাঁটু ভেঙে বসে পড়েন মাটিতেই। হাত শূন্যে তুলে যেন অঙ্গীকার করেন ভবিষ্যতেও এহেন সব স্বপ্নের ইনিংস ক্রিকেটজনতাকে উপহার দেওয়ার। আজ কঠিন পরিস্থিতিতে যেভাবে শতরান করে দলকে অক্সিজেন যোগালেন নীতিশ (Nitish Kumar Reddy), তার প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। বিশাখাপত্তনমের তরুণকে ঘিরে দেখা গিয়েছে আবেগের বিস্ফোরণ।

শুভেচ্ছা জানালো নেটদুনিয়া-

Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images
Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images

‘নিঃসন্দেহে ভবিষ্যতের তারকা নীতিশ,’ লিখেছেন এক উৎসাহী ক্রিকেটপ্রেমী। ‘এমন ইনিংস খুব কম চোখে পড়ে,’ মন্তব্য আরও একজনের। ‘ভারতের নতুন ক্রাইসিস ম্যান,’ চাপের মুখে তাঁর দৃঢ়তার প্রশংসা করেছেন এক নেটিজেন। ‘নীতিশ তুম নে দিল জিত লিয়া’ উচ্ছ্বসিত প্রশংসা অন্যদেরও। কোহলি-রোহিতদের মত অভিজ্ঞ তারকারা যেখানে অস্ট্রেলীয় চ্যালেঞ্জের (IND vs AUS) বিরুদ্ধে নতিস্বীকার করেছেন, সেখানে নীতিশের (Nitish Kumar Reddy) অধ্যবসায় ও লড়াকু মানসিকতা অনুপ্রাণিত করতে পারে দলকে, মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ‘ভালো করে খেয়াল রাখা হোক ওর। আগামী দিনে ও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ভারতীয় দল’কে’ স্নেহাশীষ জানিয়েছেন ‘মেন ইন ব্লু’ সমর্থকেরা। ‘বুমরাহ’র পর ভারতের দ্বিতীয় সেরা ক্রিকেটার এই সিরিজে,’ শুভেচ্ছার বন্যায় ভেসেছেন নয়া সুপারস্টার।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: “সীমাহীন দ্বিচারিতা…” কোহলিকে ‘ক্লাউন’ কটাক্ষ অস্ট্রেলিয়ার, একহাত নিলেন ইরফান পাঠান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *