IND vs AUS 1st Test: “হম কিসি সে কম নহী…” অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই ভারতের, বোলারদের প্রশংসায় নেটমাধ্যম !! 1

IND vs AUS: পারথ্‌-এ বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া (IND vs AUS)। সকালে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় শিবির। ড্রপ-ইন পিচের গতি ও বাউন্স সামলাতে সমস্যায় পড়লেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), দেবদত্ত পাডিক্কাল’রা। দুই তরুণই সাজঘরে ফেরেন খাতা খোলার আগেই। নজর ছিলো বিরাট কোহলি’র (Virat Kohli) দিকে। আজ চূড়ান্ত হতাশ করলেন তিনি। জশ হ্যাজেলউডের সামনে আত্মসমর্পণ করতে হলো তাঁকে। ৫ রানের বেশী এগোতে পারেন নি তারকা ব্যাটার। ‘বিরাটের কেরিয়ারের অন্তিম পর্ব হয়ত উপস্থিত’ আক্ষেপের সুরে লিখেছেন এক নেটিজেন। ‘যে দাপটের সাথে বোলারদের শাসন করত, সেই কিনা আজ অসহায়’ হতাশা স্পষ্ট হয়েছিলো আরও এক টিম ইন্ডিয়া সমর্থকের ট্যুইটে।

ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দররাও আজ দাগ কাটতে পারেন নি। খানিক প্রতিরোধ গড়তে দেখা গেলো ঋষভ পন্থ (Rishabh Pant) ও নবাগত নীতিশ কুমার রেড্ডি’কে (Nitish Kumar Reddy)। ৩৮ রানের ইনিংস খেলেন ভারতীয় উইকেটরক্ষক। ‘আবারও ঋষভ বোঝালো কেন ও এই দলের এক্স-ফ্যাক্টর’ মন্তব্য এক নেটমাধ্যম ব্যবহারকারীর। ‘এই পিচে ৩৮ আদতে ৮৩’র সমান’ লিখেছেন আরও একজন। ব্যাট হাতে আজ ভারতের হয়ে সফলতম নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। লোয়ার অর্ডারে নেমে ৪১ রানের নির্ভীক ইনিংস খেলেন তিনি। ‘লম্বা রেসের ঘোড়া’ অলরাউন্ডারকে কুর্নিশ জানিয়ে মন্তব্য আরও একজনের। ‘এভাবেই এগিয়ে যাও। হার্দিক পারে নি। নীতিশ অন্তত টেস্টে টিম ইন্ডিয়ার অন্যতম অস্ত্র হয়ে উঠুক’ প্রার্থনা আরও এক ভক্তের। রাহুলের ২৬, পন্থের ৩৮ ও নীতিশের ৪১-এর সৌজন্যেই ১৫০ স্কোরবোর্ডে তুলতে পারে ভারত।

Read More: IND vs AUS: পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৬৭ !!

বুমরাহ ম্যাজিকে ব্যাকফুটে অস্ট্রেলিয়া-

Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images

দুই সেশনে টিম ইন্ডিয়া অল-আউট হওয়ার পর হতাশ হয়েছিলেন সমর্থকেরা। কিন্তু তাঁদের মনে ফের আশার আলো জাগালেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। রোহিত শর্মা’র অবর্তমানে পারথ্‌ টেস্টে অধিনায়ক তিনিই। সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে তা বোঝালেন তিনি। অভাবনীয় এক ডেলিভারিতে ম্যাকস্যুইনিকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিলেন অজি ইনিংসে। এরপর উসমান খোয়াজা (Usman Khawaja), স্টিভ স্মিথদেরও (Steve Smith) সাজঘরে ফেরান তিনি। ফেরাতে পারতেন মার্নাস লাবুশেনকেও। কিন্তু সহজ ক্যাচ হাতছাড়া করেন বিরাট কোহলি। দিনের শেষলগ্নে বলে হাতে আক্রমণে ফেরেন তিনি। তুলে নেন প্যাট কামিন্সের (Pat Cummins) উইকেট। প্রথম দিনের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ১০-৩-১৭-৪।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে তাঁর হাতেই।

বুমরাহ’র প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটজনতা। ‘গর্ব হয় যে জসপ্রীত বুমরাহ ভারতের জার্সিতে খেলেন’ লিখেছেন একজন। ‘ভারতের সর্বকালের সেরা পেসার অবশ্যই বুমরাহ’ মন্তব্য আরও একজনের। ধারাভাষ্য দিচ্ছিলেন ওয়াসিম আক্রম। পাক কিংবদন্তি বারবার ভারতীয় তারকাকে বিশ্বের সেরা বোলার বলে অভিহিত করেছেন আজ। ভারত অধিনায়কের পাশাপাশি আজ নজর কেড়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও হর্ষিত রাণা’ও (Harshit Rana)। সিরাজ শুরুটা করেছিলেন খানিক এলোমেলো। কিন্তু পরে ছন্দ খুঁজে নিয়ে তুলে নেন দুই উইকেট। ‘ডিএসপি’র ভয়ে কাঁপছে অজি’রা’ লিখেছেন এক ভক্ত। অভিষেক ম্যাচে ট্র্যাভিস হেড’কে ফিরিয়ে নায়ক হর্ষিত’ও। ‘পেস ত্রয়ীর দাপটে নিজেদের মাঠেই ব্যাকফুটে অজি’রা,’ লিখেছেন এক গর্বিত সমর্থক। দিনের শেষে ৭ উইকেটে ব্যাগি গ্রিনদের স্কোরবোর্ডে মাত্র ৬৭।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 1s Test: হর্ষিতের আগ্রাসনের জবাবে লাবুশেনের ‘ফ্লাইং কিস’, প্রথম দিনেই জমজমাট বর্ডার-গাওস্কর ট্রফি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *