IND vs AUS: “আজকের প্রাপ্তি রিঙ্কু’র ব্যাটিং…” অস্ট্রেলিয়ায়কে হারিয়ে জয় ভারতের, নেটমাধ্যম মজে কেকেআর তারকায় !! 1

IND vs AUS: বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের স্মৃতি এখনও টাটকা। সেই ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই আজ ফের অজিদের বিপক্ষে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া (Team India)। দুই দলেই বেশ কয়েকজন তারকা আজ খেলেন নি। বিশ্বকাপের পর বিশ্রামে রয়েছেন তাঁরা। দ্বিতীয় সারির দল থাকা সত্ত্বেও বিশাখাপত্তনমে হাড্ডাহাড্ডি লড়াই হলো দুই শিবিরের মধ্যে। ফলাফল পেতে অপেক্ষা করতে হলো ম্যাচের শেষ বল পর্যন্ত। দাঁড়িপাল্লায় ভারসাম্যে থাকা ম্যাচকে টিম ইন্ডিয়ার দিকে ঝুঁকিয়ে দিলেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের আলিগড়ের তরুণ আজ ফের একবার জয় ও হারের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ালেন। আইপিএলে যেভাবে কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচ জিতিয়েছিলেন আজ ঠিক তেমন ভাবেই ভারতীয় দলের জয়ের ভগীরথ হয়ে উঠলেন তিনি।

Read More: IND vs AUS: বিশাখাপত্তনমে ব্যাটিং বিক্রম সূর্যকুমারের, ‘ফিনিশার’ রিঙ্কুর সৌজন্যে অস্ট্রেলিয়াকে হারালো ভারত !!

টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের কার্যনির্বাহী অধিনায়ক সূর্যকুমার যাদব। স্টিভ স্মিথ এবং জশ ইংলিসের ব্যাটিং-এ দিশাহারা লেগেছে টিম ইন্ডিয়ার তরুণ বোলারদের। ‘এখনও আমাদের রিজার্ভ বেঞ্চ পুরোপুরি প্রস্তুত নয়’, ‘টি-২০ বিশ্বকাপে এই তরুণদের উপর ভরসা করা যাবে?’ বিষ্ণোই, আর্শদীপ, প্রসিদ্ধ কৃষ্ণাদের পারফর্ম্যান্স নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশাখাপত্তনমের বাইশ গজে রাজ করতে দেখা গেলো জশ ইংলিস’কে। ৫০ বলে ১১০ রান করেন তিনি। অজি উইকেটরক্ষক-ব্যাটারের ইনিংস দেখে জনৈক নেটনাগরিকের মস্করা, ‘অস্ট্রেলিয়ার হয়ে রোজ নতুন কাউকে বড় ইনিংস খেলতে দেখি।’ ২০ ওভারে অজিদের ইনিংস শেষ হয়েছিলো ২০৮ রানে।

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ভারত। দুর্ভাগ্যজনক রান আউট হওয়ায় ঋতুরাজ গায়কোয়াড় পাশে পেয়েছেন সোশ্যাল মিডিয়াকে। ৮ বলে ২১ রান করে আউট হওয়ায় যশস্বীকে নিয়ে নেটদুনিয়ার মূল্যায়ন, ‘বড় তাড়াহুড়ো ওর খেলায়।’ এরপর ইনিংসের হাল ধরেন ঈশান কিষণ এবং সূর্যকুমার যাদব। ঈশান করেন ৫৮ রান। বিশ্বকাপে সফল হন নি সূর্যকুমার। আজ করলেন ৪২ বলে ৮০ রান। ‘সূর্যকুমার কেবল দ্বিপাক্ষিক সিরিজেই ভালো খেলেন’, ‘এই রান’টা বিশ্বকাপে কোথায় ছিলো?’, ‘এই সিরিজে সাফল্য অর্থহীন’, বড় রান করেও রোষের মুখে পড়েছেন তিনি। শেষ ওভারে বাকি ছিলো ৭ রান। পরপর তিন বলে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিলো ভারত। শেষ বলে ছক্কা হাঁকয়ে জেতান রিঙ্কু। তাঁর প্রশংসায় ভেসে নেটদুনিয়া বলছে, “রিঙ্কুর স্নায়ু যেন ইস্পাতের তৈরি।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IPL 2024: নজরে হেড, রচিন, নিলামে ভাগ্য নির্ধারিত হবে একঝাঁক তারকা ক্রিকেটারের !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *