ind-vs-aus-fans-applaud-akash-deeps-resistance

IND vs AUS: গতকাল ভারতের স্কোরবোর্ডে ছিলো মাত্র ৫১ রান। ১০-এর গণ্ডী পেরোনোর আগেই সাজঘরে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল, বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ’রা। সঙ্কট আরও বাড়তে পারত চতুর্থ দিনের খেলার একদম শুরুতেই। দিনের প্রথম বলটিতেই স্লিপে ক্যাচ তুলে দেন কে এল রাহুল। কিন্তু আশ্চর্যজনক ভাবে তা ফস্কান প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। জীবন ফিরে পেয়ে আর পিছন ফিরে তাকান নি কর্ণাটকের ক্রিকেটার। প্রতিরোধের প্রাথমিক কাজটা করেন তিনিই। প্যাট কামিন্সের (Pat Cummins) বলে রোহিত শর্মা (Rohit Sharma) আউট হওয়ার পরেও ফাটল ধরে নি রাহুলের রক্ষণে। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ত্রয়ীকে সামলে স্কোরবোর্ড সচল রাখেন তিনি। সঙ্গী হিসেবে পান রবীন্দ্র জাদেজাকে।

রাহুল-জাদেজার জুটি অবশেষে ভাঙেন নাথান লিয়ঁ। ৮৪ রানের মাথায় আউট হন ভারতীয় ওপেনার। এরপর জাদেজা খানিকক্ষণ এগিয়ে নিয়ে যান ইনিংস। তবে কামিন্সকে পুল মারতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন তিনিও। করেন ৭৭। তারকা অলরাউন্ডার যখন আউট হন, ফলো-অন বাঁচাতে তখনও ৩২ রান বাকি টিম ইন্ডিয়ার (Team India)। হাতে এক উইকেট। বৃষ্টিভেজা ব্রিসবেনে আজই দ্বিতীয় ইনিংস শুরু হবে ভারতের, ততক্ষণে তেমনটাই ধরে নিয়েছেন ক্রিকেটজনতা। সাজঘরে সম্ভবত প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল’ও। কিন্তু সকলকে অবাক করলেন জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ (Akash Deep)। ভারতের দশম ও একাদশতম ব্যাটার কেবলমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) ফলো-অন’ই রক্ষা করলেন না, ধুন্ধুমার সব শটে মাতিয়ে দিলেন সতীর্থ থেকে দর্শক, সকলকেই।

Read More: বুমরাহ-আকাশ দীপের যৌথ প্রয়াসে ফলো অন থেকে মুক্তি পেল টিম ইন্ডিয়া, চতুর্থ দিন শেষে দলের স্কোর ৯ উইকেটে ২৫২ !!

ব্রিসবেনে ব্যাট হাতে নায়ক আকাশ দীপ-

Akash Deep and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Akash Deep and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images

আদতে ফাস্ট বোলার হলেও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রায়ই ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলে থাকেন আকাশ দীপ (Akash Deep)। আজ আন্তর্জাতিক আঙিনাতেও সেই কাজটিই করে দেখালেন তিনি। অধৈর্য্য না হয়ে শর্ট রানে ভরসা রাখলেন শুরুতে। ক্রিজে খানিক থিতু হওয়ার পর হাত খোলেন। প্রথম বাউন্ডারি হাঁকান মিচেল স্টার্কের (Mitchell Starc) বিরুদ্ধে। যেভাবে অফস্টাম্পের বাইরের লাইনে পিচ করা বল’কে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমারেখার বাইরে পাঠালেন তাতে মোহিত সকলে। চলতি সিরিজে (IND vs AUS) অফস্টাম্পের বাইরের লাইনই সমস্যায় ফেলেছে বিরাট কোহলি’কে। সেইদিকে ইঙ্গিত করে অনেকেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লিখেছেন, ‘আকাশ দীপের থেকে টিউশন নিক বিরাট।’ পেসের পাশাপাশি স্পিনের বিপক্ষেও সাবলীল শট খেলেছেন বাংলার ক্রিকেটার। তিনি যে আদতে টেল-এন্ডার, বোঝাই যায় নি তা।

বাউন্ডারি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার লিড ২০০’র নীচে নামিয়ে আনেন আকাশ (Akash Deep)। ফলো-অন বাঁচিয়ে ফেলার আনন্দ প্রতিফলিত হলো ড্রেসিংরুমেও। সেরা শটটি শেষের জন্য তুলে রেখেছিলেন। প্যাট কামিন্সকে (Pat Cummins) মিড-উইকেটের উপর দিয়ে যেভাবে উড়িয়ে দিলেন গ্যালারিতে, তা দেখে হতভম্ব খোদ বিরাট কোহলিও (Viat Kohli)। দিনের শেষে ৩১ বলে ২৭ করে অপরাজিত আকাশ, সঙ্গী বুমরাহ’র ঝুলিতে ১০। খাদের কিনারা থেকে যেভাবে দলকে কার্যত উদ্ধার করেছেন তিনি, তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। ‘লড়াইয়ের স্পিরিট একেই বলে’ লিখেছেন একজন। ‘ঘাম দিয়ে জ্বর ছাড়ালো আকাশ’ মন্তব্য আরও একজনের। ‘রোহিত-কোহলিরা যা করেছেন, তার থেকে একশ গুণ বেশী কার্যকরী আকাশ’ লিখেছেন আরও একজন। ‘পরের টেস্ট থেকে টপ-অর্ডারে ব্যাট করুক ও’ ব্যাটারদের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে মন্তব্য এক নেটিজেনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 3rd Test: কামিন্সের কাজটা সহজ করে দিলো খুদে ভক্ত, গ্যালারি থেকেই নিলো DRS !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *