IND vs AUS: ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে মিললো না কোনো ফলাফল। বৃষ্টিবিঘ্নিত দ্বৈরথের পরিসমাপ্তি হলো নির্বিষ ড্রয়েই। গতকাল আকাশ দীপ (Akash Deep) ও জসপ্রীত বুমরাহ’র মরিয়া লড়াইয়ের সৌজন্যে ফলো-অন বাঁচাতে সক্ষম হয়েছিলো টিম ইন্ডিয়া। দিনের শেষে স্কোরবোর্ডে ছিলো ৯ উইকেটের বিনিময়ে ২৫২ রান। আজ সকালে বেশী দূর এগোতে পারেন নি দুই টেল-এন্ডার। ২৬০-এ থামে ভারতের ইনিংস। এরপর ধুন্ধুমার ব্যাটিং-এর প্রয়াস করতে গিয়ে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৮৯/৭ অবস্থায় ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স (Pat Cummins)। জিততে গেলে ৫৪ ওভারে ২৭৫ করতে হলো ‘মেন ইন ব্লু’কে। রান তাড়া করার কোনো সুযোগই দিলো না বৃষ্টি। চতুর্থ ইনিংস গড়ালো মাত্র ২.১ ওভার। আবহাওয়ার খামখেয়ালিপনার বলি হলো ক্রিকেট।
Read More: “বৃষ্টি না হলে হেরে ভুত…” ব্রিসবেন টেস্ট ড্র হতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে ভারতীয় দল !!
হেড’কে আগ্রাসী ‘সেন্ড-অফ’ সমর্থকের-
মেঘাচ্ছন্ন গাব্বায় উত্তেজনার আগুন জ্বলে উঠেছিলো অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন। দ্রুত রান তোলার বাসনায় প্রচুর সুযোগ দিচ্ছিলেন অজি ব্যাটাররা। তার সদ্ব্যবহার করতে ভুল করেন নি জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আকাশ দীপ’রা। নতুন বলে আরও একবার জ্বলে ওঠেন জসপ্রীত বুমরাহ। আউট করেন উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেন’কে। মিচেল মার্শ, নাথান ম্যাকস্যুইনি’র উইকেট জমা পড়ে আকাশ দীপের ঝুলিতে। ব্যাগি গ্রিন বাহিনীর দুই মহারথী স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড’কে (Travis Head) ফেরান মহম্মদ সিরাজ। অ্যাডিলেড টেস্টে সিরাজের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন ফর্মে থাকা হেড। আজ আগ্রাসী শট খেলতে গিয়ে তিনি ঋষভ পন্থের (Rishabh Pant) হাতে ধরা পড়তেই বাড়তি খুশির ঝলক দেখা গেলো হায়দ্রাবাদী পেসারের মুখে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন চোখে পড়লো গ্যালারিতেও।
চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (IND vs AUS) টিম ইন্ডিয়ার কাছে যেন ত্রাস হয়ে দাঁড়িয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। পার্থ-এ তাঁর ব্যাট থেকে এসেছিলো ৮৯ রান। অ্যাডিলেডে করেন ধুন্ধুমার ১৪০। গাব্বাতেও প্রথম ইনিংসে ১৫২ রান করেছেন বাম হাতি ব্যাটার। স্টিভ স্মিথের (Steve Smith) সাথে তাঁর জুটি ভাঙতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিলো ভারতীয় দল’কে। আজ সিরাজের শর্ট পিচ বলে বড় শট হাঁকাতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন তিনি। আউট হন মাত্র ১৭ রানেই। অল্প রানে ‘পথের কাঁটা’কে সরিয়ে ফেলার আনন্দ দেখা গেলো গ্যালারিতে বসে থাকা এক কিশোরের প্রতিক্রিয়াতেও। অ্যাডিলেডে ঠিক যেভাবে আঙুল উঁচিয়ে হেড’কে ‘সেন্ড-অফ’ দিয়ে ছিলেন সিরাজ, ঠিক সেভাবেই আঙুল উঁড়িয়ে তাঁকে প্যাভিলিয়নের দিকে হাঁটার নির্দেশ দেয় বিরাট কোহলির (Virat Kohli) জার্সি পরিহিত ঐ কিশোর।
নেটদুনিয়ার সমর্থন পাচ্ছে ঐ খুদে ফ্যান-
সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে ঐ ভিডিও’টি। কিশোরের আগ্রাসী সেলিব্রেশন মনে ধরেছে নেটিজেনদের। সাম্প্রতিক অতীতে হেডের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা বিশেষ সুখকর নয় ভারতীয় দলের (IND vs AUS)। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) হোক বা বিশ্বকাপ ফাইনাল-একের পর এক স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন অ্যাডিলেডের বাম হাতিই। ফলে তাঁকে অল্প রানে ফেরানোর পর এই আগ্রাসী প্রতিক্রিয়াই স্বাভাবিক বলে মনে করছেন সকলে। ‘ঐ কিশোরের প্রতিক্রিয়া শুধু ওর একার নয়। অর্ধেক ভারতের ঠিক এমনটাই অনুভূতি হয়েছিলো’ লিখেছেন এক নেটনাগরিক। গত ম্যাচে সিরাজের সাথে ঝামেলায় জড়িয়েছিলেন হেড, আজ ‘মিয়ঁ ম্যাজিকেই’ তিনি উইকেট হারানোয় বাড়তি সেলিব্রেশনে মাততে দেখা গিয়েছে কাউকে কাউকে। ভিডিও শেয়ার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিও।
দেখুন সেই সেলিব্রশন-
वो जो पीछे बच्चा दिख रहा है, आधा हिंदुस्तान है वो 😃
— Abhinav Pandey (@Abhinav_Pan) December 18, 2024
Also Read: IND vs AUS 4th Test: বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন ট্র্যাভিস হেড, স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে !!