IND vs AUS 4th Test: বক্সিং ডে টেস্টে ভাগ্য খুলছে বাংলার অভিমন্যু’র, শুভমানের বদলে করবেন অভিষেক !! 1

IND vs AUS: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। ভারতীয় দল মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বিমানবন্দরে এক মহিলা সাংবাদিকের সাথে বচসায় জড়ান বিরাট কোহলি। এরপর সাংবাদিক সম্মেলনে জাদেজার (Ravindra Jadeja) ইংরেজি না বলে নিয়ে এক প্রস্থ বিতর্ক সৃষ্টি করে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। অনুশীলনের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। টিম ইন্ডিয়াকে যে পিচে নেট সেশন করতে হচ্ছে তা নিম্নমানের বলে খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে। আচমকা লাফিয়ে ওঠা বলে ইতিমধ্যেই আঘাত পেয়েছেন রোহিত শর্মা, আকাশ দীপ। আজ অনুশীলন চলার সময় সিরাজের বল নাকি আহত করেছে শুভমান গিলকেও (Shubman Gill)। এমনিতেই অফ ফর্মে রয়েছেন তিনি। তার উপর চোট পাওয়ায় আসন্ন টেস্টে আপাতত অনিশ্চিত তিনি।

Read More: IND vs AUS 4th Test: “মোটেই সহজ নয়…” নেতৃত্ব ছাড়ছেন রোহিত শর্মা, মেলবোর্নেই মিললো ইঙ্গিত !!

চূড়ান্ত হতাশ করেছেন শুভমান গিল-

Shubman Gill | IND vs AUS| Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম ম্যাচটিতে খেলেন নি শুভমান গিল (Shubman Gill)। অনুশীলনে আঙুলের হাড়ে চিড় ধরায় তাঁকে বাদ দিয়েছিলেন টিম ইন্ডিয়া মাঠে নেমেছিলো পার্‌থ-এ। দ্বিতীয় টেস্ট থেকে দলে ফেরেন শুভমান। এখনও অবধি উল্লেখযোগ্য কিছু ব্যাট হাতে করে দেখাতে পারেন নি তিনি। অ্যাডিলেডে প্রথম ইনিংসে করেছিলেন ৩১ রান। শুরুটা ভালো হলেও স্কট বোল্যান্ডের (Scott Boland) স্যুইং-এর নাগাল না পেয়ে লেগ বিফোর হন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো ২৮ রান। মিচেল স্টার্কের ডেলিভারি স্টাম্প উড়িয়ে দিয়েছিলো তাঁর। ব্রিসবেনেও সুবিধা করতে পারেন নি তিনি। পাঞ্জাবের তরুণ মাত্র ১ রান করে উইকেট উপহার দিয়ে আসেন মিচেল স্টার্ককে। ক্যাচ ধরেন মিচেল মার্শ।

শুভমানের (Shubman Gill) উপর গত এক-দেড় বছরে লাগাতার আস্থা দেখিয়ে গিয়েছে ভারতীয় দল। চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) মত কিংবদন্তিকে ছেঁটে ফেলে তাঁকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে জায়গা করে দেওয়া হয়েছে। দেশের মাটিতে কিছু সাফল্য তিনি পেয়েছেন ঠিকই, কিন্তু বিদেশের মাঠে এখনও অবধি লাল বলের ফর্ম্যাটে সেই আস্থার দাম দিতে পারেন নি শুভমান গিল। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) গাব্বাতে করেছিলেন ৯১। উপমহাদেশের বাইরে এর পর অর্ধশতকের গণ্ডী টপকাতে পারেন নি একবার’ও। ইংল্যান্ডে ছয় ইনিংস খেলে তাঁর গড় ১৪.৬৬। ওয়েস্ট ইন্ডিজে ৩ ইনিংসে গড় ২২.৫০ আর দক্ষিণ আফ্রিকাতে ৪ ইনিংস খেলে গড় ১৮.৫০। শুভমানকে নিয়ে পরীক্ষানিরীক্ষা বন্ধ হোক, উঠছে দাবী। বিদেশের মাঠে তাঁকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন বিশেষজ্ঞরা।

বদলি হতে পারেন অভিমন্যু-

Abhimanyu Easwaran | Image: Getty Images
Abhimanyu Easwaran | Image: Getty Images

শুভমানের (Shubman Gill) বদলি নিয়ে ভাবনাচিন্তা চলছে টিম ইন্ডিয়ার অন্দরে। পার্‌থে শুভমান চোট পাওয়ায় খেলানো হয়েছিলো দেবদত্ত পাডিক্কালকে। কিন্তু রান পান নি কর্ণাটকের ক্রিকেটার। তাঁকে ফের সুযোগ দেওয়ার বদলে এমসিজি-তে খেলানো হতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণ’কে (Abhimanyu Easwaran)। সাধারণত ওপেনার হিসেবে খেললেও বক্সিং ডে টেস্টে হয়ত তিন নম্বরেই দেখা যাবে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন অভিমন্যু। ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮.৯ গড়ে তাঁর সংগ্রহ ৭৬৭৫ রান। দলীপ ট্রফি, ইরানী কাপ ও রঞ্জি ট্রফিতে শেষ ৬টি ইনিংসের মধ্যে চারটিতে শতরান করেছেন তিনি। দীর্ঘ দিনই জাতীয় দলের বৃত্তে রয়েছেন অভিমন্যু (Abhimanyu Easwaran)। ২০২২ সালেও বাংলাদেশ সফরে তিনি ছিলেন টিম ইন্ডিয়া স্কোয়াডে। কিন্তু সুযোগ আসে নি তখন। অবশেষে মেলবোর্নে টেস্ট ক্যাপ মাথায় চাপানোর সৌভাগ্য হতে পারে তাঁর।

Also Read: IND vs AUS 4th Test Stats Preview: ধুন্ধুমার যুদ্ধের প্রহর গুণছে মেলবোর্ন, বক্সিং ডে টেস্টে তৈরি হতে পারে ১১ টি রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *