ind-vs-aus-ca-move-upsets-gavaskar

IND vs AUS: সিডনিতে জয় পেলে ট্রফি (IND vs AUS) ধরে রাখার সুযোগ ছিলো টিম ইন্ডিয়ার (Team India) সামনে। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখার ক্ষীণ সম্ভাবনাও বেঁচে থাকত। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দুই টেস্টের একটিতেও না জিতলে লর্ডসের বাইশ গজে আগামী ১১ থেকে ১৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারত ‘মেন ইন ব্লু’ই। কিন্তু হলো না শেষরক্ষা। মাত্র তিন দিনেই পরাজয় স্বীকার করে নিলো ভারত। প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিং বিক্রমের সৌজন্যে ৪ রানের লিড ছিনিয়ে নিয়েছিলো তারা। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আরও একবার ডোবালো তাদের। চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যমাত্রা ৪ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার লজ্জার হারে অসম্মান জুটেছে কিংবদন্তি সুনীল গাওস্করের (Sunil Gavaskar) ভাগ্যেও।

Read More: “তারকাদের অসম্মান করার স্বভাব…” রোহিত ইস্যুতে বিস্ফোরক সিধু, সিরিজ শেষেও মিটছে না বিতর্ক !!

সুনীল গাওস্কর’কে অপমান অজি বোর্ডের-

Pat Cummins Collected BGT From Alan Border | IND vs AUS | Image: Getty Images
Pat Cummins Collected BGT From Alan Border | IND vs AUS | Image: Getty Images

টেস্ট সিরিজগুলিকে যুযুধান দুই দেশের দুই কিংবদন্তির নামে নামাঙ্কন করার প্রথা বহুদিনের। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের নাম যেমন ওয়ার্ন-মুরলীধরণ ট্রফি, অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের নাম বেনো-কাদির ট্রফি। এমনকি ক্রিকেট মাঠের বাইরের কিংবদন্তিদের নামেও রয়েছে ট্রফি। উদাহরণস্বরূপ বলা যায় গান্ধী-ম্যান্ডেলা ট্রফির কথা। তেমনই ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ উৎসর্গ করা হয়েছে দুই কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ও অ্যালান বর্ডারের (Alan Border) নামে। গতকাল সিডনিতে বর্ডার ও গাওস্কর উপস্থিত ছিলেন দুজনেই। কিন্তু জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) হাতে ট্রফিটি তুলে দেওয়ার জন্য ডাক পড়ে কেবল অজি প্রাক্তনীর। ব্রাত্যই রাখা হয় সুনীল গাওস্কর’কে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) এই সিদ্ধান্ত মনঃপুত হয় নি টেস্ট ইতিহাসে ১০০০০ রান ক্লাবের প্রথম সদস্যের।

ABC স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল গাওস্কর (Sunil Gavaskar) স্পষ্ট জানান, “টেস্ট শুরুর আগে আমায় জানানো হয়েছিলো যে ভারত যদি এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পারে তাহলে বিজিটি (বর্ডার-গাওস্কর ট্রফি) সম্প্রদান অনুষ্ঠানে আমাকে প্রয়োজন হবে না। আমার দুঃখ হয় নি। কিন্তু খানিক বিভ্রান্ত হয়েছি। এটার নামই তো বর্ডার-গাওস্কর ট্রফি। আমাদের দুজনেরই ওখানে থাকার উচিৎ ছিলো।” ভারতীয় প্রাক্তনীর মন্তব্য সামনে আসতেই অস্ট্রেলীয় ক্রিকেটমহলের একটা অংশ যুক্তি খাড়া করার চেষ্টা করেন যে তাঁদের দেশে কোনো একজন প্রাক্তনীই ট্রফি তুলে দেন। পালটা দিয়েছে ভারতীয় ক্রিকেটজনতা। ২০০৩-০৪ মরসুমে ভারত যখন বিজিটি (IND vs AUS) ‘রক্ষা’ করেছিলো অস্ট্রেলিয়ার মাটিতে তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sunil Gavaskar) হাতে বর্ডার ও গাওস্কর দুজনেই তুলে দিয়েছিলেন ট্রফি, ভিডিও পোস্ট করে ‘প্রমাণ’ দিয়েছেন তাঁরা।

শুনুন কি বলেছেন গাওস্কর-

সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া-

Sunil Gavaskar and Alan Border | IND vs AUS | Image: Getty Images
Sunil Gavaskar and Alan Border | Image: Getty Images

চাপের মুখে পড়ে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড (CA)। তাদের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা স্বীকার করে নিচ্ছি যে অ্যালান বর্ডার ও সুনীল গাওস্কর দুজনকেই যদি মঞ্চে রাখা যেত তাহলে সেটাই ভালো হত।” কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ জিতলে ভারতীয় কিংবদন্তিকে যে ডাকা হবে না, তা যে তাঁকে আগে জানানো হয়েছিলো, সেটিও জানাতে ভোলে নি অজি ক্রিকেট সংস্থা। কোনো রকম ক্ষমা প্রার্থনা বা দুঃখপ্রকাশ করতেও দেখা যায় নি তাঁদের। ক্রিকেটীয় স্পিরিট নিয়ে প্রায়শই সরব হতে শোনা যায় অস্ট্রেলীয় ক্রিকেটমহল ও সংবাদমাধ্যমকে। কিন্তু এবারের সিরিজে (IND vs AUS) যেভাবে কোহলি-রোহিতদের আক্রমণ করেছে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান,’ সিডনি টাইমসের’ মত সংবাদপত্র, গাওস্কর’কে ‘খাটো’ করেছে খোদ সিএ-তাতে এহেন মন্তব্য তাদের মানায় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Also Read: IND vs AUS 5th Test: “মেহনতই করে নি…” ব্যর্থ বিরাটকে তুলোধোনা ইরফান পাঠানের, তোপ গাওস্করেরও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *