IND vs AUS: নেতৃত্বে বিরাট কোহলি, সুযোগ পেলেন পূজারা, পারথ্‌ টেস্টের একদিন আগেই প্রকাশিত একাদশ !! 1

IND vs AUS: রাত পোহালেই পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। বর্ডার-গাওস্কর ট্রফির লড়াই ঘিরে চড়েছে উত্তেজনার পারদ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য হোয়াইটওয়াশ হওয়া টিম ইন্ডিয়া ব্যাগি গ্রিনদের ডেরায় আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা সকলের নজর এখন সেদিকেই। টানা চার বার অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) টেস্ট সিরিজ জেতার পরও সাম্প্রতিক পারফর্ম্যান্স খানিক পিছিয়েই রেখেছে ‘মেন ইন ব্লু’কে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে নিউ লুক অজি বাহিনী। ওপেনিং স্লটে বদল হয়েছে। স্টিভ স্মিথ (Steve Smith) ফিরেছেন মিডল অর্ডারে। ‘বদলা’র আগুন বুকে নিয়ে মাঠে নামবেন প্যাট কামিন্স’রা। দুই হেভিওয়েটের ধুন্ধুমার লড়াইয়ের ইতিহাস বাড়তি মাত্রা যোগ করেছে এই সিরিজে।

Read More: কে সামলাবেন KKR’এর নেতৃত্ব? নিলামে এই ৩ তারকার দিকে নজর শাহরুখ খানের !!

বর্ডার-গাওস্কর ট্রফির ইতিহাস-

Rohit Sharma and Pat Cummins | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma and Pat Cummins | Image: Getty Images

১৯৯৬-৯৭ মরসুমে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের নাম বদলে রাখা হয় বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। এতদিন তিন বা চারটি করে টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। এবার ম্যাচের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে পাঁচ। গত ২৮ বছরে ১৬ বার আয়োজিত হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। এর মধ্যে ভারতের জয়ের সংখ্যা ১০। অস্ট্রেলিয়া জিতেছে ৫ বার। আর একবার অমীমাংসিত থেকেছে সিরিজ (IND vs AUS)। দেশের মাটিতে ভারতের দাপট প্রশ্নাতীত। তারা ৯ বারের মধ্যে জিতেছে ৮ বারই। একমাত্র ২০০৪ সালে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া জয় পেয়েছিলো ভারতের মাটিতে। অন্যদিকে অজিরা দেশের মাঠে ৭টি সিরিজের মধ্যে জিতেছে ৪ টি। ভারত ২০০৩-০৪ মরসুমে ড্র করতে সক্ষম হয়েছিলো। ২০১৮-১৯ ও ২০২০-২১’এ অ্যাওয়ে গ্রাউন্ডেও ছিনিয়ে নিয়েছিলো জয়।

সেরা একাদশে রয়েছেন পূজারা-

Cheteshwar Pujara | IND vs AUS | Image: Getty Images
Cheteshwar Pujara | IND vs AUS | Image: Getty Images

১৭তম বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) আয়োজক অস্ট্রেলিয়া। পারথ্‌-এ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের ঢাকে কাঠি পড়ার আগে গত ২৮ বছরের প্রতিদ্বন্দ্বীতা থেকে সেরা এগারো জনের এক তালিকা তৈরি করেছে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। সেখানে জায়গা পেয়েছেন সাত ভারতীয়। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন কেবলমাত্র চার জন। ওপেনার হিসেবে রাখা হয়েছে ম্যাথু হেডেন’কে (Matthew Hayden)। তিনি ভারতের বিরুদ্ধে ১৮ ম্যাচে ৫৮ গড়ে ১৮৮৮ রান করেছেন। শতরানের সংখ্যা ৬, অর্ধশতক ৮টি। সহজাত ওপেনার না হলেও হেডেনের সঙ্গী করা হয়েছে ভারতের চেতেশ্বর পূজারাকে (Chetshwar Pujara)। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানোর অন্যতম কারিগর ছিলেন পূজারা। ২৫ ম্যাচে ৪৯.৩৮ গড়, ৫টি শতক ও ১১টি অর্ধশতক-সহ তাঁর সংগ্রহ ২০৭৪ রান। বিদেশের মাঠেও ৯৯৩ রান করেছেন তিনি।

চারে শচীন, অধিনায়ক কোহলি-

Sachin Tendulkar's Iconic Sydney Innings' Wagon Wheel | Image: Twitter
Sachin Tendulkar’s Iconic Sydney Innings’ Wagon Wheel | Image: Twitter

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার নিঃসন্দেহে স্টিভ স্মিথ (Steve Smith)। বর্ডার-গাওস্কর ট্রফির সেরা একাদশেও রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ৬৫.৮৭ গড়ে ১৯ টেস্টে ২০৪২ রান করেছেন তিনি। করেছেন ৯টি শতরান ও ৫টি অর্ধশতক’ও। চার নম্বরে রাখা হয়েছে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। সিডনিতে কোনো কভার ড্রাইভ ছাড়াই ২৪১* রানের যে ইনিংসটি তিনি খেলেছেন তা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের কিংবদন্তির অংশ হয়ে রয়েছে। অজিদের বিপক্ষে ৩৯ টেস্টে ৫৫.৫০ গড়ে তিনি করেছেন ৩৬৩০ রান। শতকের সংখ্যা ১১। অর্ধশতরান ১৬ টি। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ‘ব্যাগি গ্রিন’-এর চোখে চোখ রেখে লড়তে তিনিও সিদ্ধহস্ত। ২৫ টেস্টে ৪৭.৪৮ গড়ে তাঁর সংগ্রহ ২০৪২ রান। শতক ৮টি, অর্ধশতক ৫টি। ২০১৪ সালে একই সিরিজে ৪টি শতরানের নজির গড়েছিলেন তিনি।

ইডেন থেকে গাব্বা, স্বীকৃতি দুই তারকার-

VVS Laxman and Rahul Dravid | IND vs AUS | Image: Getty Images
VVS Laxman and Rahul Dravid | IND vs AUS | Image: Getty Images

২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া। স্টিভ ওয়া’র অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত (IND vs AUS)। ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের অবিশ্বাস্য জুটির সৌজন্যে এসেছিলো সাফল্য। ২৮১ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন লক্ষ্মণ (VVS Laxman)। সর্বকালের সেরাদের একাদশে তাঁকে না রাখার ভুল তাই করে নি সংবাদসংস্থা। ২৯ ম্যাচে অজিদের বিপক্ষে তিনি ৪৯.৬৭ গড় ও ৬টি শতরান-সহ করেছেন ২৪৩৪ রান। উইকেটরক্ষক হিসেবে ধোনি বা গিলক্রিস্টকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লক্ষ্মণের মতই ব্রিসবেনের গাব্বায় এক অবিশ্বাস্য জয় তিনি ভারতকে উপহার দিয়েছিলেন। ৭ টেস্টে ৬২.৪০ গড়ে ৬২৪ করেছেন পন্থ।

রয়েছেন দুই স্পিনার ও দুই পেসার-

Glenn McGrath | Image: Getty Images
Glenn McGrath | Image: Getty Images

বোলিং বিভাগ নির্বাচন নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞদের সাথে দ্বিমত পোষণ করেছেন কেউ কেউ। স্পিন বিভাগে তাঁরা রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ’কে (Nathan Lyon)। রবিচন্দ্রণ অশ্বিন, হরভজন সিং, অনিল কুম্বলে বা শেন ওয়ার্নের হয়ে সওয়াল করেছে ক্রিকেটজনতার একাংশ। ২৭ টেস্টে ১২১ উইকেট রয়েছে লিয়ঁ’র, জাদেজার সংগ্রহ ৫৭০ রান ও ৮৯ উইকেট। পেস বিভাগে ভারত থেকে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর সংগ্রহে ৭ টেস্টে ৩২ উইকেট। ডান হাতি পেসারের যোগ্যতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও পরিসংখ্যান বিচার করে ঈশান্ত শর্মা বা জাহির খানের দিকে ঝুঁকে অনেকেই। এছাড়া রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। ১১ ম্যাচে ১৮.৫৪ গড়ে ৫১ উইকেট নিয়েছেন তিনি।

 এক নজরে সেরা একাদশ-

ম্যাথু হেডেন, চেতেশ্বর পূজারা, স্টিভ স্মিথ, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি (অধিনায়ক), ভিভিএস লক্ষ্মণ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নাথান লিয়ঁ, জসপ্রীত বুমরাহ, গ্লেন ম্যাকগ্রা।

Also Read: IND vs AUS: অস্ট্রেলিয়া সিরিজের জন্য নতুন দল ঘোষণা ভারতের, চোট সারিয়ে ফিরছেন বাংলার পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *