IND vs AUS: ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে অপ্রতিরোধ্য তকমা হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ১২ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে ভারতের অশ্বমেধের ঘোড়া। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮ উইকেটের ব্যবধানে পরাজয়ের পরেই সিঁদুরে মেঘ দেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ’রা। রোহিত-বিরাটদের (Virat Kohli) যে বেশ নড়বড়ে দেখাচ্ছে তা স্পষ্টই বোঝা গিয়েছিলো। এরপর পুণেতে দ্বিতীয় টেস্টেও হেরে বসেছে দল। মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপসদের স্পিন সামলাতে না পেরে ১১৩ রানের ব্যবধানে পরাজিত হয়েছে ‘মেন ইন ব্লু।’ আর কিছু দিনের মধ্যেই রয়েছে অস্ট্রেলিয়া সফর। শক্তিশালী অজিদের ডেরায় পা রাখার আগে ভারতীয় দলের এই ছন্দহীনতা চিন্তায় রেখেছে বিসিসিআই-কে। ঘরের মাঠের ব্যর্থতা বিদেশের মাটিতে দল যাতে ঝেড়ে ফেলতে পারে তা নিশ্চিত করতে সিরিজ (IND vs AUS) শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা।
Read More: IPL 2025: “বিরাট কোহলিকে ভুলে যান…” সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্য ঝড় তুললো ক্রিকেটমহলে !!
আন্তঃদলীয় ম্যাচ বাতিল-
![IND vs AUS: অস্ট্রেলিয়ায় ম্যাচ বাতিল ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো বিসিসিআই !! 2 Indian Cricket Team | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/10/Test-Team-India-1.jpg)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) এই মুহূর্তে ওয়াংখেড়ের মাঠে নিয়মরক্ষার তৃতীয় টেস্ট খেলছে ভারতীয় দল। এরপর দিনকয়েকের বিশ্রাম পাবেন রোহিত-কোহলিরা (Virat Kohli)। তারপর তাঁরা উড়ে যাবেন অস্ট্রেলিয়া। শুরু করবেন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয়-এ দল। সেই স্কোয়াডে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ, অভিমন্যু ঈশ্বরণের মত তারকা। কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের বিরুদ্ধে নামার আগে ভারত-এ’র (INDIA-A) বিরুদ্ধে একটি আন্তঃদলীয় ম্যাচ খেলার কথা ছিলো টিম ইন্ডিয়ার (Team India) তারকাদের। ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে এই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিলো পারথ্-এর ওয়াকা স্টেডিয়ামে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার শোচনীয় পরাজয়ের পর সেই প্রস্তুতি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছ বিসিসিআই।
সূত্রের খবর যে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ক্রিকেটারদের চোট-আঘাতের ঝুঁকি এড়ানোর জন্যই ওয়াকা-তে প্রস্তুতি ম্যাচ খেলা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বদলে ঐ তিন দিন অতিরিক্ত নেট সেশন রাখার কথা ভাবা হচ্ছে কোহলি, রোহিত (Rohit Sharma), শুভমানদের জন্য। গত বছর ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে এই অস্ট্রেলিয়ার মুখোমুখি (IND vs AUS) হওয়ার আগে একটিও প্রস্তুতি ম্যাচ খেলে নি টিম ইন্ডিয়া। ফল ভুগতে হয়েছিলো মাঠে। হেলায় ভারতকে গুঁড়িয়ে দিয়ে টেস্টে বিশ্বসেরা হয়েছিলো অজি’রা। এবারও এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে কিনা তা নিয়ে ধন্ধে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট খেলার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে ভারতের। মানুকা ওভালের সেই ম্যাচ এখনও বাতিল হয় নি।
IND vs AUS সিরিজে এবার পাঁচটি টেস্ট-
![IND vs AUS: অস্ট্রেলিয়ায় ম্যাচ বাতিল ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো বিসিসিআই !! 3 IND VS AUS | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/06/virat-khawaja.png)
এতদিন বর্ডার-গাওস্কর ট্রফিতে চারটি করে টেস্ট ম্যাচ আয়োজন করা হত। কিন্তু দুই হেভিওয়েটের জমজমাট প্রতিদ্বন্দ্বীতার (IND vs AUS) দিকে তাকিয়ে এবার বাড়ানো হয়েছে ম্যাচের সংখ্যা। অ্যাসেজের মতই বর্ডার-গাওস্কর ট্রফিতেও (BGT) এবার থাকবে পাঁচটি করে টেস্ট। আসন্ন সিরিজের সূচনাটা হতে চলেছে পারথ্-এ। ওয়াকা নয়, বরং অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে রয়েছে প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি অ্যাডিলেডে। প্রায় ২ বছর পর গোলাপি বলের টেস্ট খেলতে চলেছে ভারত। ব্রিসবেনের গ্যাবায় রাখা হয়েছে তৃতীয় ম্যাচটি। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে টেস্ট’ শুরু হওয়ার কথা ঐতিহাসিক মেলবোর্ন স্টেডিয়ামে। আর সিরিজের (IND vs AUS) শেষ ম্যাচটি রয়েছে সিডনি’তে। আগামী বছরের ৩ থেকে ৭ জানুয়ারি আয়োজিত হওয়ার কথা সেটি। প্রায় দুই মাস ব্যপী সিরিজের ফলাফল কি হয়, সেদিকে তাকিয়ে সকলে।