IND vs AUS: রবিবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যন্ত্রণাদায়ক হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিলেও খেতাবী লড়াইতে পরাজিত হয়েই মাঠ ছেড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। দেড় মাসের যাবতীয় পরিশ্রম, যাবতীয় সাফল্য মুছে গিয়েছে এক ম্যাচের পরাজয়ে। ২০১১-এর পর বারো বছরের যে অপেক্ষা মিটবে বলে মনে করা হয়েছিলো ২০২৩-এ এসে, তা আর মেটে নি। বরং প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে। বিশ্বকাপ (ICC World Cup) হারের বেদনার আবহেই আগামী ২৩ তারিখ থেকে মাঠে ফিরছে ‘মেন ইন ব্লু।’ যে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ খুইয়েছে তারা, তাদের বিরুদ্ধেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অবধি।
এশিয়া কাপ, বিশ্বকাপ মিলিয়ে টানা তিন মাস ক্রিকেটের মধ্যে রয়েছেন দলের নিয়মিত ক্রিকেটাররা। তাই তাঁদের অধিকাংশকেই টি-২০ সিরিজে রাখা হয় নি। রোহিত শর্মা বিশ্রামে, হার্দিক পান্ডিয়া চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে। তাঁদের অবর্তমানে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে ঋতুরাজ গায়কোয়াড়কে। আর শেষ দুই ম্যাচে সূর্যের ডেপুটির ভূমিকা নেবেন শ্রেয়স আইয়ার। এছাড়াও রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা’দের মত বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটার দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে। তাঁদের সাফল্য দেশের ক্রিকেটজনতার ভগ্ন হৃদয় হয়ত খানিক মেরামত করতে পারবে। রিঙ্কু, যশস্বীদের নির্বাচন নিয়ে কোনো দ্বিমত না থাকলেও আবেশ খানের (Avesh Khan) সুযোগ পাওয়া নিয়ে রয়েছে বিতর্ক।
Read More: IND vs AUS: শেষ মুহূর্তে ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী তারকা, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে স্কোয়াডে বদল অস্ট্রেলিয়ার !!
ছন্দে না থেকেও জাতীয় দলে আবেশ খান-
মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ- ভারতীয় সিনিয়র দলের বিশ্বখ্যাত পেস ত্রয়ীর কোনো সদস্যকেই দেখা যাবে না আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-২০ সিরিজে। আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা মাথায় রেখে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের অবর্তমানে দেশের মাঠে অজিদের মহড়া নিতে দেখা যাবে একঝাঁক তরুণ বোলারকে। মূলত যাঁরা হাংঝৌতে ১৯তম এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন, তাঁদেরকেই সুযোগ দেওয়া হয়েছে। আর্শদীপ সিং (Arshdeep Singh), মুকেশ কুমার’রা রয়েছেন। হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। যদিও একটি ম্যাচও খেলার সুযোগ পান নি। অস্ট্রেলিয়া সিরিজ নিজেকে প্রমাণের বড় সুযোগ তাঁর সামনেও। মুকেশ, আর্শদীপ, প্রসিদ্ধের সাথে চতুর্থ পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন আবেশ খান (Avesh Khan)।
আর্শদীপ গত দুই বছর ধরে টি-২০তে নিয়মিত। বাংলার মুকেশ (Mukesh Kumar) ক্যারিবিয়ান সফরে জাত চিনিয়েছেন। প্রসিদ্ধ’ও (Prasidh Krishna) আয়ারল্যান্ড সফরে ভালো বোলিং করেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাওয়া পেসারদের মধ্যে সাম্প্রতিক অতীতে সাফল্যহীন একমাত্র আবেশ খান’ই (Avesh Khan)। মধ্যপ্রদেশের পেসার জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন এশিয়ান গেমসে (Asian Games) নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচে অনেক বেশী রান খরচ করে ফেলেছিলেন তিনি। এরপর দেশে ফিরে ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও অংশ নিয়েছিলেন। নজর কাড়তে পারেন নি। নিজের রাজ্য মধ্যপ্রদেশের হয়ে ৫টি ম্যাচ খেলে নিয়েছিলেন কেবল ৩টি উইকেট। লাগাতার এই ব্যর্থতার পরেও কি ভেবে আবেশকে (Avesh Khan) জায়গা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উমরান মালিক, শিবম মাভি বা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে সুযোগ দেওয়া উচিৎ ছিলো বলে মত অনেকেরই।
দেখে নিন IND vs AUS সিরিজে ভারতের স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার, শ্রেয়স আইয়ার (শেষ দুই ম্যাচে সহ-অধিনায়ক)।