IND vs AUS: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের ক্ষতে খানিক প্রলেপ লাগলো টিম ইন্ডিয়ার (Team India)। টি-২০ সিরিজে অজিদের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ বিরাট কোহলি, রোহিত শর্মা’রা বিশ্রাম নিয়েছেন সাদা বলের ক্রিকেট থেকে। চোটের কারণে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়াও। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতের তরুণ ব্রিগেড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করলো গোটা সিরিজে। প্রথম দুই ম্যাচে বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপুরমে জিতেছিলো ভারত। তৃতীয় ম্যাচে হয়েছিলো পদস্থলন। জয়ের কাছাকাছি পৌঁছেও গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) এক অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে হেরেছিলো টিম ইন্ডিয়া। রায়পুরে চতুর্থ ম্যাচেই ঘুরে দাঁড়ালেন রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল’রা। এক ম্যাচ বাকি থাকতেই হাসিল করে নিলেন সিরিজ।
রায়পুরের শহীদ বীর সিং স্টেডিয়ামে গতকাল সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাট করতে নেমে ৫০ রানের জুটি গড়েন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সিরিজের প্রথম তিন ম্যাচে পিচ ছিলো ব্যাটিং স্বর্গ। রায়পুরে কিন্তু সহজ হলো না বোলারদের মোকাবিলা করা। শেষবেলায় রিঙ্কু সিং (Rinku Singh) ও জিতেশ শর্মার (Jitesh Sharma) ঝোড়ো ইনিংসে ভর দিয়ে ভারত তোলে ১৭৪ রান। জবাবে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। অক্ষর প্যাটেল-রবি বিষ্ণোইদের সৌজন্যে ২০ রানে জিতে যায় ভারত।
Read More: IND vs AUS: “এই দলটা অনেক দূর যাবে…”, অজিদের বিরুদ্ধে সিরিজ জেতা টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!
নজর কেড়ে নিলেন অস্ট্রেলীয় সমর্থক-

গতকালের জয়ের ফলে সিরিজ জিতে নিয়েছে ভারতের তরুণ দল। ২০২৪ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে ভারতের তরুণদের পারফর্ম্যান্স নিঃসন্দেহে আশা জাগিয়েছে। বিশেষ করে রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়’রা নজর কেড়েছেন। বল হাতে সাফল্য পেয়েছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। এতসব সাফল্যের খতিয়ানের মাঝেও গতকাল রায়পুরে মাঠের বাইরের একাধিক বিষয় লাইমলাইটে জায়গা করে নিলো। খেলা আদৌ শুরু করা যাবে কিনা তা নিয়েই একটা সময় দেখা গিয়েছিলো ডামাডোল। হঠাৎ’ই শোনা যায় বিদ্যুতের বিল না মেটানোয় তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে স্টেডিয়ামে। শেষমেশ জেনারেটর ভাড়া করে ফ্লাডলাইটের আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়।
বিশ্বকাপের হতাশাজনক পরিণতির পর দেশের মানুষ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে মনে করা হয়েছিলো, কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের ছবি একেবারে উলটো কথা বলছে। প্রতিটি ম্যাচেই মাঠ পরিপূর্ণ থেকেছে। ব্যতিক্রম ছিলো না শুক্রবারের রায়পুর’ও। শহীদ বীর সিং স্টেডিয়ামের একটি আসন’ও খালি ছিলো না গতকাল। অজস্র দর্শকের মাঝে আলাদা করে নজর কেড়ে নিলেন এক অস্ট্রেলীয় ভক্ত। গায়ে হলুদ জার্সি, গালে আঁকা পতাকা। একাই গ্যালারিকে মাতিয়ে দিলেন তিনি। দেখা যায় দর্শকদের উদ্দেশ্য করে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’-এর মত স্লোগান দিচ্ছেন তিনি। নিজের দেশ হারলেও ক্রিকেটীয় স্পিরিটের যে নিদর্শন ঐ অস্ট্রেলীয় ভক্ত দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন নেটদুনিয়া। রায়পুরের দর্শক’ও অভিবাদন জানিয়েছে অজি সমর্থক’কে। গলা মিলিয়েছে তাঁর স্লোগানের সাথে।
দেখে নিন ভিডিও’টি-
Australian fan chanting and slogans “Bharat Mata ki Jay, Vande Mataram” at yesterday’s T20I match in Raipur. pic.twitter.com/Bj1CVEOfPS
— CricketMAN2 (@ImTanujSingh) December 2, 2023