IND vs AUS: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই অস্ট্রেলিয়ার মাঠে শুরু মহারণ। আরও একবার বসতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির আসর (IND vs AUS)। গত সাত বছরে দুই হেভিওয়েটের টেস্ট যুদ্ধে একাধিপত্য দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়া। ২০১৭ থেকে চার বার সিরিজ জিতেছে তারা। এর মধ্যে দুই বার ‘মেন ইন ব্লু’ বাজিমাত করেছে দেশের মাটিতে। আর দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ধরাশায়ী করে খেতাব রক্ষা করতে সক্ষম হয়েছে ভারতীয় শিবির। অ্যাওয়ে সিরিজ জেতার হ্যাটট্রিক কি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা করতে পারবেন? পারথ্-এ প্রথম টেস্টের সূচনার আগে এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেটমহলে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক বিপর্যয় ব্যাকফুটে রেখেছে ভারত’কে। আবার অস্ট্রেলিয়াও যে সেরা ছন্দে নেই তার প্রমাণ মিলেছে ওডিআই সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে তাদের হার থেকে।
Read More: “অনেক বিনোদন বাকি…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাস্ত হতেই মেজাজ হারালেন স্কাই, সতীর্থকে নিলেন একহাত !!
সিরিজ শুরুতে রোহিতকে পাচ্ছে না ভারত-
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজ। প্রথম দুটি টেস্টে পূর্ণ সময়ের অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) সম্ভবত পাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। তাঁর স্ত্রী ঋতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয় বার বাবা হতে চলেছেন হিটম্যান। সন্তানের জন্মের সময় স্ত্রী ও পরিবারের সাথেই থাকতে চান তিনি। এই জন্য বোর্ডের কাছে আগাম ছুটিও চেয়ে রেখেছেন রোহিত। ইতিপূর্বে দুই সন্তান ভামিকা ও অকায়ের জন্মের সময় বিরাট কোহলিও (Virat Kohli) যথাক্রমে ২০১৮-১৯’র অস্ট্রেলিয়া ও ২০২৪-এর ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন। কন্যা জিভা’র জন্মের সময় অস্ট্রেলিয়ায় ছিলেন মহেন্দ্র সিং ধোনি’ও। যদিও তিনি ছুটি নিয়ে দেশে ফেরেন নি।
সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিসবেনে তৃতীয় ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেবেন রোহিত (Rohit Sharma)। তাঁর এই ছুটি নেওয়া ভালো চোখে দেখছেন না সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কটাক্ষ করে তিনি বলেন যে, “রোহিত যদি প্রথম টেস্ট না খেলে তাহলে গোটা সিরিজেই ওর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিৎ।” যদিও গাওস্করের দাবী নস্যাৎ করে হিটম্যানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি একেবারেই সহমত নই। রোহিতই ভারতীয় দলের নেতা। আপনার স্ত্রী সন্তানসম্ভবা বলে যদি আপনাকে ঘরে থাকতে হয়…এটা খুবই সুন্দর একটা সময়…আপনার যতটা সময় লাগে, ততটাই আপনি নিন।”
রোহিতের বদলে অধিনায়ক বিরাট ?
অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) জন্য আঠারো সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া, সেখানে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। মনে করা হচ্ছে যে রোহিতের অনুপস্থিতিতে তিনিই দলের দায়িত্ব সামলাবেন। এর আগে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধেও একটি টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম বুমরাহ নয়, বরং বিরাট কোহলিকেই (Virat Kohli) দেখতে চায় টিম ইন্ডিয়ার মুখ হিসেবে। সম্প্রচারকারী সংস্থা ফক্স স্পোর্টসের বিজ্ঞাপন থেকেই স্পষ্ট তা। সাধারণত দুই দলের অধিনায়কের মুখই বিজ্ঞাপনী পোস্টারে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়া দলের পক্ষে সেইমত রয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) ছবি। কিন্তু ভারতীয় দলের মুখ হিসেবে ব্যবহৃত হয়েছে কোহলির ছবি। সেখানে উধাও রোহিত বা বুমরাহ।
ফক্স স্পোর্টসের এই ভ্রান্তিবিলাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। ক্রিকেটজনতার একটা অংশ তাদের ভুল ধরিয়ে দিতে চায়, আর অন্য অংশটি ক্যাপ্টেন কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তনের আশায় প্রার্থনা করছে। ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক নিঃসন্দেহে বিরাট’ই। ২০১৮-১৯ মরসুমে তাঁর হাত ধরেই প্রথমবার টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ (IND vs AUS) জিতেছিলো। ২০২০-২১-এ খাতায়-কলমে তিনিই নেতা ছিলেন। যদিও আগে দেশে ফেরায় তিনটি টেস্টে অধিনায়কত্ব সেবার করেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এবার রোহিত প্রথম দুটি টেস্ট না খেলায় অধিনায়কত্বে বদলের সুযোগ যখন রয়েছে, তখন অনভিজ্ঞ বুমরাহ নয়, বরং অভিজ্ঞ কোহলির মাথায় মুকুট ওঠার অপেক্ষায় অনুরাগীরা।
দেখে নিন সেই বিতর্কিত বিজ্ঞাপন-
Also Read: IND vs AUS: অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের মুখে ঋষভ পন্থ, একাদশে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !!