IND vs AUS: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পঞ্চম টেস্ট। সিরিজে ১-২ পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ ‘মাস্ট উইন।’ পরাজয় বা ড্র হলে শুধুমাত্র বর্ডার-গাওস্কর ট্রফির মালিকানা হস্তান্তরিত হবে না, সাথে চূরমার হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার সম্ভাবনাও। মরণবাঁচন লড়াইতে সর্বস্ব দেওয়ার মানসিকতা নিয়েই সিডনিতে নামতে হবে ‘মেন ইন ব্লু’কে। একাদশ নির্বাচনের আগে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গী কে হবেন তা নিয়েই ধাঁধায় রয়েছে ক্রিকেটমহল। অফ ফর্মে থাকা রোহিত শর্মা যদি সিডনিতে আরও একটা সুযোগ পান তাহলে শুরুতেই খেলবেন তিনি। না হলে পার্থ, অ্যাডিলেড বা ব্রিসবেনের মত ওপেনিং-এ ফিরবেন কে এল রাহুল (KL Rahul)।
মেলবোর্ন টেস্টে ওপেনিং স্লটে রোহিতকে জায়গা করে দিতে বাদ দেওয়া হয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill)। সিডনির নেট সেশনে তাঁর দিকে আলাদা করে নজর ছিলো কোচ গম্ভীরের। যদি সত্যিই বাদ পড়েন রোহিত, তাহলে তিন নম্বরে খেলবেন পাঞ্জাবের তরুণ। চারে আরও একটা সুযোগ পাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। সিডনি বড়সড় পরীক্ষা হতে চলেছে তাঁর জন্য। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের বদলে খেলতে পারেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। উত্তরপ্রদেশের তরুণকে নিয়েও নেটে আলাদা করে সময় কাটিয়েছেন গম্ভীর। তিন অলরাউন্ডার-নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে দেখা যাবে একাদশে। তৃতীয় বা চতুর্থ ইনিংস স্পিন কার্যকরী হওয়ার সম্ভাবনা মাথায় রেখে খেলানো হতে পারে জোড়া স্পিনার। চোটের কারণে বাদ আকাশ দীপ। বুমরাহ-সিরাজের সাথে থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা।
Read More: IND vs AUS 5th Test: সিডনি টেস্ট থেকে বাদ রোহিত শর্মা, কনফার্ম করলেন খোদ কোচ গম্ভীর !!
IND vs AUS ম্যাচের সূচি
পঞ্চম টেস্ট ম্যাচ
ভেন্যু- সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
তারিখ- ৩ জানুয়ারি-৭ জানুয়ারি, ২০২৫
সময়- ভোর ৫টা (ভারতীয় সময়)
SCG Pitch Report (পিচ রিপোর্ট)-
অস্ট্রেলিয়ার মাটিতে যে কয়টি ক্রিকেট মাঠ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশী স্পিনের দেখা মেলে সিডনিতেই। কিন্তু চলতি সিরিজের (IND vs AUS) পঞ্চম টেস্টের জন্য যে বাইশ গজ প্রস্তুত করা হচ্ছে, সেখানে পেসের রমরমা’ই চোখে পড়ার সম্ভাবনা। তৃতীয় বা চতুর্থ দিনের আগে বল সম্ভবত ঘুরবে না। “এখন আমরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। সকালে পিচের উপর থেকে ঢাকনা সরানো হয়েছে। ৭ মিলিমিটার ঘাস রেখে আজ রোল করা হচ্ছে। হাল্কা জল দেওয়া হয়েছে পিচে। আজ সিডনিতে খুব গরম, ফলে আর্দ্রতা ধরে রাখার চেষ্টা হচ্ছে পিচের উপরের দিকে। আগামীকাল একটু ভারী রোলার ব্যবহার করা হবে। খানিক ঘাস ছাঁটা হবে,” একটি ভিডিয়োতে গতকাল বলতে শোনা গিয়েছে পিচ কিউরেটর অ্যাডাম ল্যুইসকে (Adam Lewis)।
সিডনিতে আজ অবধি ১১৪টি টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৪৭টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। ৪৩টি ম্যাচে পরে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। বাকি ২৪টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ৩১৮। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ৩১১। তৃতীয় ও চতুর্থ ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় যথাক্রমে ২৪৯ ও ১৬৯-এ। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে ভারতেরই। ২০০৪-এ তারা তুলেছিলো ৭ উইকেটের বিনিময়ে ৭০৫ রান। সর্বনিম্ন রান তোলার রেকর্ড অজিদের। ১৮৮৮তে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা গুটিয়ে গিয়েছিলো ৪২ রানে। টসজয়ী অধিনায়ক সম্ভবত ব্যাটিং করবেন।
Sydney Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ব্রিসবেন ও মেলবোর্নে ক্রিকেটের পথে বাধা দিয়েছে বৃষ্টি। সিডনিতে কেমন থাকবে আবহাওয়া? প্রশ্নের উত্তর খুঁজছেন দুই দেশের সমর্থকেরা। হাওয়া অফিস জানাচ্ছে যে নিউ সাউথ ওয়েলসের মাঠেও সম্ভাবনা থাকছে বর্ষণের। টেস্টের প্রথম চার দিন অর্থাৎ শুক্রবার থেকে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা ৫ থেকে ২৫ শতাংশের মধ্যে। শেষদিন অর্থাৎ মঙ্গলবারে তা বেড়ে দাঁড়াতে পারে ৪৫ শতাংশে। একমাত্র শনিবার ছাড়া রোজই আকাশ আংশিক বা সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিরিজে পিছিয়ে থাকা ভারতের জন্য চিন্তার বিষয় হতে পারে এই পূর্বাভাস। টেস্টের পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯-২৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। ৫৫-৮১ শতাংশ হতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা।
IND vs AUS হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্টের আসরে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ১১৬টি ম্যাচে। এর মধ্যে জয়-পরাজয়ের নিরিখে এগিয়ে রয়েছে ব্যাগি গ্রিন বাহিনীই। তাদের জয়ের সংখ্যা ৪৭। অস্ট্রেলিয়া ঘরের মাঠে জিতেছে ৩২ বার। ভারতকে তারা ভারতে এসে হারিয়েছে ১৪টি টেস্টে। আর একটি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৩৩ বার। ২৩টি টেস্ট দেশের মাঠে জিতেছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল জিতেছে ১০টি টেস্ট। ড্র হয়েছে ৩৫টি টেস্ট। একটি হয়েছে টাই। সিডনিতে ১৩টি টেস্টে ভারতের রেকর্ড আহামরি নয়। মাত্র ১টি জয় পেয়েছে তারা। ৫টিতে হারতে হয়েছে আর অমীমাংসিত ভাবে শেষ হয়েছে ৭টি টেস্ট।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- রোহিত শর্মা/ কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার– শুভমান গিল/কে এল রাহুল, বিরাট কোহলি, ধ্রুব জুড়েল
অলরাউন্ডার- নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর
বোলার- মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা
উইকেটরক্ষক- ধ্রুব জুড়েল
এক নজরে সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা*/ শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, বিরাট কোহলি, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা।
*রোহিত শর্মা যদি খেলেন তাহলে অধিনায়কত্ব করবেন তিনিই। যদি তাঁকে বাইরে রাখা হয় তাহলে নেতৃত্বভার সামলাবেন জসপ্রীত বুমরাহ।