ind-vs-aus-4th-test-pitch-and-weather

IND vs AUS: ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ব্রিসবেনের ড্রয়ের পর ভারতীয় দল মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বিমানবন্দরে মহিলা সাংবাদিকের সাথে বচসায় জড়ায় বিরাট কোহলি (Virat Kohli)। সাংবাদিক সম্মেলনে ইংরেজিতে করা প্রশ্ন এড়িয়ে যাওয়া অস্ট্রেলীয় সাংবাদিকদের বিরাগভাজন হয়েছেন রবীন্দ্র জাদেজাও। ব্যাগি গ্রিন বাহিনীর ১২তম সদস্য হয়ে চাপ বাড়ানোর কাজ যেন শুরু করে দিয়েছে প্রতিপক্ষ দেশের সংবাদমাধ্যম। তার কোনো প্রভাব আদৌ মাঠের পারফর্ম্যান্সে পড়ে কিনা সকলের নজর এখন সেদিকে। মেলবোর্নে যে পক্ষ জয় পাবে, সিরিজ জেতার দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। সেই লক্ষ্য সামনে রেখেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই শিবির। রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতীক্ষায় প্রহর গুণছেন সমর্থকেরা।

Read More: IND vs AUS: হেড-হ্যাজেলউড বাদ, চতুর্থ ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে জোড়া পরিবর্তন !!

IND vs AUS ম্যাচের সময়সূচি-

চতুর্থ টেস্ট ম্যাচ

ভেন্যু- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ভিক্টোরিয়া

তারিখ- ২৬-৩০ ডিসেম্বর, ২০২৪

সময়- ভোর ৪টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Melbourne Cricket Ground Pitch Report (পিচ রিপোর্ট)-

Melbourne Cricket Ground | IND vs AUS | Image: Getty Images
Melbourne Cricket Ground | IND vs AUS | Image: Getty Images

প্রথম তিনটি টেস্টেই বোলিং বান্ধব পিচ দেখা গিয়েছে। কখনও জসপ্রীত বুমরাহ, কখনও মিচেল স্টার্ক আবার কখনও ছড়ি ঘুরিয়েছেন প্যাট কামিন্স। মেলবোর্নের চতুর্থ টেস্ট (IND vs AUS) ম্যাচটিতেও পেস ও বাউন্সের কমতি হবে না বলেই মনে করছে ক্রিকেটমহল। সংবাদমাধ্যম সূত্রে যে ছবিগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে এমসিজি’র পিচের, সেখানে ঘাসের আধিক্যই নজর কেড়েছে। প্রধান পিচ কিউইরেটর ম্যাট পেইজ’ও সাংবাদিকদের জানিয়েছেন যে ৬ মিলিমিটার ঘাস রাখা হচ্ছে বাইশ গজে। তবে সাহায্য থাকবে ব্যাটারদের জন্যও। পরিসংখ্যান বলছে যে এখানে মোট ১১৭টি টেস্ট খেলা হয়েছে। তার মধ্যে ৫৭টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। ৪২টিতে পরে ব্যাটিং করে মিলেছে সাফল্য। ১৮টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। পিচের তরতাজা ভাবকে কাজে লাগাতে টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং করতে পারেন।

Melbourne Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Melbourne Weather Forecast | Image: Twitter
Melbourne Weather Forecast | Image: Twitter

ব্রিসবেনে বৃষ্টির কারণে বারবার বাধাপ্রাপ্ত হয়েছিলো ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচটি। প্রকৃতির রক্তচক্ষুর কারণেই অমীমাংসিত থেকে গিয়েছে খেলাটি। মেলবোর্নে কেমন থাকে আবহাওয়া সেদিকে নজর থাকছে ক্রিকেট দুনিয়ার। আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস মিলেছে তা আপাতত স্বস্তি যোগাচ্ছে আয়োজকদের। ম্যাচের পাঁচদিন হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা যে নেই তা নয়, তবে তাতে খেলা ভেস্তে যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২৬ থেকে ৩০ ডিসেম্বর মেলবোর্নে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৭ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি দিনগুলোতে রোদের মুখ দেখা যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

IND vs AUS, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট ক্রিকেটের আঙিনায় একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ১১০টি ম্যাচে। এর মধ্যে ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে ব্যাগি গ্রিন বাহিনীই। তারা ৪৬টি ম্যাচে জয় পেয়েছে। তারা নিজেদের ঘরের মাঠে হয় পেয়েছে ৩১টি টেস্টে। ভারতকে তারা ভারতে এসে হারিয়েছে ১৪টি টেস্টে। আর ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিরপেক্ষ ভেন্যু ওভালে বাজিমাত করেছিলো অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া জিতেছে ৩৩টি টেস্ট। এর মধ্যে ঘরের মাঠে জয়ের সংখ্যা ২৩ আর অ্যাওয়ে টেস্টে ‘মেন ইন ব্লু’ জিতেছে ১০ বার।

মেলবোর্নের সম্ভাব্য একাদশ-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

ভারত (IND)-

কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

অস্ট্রেলিয়া (AUS)-

স্যাম কনস্টাস*, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

*-অভিষেক।

Also Read: IND vs AUS 4th Test: ট্র্যাভিস হেড বধের ছক কষেছেন আকাশ দীপ, মেনে চললে সাফল্য পাবে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *