IND vs AUS: মেলবোর্নের বক্সিং ডে টেস্টটি ভারতের কাছে একপ্রকার ‘ডু অর ডাই।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে সরাসরি পা রাখতে গেলে জয় ছাড়া গতি নেই রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে। তাছাড়া এমসিজিতে হারলে টানা তিন বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজ জয়ের বিরল রেকর্ড’ও হাতছাড়া হবে তাদের। কোনো মূল্যেই এই সুযোগ হাতছাড়া করতে রাজী নয় ‘মেন ইন ব্লু।’ সেই কারণেই বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে চাইছেন কোহলি, জসপ্রীত বুমরাহরা। ওপেনিং স্লটে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গী কে হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে এখনও। বিশেষজ্ঞদের ধারণা ছন্দে থাকা কে এল রাহুলকে (KL Rahul) স্থানচ্যুত করবেন না অধিনায়ক রোহিত। কর্ণাটকের খেলোয়াড়কেই দেখা যাবে নতুন বলের মোকাবিলা করতে। ছন্দে না থাকা শুভমান গিল আরও একটা সুযোগ পাবেন চতুর্থ টেস্টে।
বড় পরীক্ষার সম্মুখীন বিরাট কোহলি (Virat Kohli)। পার্থ-এর দ্বিতীয় ইনিংসে শতকের পর আর উল্লেখযোগ্য কোনো রান পান নি তিনি। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার রোগ সারাতেই হবে তাঁকে। চার নম্বরে খেলতে চলেছেন তিনি। পাঁচে সম্ভবত দেখা যাবে উইকেটরক্ষক ঋষভ পন্থকে (Rishabh Pant)। ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নামবেন তিনিও। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নেমে আসতে পারেন ছয় নম্বরে। মিডল অর্ডারে খেলেও গত দুই টেস্টে রান পান নি তিনি। এবার চাইবেন ব্যর্থতার সেই ধারাবাহিক চিত্রে বদল আনতে। একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা। স্পিন বিভাগের ভার সামলাবেন তিনি। বিশাখাপত্তনমের নীতিশ কুমার রেড্ডিকে মেলবোর্নে ছেঁটে ফেলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাড়তি একজন বোলার খেলানো হতে পারে। বুমরাহ, আকাশ দীপ ও সিরাজের সাথে জুড়ে দেওয়া হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণাকে।
Read More: IND vs AUS 4th Test: “মোটেই সহজ নয়…” নেতৃত্ব ছাড়ছেন রোহিত শর্মা, মেলবোর্নেই মিললো ইঙ্গিত !!
IND vs AUS ম্যাচের সময়সূচি-
চতুর্থ টেস্ট ম্যাচ
ভেন্যু- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ভিক্টোরিয়া
তারিখ- ২৬-৩০ ডিসেম্বর, ২০২৪
সময়- ভোর ৪টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Melbourne Cricket Ground Pitch Report (পিচ রিপোর্ট)-
মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি’তে চতুর্থ টেস্ট ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। পার্থ, অ্যাডিলেড ও ব্রিসবেনে বোলিং বান্ধব বাইশ গজ স্বাগত জানিয়েছিলো দুই দলকে। মনে করা হচ্ছে যে মেলবোর্নেও দেখা যেতে পারে একই ছবি। পিচের যে সকল ছবি সংবাদমাধ্যম সূত্রে সামনে এসেছে সেখানে ঘাসের আধিক্যই নজর কেড়েছে। মাঠের প্রধান পিচ কিউরেটর ম্যাট পেইজ যদিও জানিয়েছেন যে বাইশ গজে সাহায্য থাকবে ব্যাটারদের জন্যও। পরিসংখ্যান জানাচ্ছে যে এই মাঠে আজ অবধি ১১৭টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৫৭টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। ৪২টিতে সাফল্য মিলেছে পরে ব্যাটিং করে। বাকি ১৮টি টেস্ট ড্র হয়েছে। আকাশ মেঘলা থাকলে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন টসজয়ী অধিনায়ক। অন্যথায় করতে পারেন বোলিং।
Melbourne Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ব্রিসবেনে বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি কার্যত ভেস্তে যাওয়ার পর মেলবোর্নের আবহাওয়া নিয়ে কৌতূহল বেড়েছে ক্রিকেটজনতার মধ্যে। আপাতত আশার বাণীই শুনিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি থেকে সোমবার-অর্থাৎ ম্যাচের পাঁচ দিনের মধ্যে হাল্কা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তা কখনোই টেস্টের পথে বাধা হয়ে দাঁড়াবে না। চতুর্থ টেস্টের প্রথম দিন আকাশে মেঘের ঘনঘটা দেখতে পাওয়া যেতে পারে, তবে বাকি চারদিন থাকবে রোদের আনাগোনা। আরও জানা গিয়েছে যে ম্যাচের দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৭ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকার পূর্বাভাস মেলে নি আবহাওয়া দপ্তর সূত্রে।
IND vs AUS হেড টু হেড-
ক্রিকেটদুনিয়ার দুই মহারথী ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয়েছে ১১৫ বার। এর মধ্যে ব্যাগি গ্রিন বাহিনীর জয়ের সংখ্যা ৪৬। তারা ঘরের মাঠে জিতেছে ৩১টি টেস্ট ম্যাচ। ভারতের মাটিতে ভারতকে হারিয়েছে ১৪ বার। আর ১ বার জিতেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যা ৩৩। এর মধ্যে ২৩টি এসেছে দেশের মাটিতে। আর ১০টি এসেছে অস্ট্রেলিয়ার মাঠে। চেন্নাইতে একটি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ টাই’ও হয়েছিলো ১৯৮৬ সালে।
IND vs AUS লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলি টেলিভিশনের পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে বর্ডার-গাওস্কর ট্রফি্র। কিন্তু তার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন রয়েছে।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার- শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা
অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজা
বোলার- আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।