সুন্দর-নীতিশের পর বুমরাহ ম্যাজিক, চতুর্থ দিন শেষে ৩৩৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া !! 1

সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ। দিনের শুরুতে চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া তবে দিন শেষে আবার ফাইট ব্যাক করেছে অজি দল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রান বানায়, জবাবে ভারতীয় দল ৩৬৯ রান বানাতে সক্ষম হয়। ক্যাঙ্গারু দল প্রথম ইনিংসে ১০৫ রানের লিড পায় এবং দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে আপাতত ২২৮ রান বানিয়েছে অস্ট্রেলিয়া। আজকের দিবের শুরুতে ১১৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন নীতিশ রেড্ডি (Nitish Reddy) তার দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়ে ক্রিকেট ভক্তরা। এরপরেই, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া দল। ভারতীয় দলের হয়ে দ্বিতীয় ইনিংসে তান্ডব শুরু করেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

ইনিংসের শুরুতে প্যাভিলিয়নে ফেরেন স্যাম কনস্টাস (Sam Konstas)। ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এরপর মেলবোর্নে দেখা যায় সিরাজ ম্যাজিক, উসমান খাজাকে ২১ এবং স্টিভেন স্মিথকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরান সিরাজ। এরপর গুরুদায়িত্ব তুলে নেন জসপ্রীত বুমরাহ। বল হাতে একই ওভারে ট্রেভিস হেড (Travis Head) ও মিচেল মার্সকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। দুই ইনিংসেই ব্যার্থ হয়েছেন দুজনে। এরপর আলেক্স ক্যারিকে (Alex Carey) প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। একসময়ে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া।

৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

Ind vs aus
Nathan Lyon and Scott Boland | Image: Getty Images

অজিদের দ্রুত উইকেট ফেলার চেষ্টায় ছিল ভারত তবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) সহজ ক্যাচ ফেলে দেন। লাবুশেন দলের হয়ে ৭০ রান বানিয়েছিলেন, সিরাজ তাকে প্যাভিলিয়নে ফেরান। দলের হয়ে শেষের দিকে সম্মান বাঁচান ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। অজি ক্যাপ্টেন প্রথম ইনিংসে ৪৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪১ রানের ইনিংস খেললেন তিনি। ১৭৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর নাথান লিয়ন ও স্কট বোল্যান্ডের মধ্যে ৫৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। লিয়ন ৪১ রানে ব্যাটিং করছেন এবং বোল্যান্ড ১০ রান বানান।

Read Also: IND vs AUS 4th Test: রান-আউটের পর ক্যাচ মিসের ‘হ্যাট্রিক’ যশস্বী’র, মেলবোর্নে ভারতের ‘ভিলেন’ তরুণ তুর্কি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *