IND vs AUS: ২০২১-এর জানুয়ারিতে ব্রিসবেনের গাব্বায় এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া। ৩২ বছর পর ফাটল ধরেছিলো অস্ট্রেলীয় দুর্গের দেওয়ালে (IND vs AUS)। অবিশ্বাস্য সেই সাফল্যের তিন বছর পর ব্রিসবেনে ফিরছে ‘মেন ইন ব্লু।’ সেই সোনালী স্মৃতি সঙ্গে নিয়েই শনিবার থেকে মাঠে নামবেন ঋষভ পন্থ (Rishabh Pant), মহম্মদ সিরাজরা (Mohammed Siraj)। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির ফলাফল আপাতত ১-১। পার্থ-এ উদ্বোধনী ম্যাচটি জিতেছিলো ভারত। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচেই প্রত্যাঘাত করেছে ক্যাঙারুবাহিনী। সমতা ফিরিয়েছেন কামিন্সরা। পুনরায় অ্যাডিভান্টেজ ছিনিয়ে নেওয়ার লড়াইতে আত্মবিশ্বাসী হয়েই নামতে চায় রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। শুক্রবার অবধি যা খবর সংবাদমাধ্যম সূত্রে, তাতে মনে করা হচ্ছে যে গাব্বার একাদশে জোড়া বদলের সম্ভাবনা। ব্যাটিং বিভাগ একই থাকছে, রদবদল বোলিং বিভাগে।
আরও একবার ওপেনিং-এ দেখা যেতে পারে কে এল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়ালের জুটিই। গোলাপি বলে রান পান নি দু’জনেই। লাল বলে ছন্দে ফিরবেন, আশায় ভারত। তিন নম্বরে থাকছেন শুভমান গিল। চার নম্বরে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli)। অ্যাডিলেডের ব্যর্থতা ব্রিসবেনে ঝেড়ে ফেলার চেষ্টায় থাকবেন তিনিও। পাঁচ ও ছয় নম্বরে দেখা যেতে পারে রোহিত শর্মা ও ঋষভ পন্থ’কে। অধিনায়ক রোহিত আরও একবার ওপেনিং স্লট ছেড়ে দিচ্ছেন রাহুলকে। মিডল অর্ডারে তিনি কেমন খেলেন সেদিকে নজর থাকবে উৎসাহী ক্রিকেটজনতার। গাব্বায় প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে নামবেন পন্থ’ও। অশ্বিনের বদলে ফেরানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে (Washigton Sundar)। একমাত্র স্পিন বিকল্প তিনি। হর্ষিতের বদলে পেস বিভাগে বুমরাহ ও সিরাজের সঙ্গী হতে পারেন আকাশ দীপ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন বিশাখাপত্তনমের নীতিশ কুমার রেড্ডি।
Read More: টেস্ট ম্যাচ শুরুর আগেই ইস্তফা কোচের, তোলপাড় ক্রিকেটদুনিয়া !!
IND vs AUS টেস্টের সময়সূচি-
তৃতীয় টেস্ট ম্যাচ
ভেন্যু- দ্য গাব্বা, ব্রিসবেন
তারিখ- ১৪-১৮ ডিসেম্বর, ২০২৪
সময়- ভোর ৫টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Brisbane Pitch Report (পিচ রিপোর্ট)-
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে এখনও অবধি বোলিং সহায়ক বাইশ গজ’ই চোখে পড়েছে। ছড়ি ঘুরিয়েছেন পেসাররা। ব্রিসবেনেও একই চিত্র দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পিচের যে ছবি সামনে এসেছে সংবাদমাধ্যম সূত্রে, সেখানেও ঘাসের আধিক্য নজর কেড়ে নিয়েছে। শনিবারের আগে যদি সেই ঘাসের আস্তরণ ছেঁটে না ফেলা হয় তাহলে আরও একটি ফাস্ট বোলিং-এর স্বর্গ রাজ্য দেখা যেতে পারে গাব্বায়। পরিসংখ্যান বলছে যে এখানে আজ অবধি খেলা হয়েছে ৬৮টি টেস্ট ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে ২৬টি ম্যাচে। পরে ব্যাটিং করে জয় এসেছে ২৭টি ম্যাচে। অমীমাংসিত থেকেছে ১৫টি টেস্টে। প্রথম ব্যাটিং নাকি বোলিং? সেই সিদ্ধান্ত নির্ভর করছে আবহাওয়ার উপর। আকাশ পরিষ্কার থাকলে ব্যাটিং নিতে পারেন টসজয়ী অধিনায়ক। আকাশ মেঘলা থাকলে নিতে পারেন বোলিং-এর সিদ্ধান্ত।
Brisbane Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
পার্থ-এ দেখা গিয়েছিলো রোদ ঝলমলে আবহাওয়া। অ্যাডিলেডে প্রথম দিনের আকাশে মেঘের আনাগোনা থাকলেও তা বাধা হয়ে দাঁড়ায় নি ক্রিকেটের জন্য। কিন্তু প্রকৃতির মতিগতি ব্রিসবেনে কেমন থাকবে তা নিয়ে আশঙ্কা রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। পূর্বাভাস জানাচ্ছে যে শনি থেকে বুধবার-অর্থাৎ ম্যাচের পাঁচ দিনই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা সমস্যার মুখে ফেলতে পারে বাইশ গজের দ্বৈরথ’কে। এই পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮-২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ বা ২৩ ডিগ্রী সেলসিয়াস। অস্বস্তি বাড়াতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। ৭৬% থেকে ৮৪%-র মধ্যে থাকতে পারে তা। বায়ুপ্রবাহের গতিবেগ ১৩-২৩ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে থাকতে পারে।
IND vs AUS, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয়েছে ১০৯টি ম্যাচে। ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে অজিরাই। তারা জিতেছে ৪৬টি ম্যাচ। পক্ষান্তরে ভারতের জয়ের সংখ্যা ৩৩টি। ২৯টি ম্যাচ ড্র হয়েছে। চেন্নাইতে একটি টেস্টে টাইয়ের ঘটনাও দেখা গিয়েছে। দেশের মাঠে অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যা ৩১। ভারতের মাঠে তারা ভারতকে হারিয়েছে ১৫টি টেস্টে। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের ওভালেও একটি ম্যাচে জিতেছে ব্যাগি গ্রিন বাহিনী। ভারত নিজেদের ঘরের মাঠে জিতেছে ২৩টি টেস্ট ম্যাচ। ক্যাঙারুর ডেরায় তাদের জয়ের সংখ্যা ১০।
IND vs AUS, লাইভ স্ট্রিমিং-
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে চোখ রাখলে দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচটি। এছাড়া লাইভ স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। তবে তা দেখতে হলে সাবস্ক্রিপশন প্রয়োজন পড়বে।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার- শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা
অলরাউন্ডার- নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর
বোলার- আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।