IND vs AUS: জয় দিয়ে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) দৌড় শুরু করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। পার্থ-এ তারা ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছিলো অস্ট্রেলিয়াকে (IND vs AUS)। কিন্তু দ্বিতীয় টেস্টেই বড়সড় ধাক্কা খেতে হয়েছে তাদের। গোলাপি বলের বিপক্ষে বেশ অসহায় দেখিয়েছে ব্যাটিং-কে। স্কোরবোর্ডে যথেষ্ট রান না থাকার দরুণই ১০ উইকেটের ব্যবধানে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে তৃতীয় দিনের প্রথম সেশনেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা করে নিতে গেলে বাকি ম্যাচগুলিতে জয় অত্যন্ত প্রয়োজন ‘মেন ইন ব্লু’র। সেদিকে খেয়াল রেখেই ভবিষ্যতে স্কোয়াড সাজানোর দিকে ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে যে ১৪ তারিখ থেকে শুরু হতে চলা ব্রিসবেন টেস্টের একাদশে দেখা যেতে পারে বেশ কিছু রদবদল।
Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে খামখেয়ালীপনা শুরু করেছে পাকিস্তান, আইসিসিকে দিল এই নতুন শর্ত !!
জায়গা হচ্ছে না রোহিত-কোহলি’র-
লাল বলের খেলায় দুই সিনিয়র তারকার বিদায়ের মুহূর্ত কি উপস্থিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটমহলের অন্দরে। লম্বা সময় ধরে ফর্মে নেই রোহিত (Rohit Sharma)। শেষ ১২ ইনিংসে একবারও অর্ধশতকের গণ্ডী পেরোন নি তিনি। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টটি খেলেন নি। দ্বিতীয় টেস্টে দলে ফিরে আহামরি কিছু পারফর্ম্যান্স করে উঠতে পারেন নি অধিনায়ক। ওপেনিং ছেড়ে নেমেছিলেন মিডল অর্ডারে। প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৬ করে আউট হয়েছিলেন। অন্যদিকে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটেও দেখা যাচ্ছে না চেনা ধারাবাহিকতা। পার্থ-এ দ্বিতীয় ইনিংসে ১০০ করলেও চলতি সিরিজের বাকি ইনিংসগুলিতে ব্যর্থ হয়েছেন তিনি। অফস্টাম্পের বাইরের লাইনে সমস্যায় পড়ছেন তিনি। ছুঁড়ে আসছেন উইকেট। বাধ্য হয়েই তাঁদের বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিতে পারে দল।
মিডল অর্ডারে থাকছে পরিবর্তন-
কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma) বাইরে যাওয়ায় মিডল অর্ডারে পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা। চার নম্বরে বিরাট কোহলির বদলে ব্যাটিং করতে পাঠানো হতে পারে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)। পার্থ টেস্টে খেলেছিলেন তরুণ ক্রিকেটার। কিন্তু রান পান নি। ব্রিসবেনের গাব্বায় বড়সড় পরীক্ষার সম্মুখীন হতে পারেন তিনি। বাউন্স কিভাবে সামলান সেদিকে নজর থাকবে। এছাড়া পাঁচ বা ছয় নম্বরে রোহিতের বিকল্প হিসেবে থাকতে পারেন সরফরাজ খান (Sarfaraz Khan)। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রান পান নি তিনি। দেশের বাইরে নিজেকে প্রমাণ করার আদর্শ সুযোগ তিনি পেতে পারেন ব্রিসবেনের মাঠে। ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের সাথে থাকছেন কে এল রাহুল’ই। তিনে দেখা যাবে শুভমান গিল’কে। সরফরাজের সাথে পজিশন অদলবদল করতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সাতে থাকছেন নীতিশ কুমার রেড্ডি।
হর্ষিতের বদলে খেলছেন আকাশ দীপ-
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে টিম ইন্ডিয়ার প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দুই টেস্টের চার ইনিংসে তিনি নিয়েছেন ১২ উইকেট। বোলিং গড় মাত্র ১১.২৫। অ্যডিলেড টেস্টের দ্বিতীয় দিনে খানিক আহত হয়েছিলেন তিনি। কিন্তু সূত্রের খবর সেই চোট গুরুতর নয়। একাদশে থাকছেন তিনি। সামলাবেন নেতৃত্ব’ও। তবে পেস বিভাগে অন্তত একটি বদল চোখে পড়ার সম্ভাবনা। দ্বিতীয় ম্যাচে হতাশাজনক বোলিং করার পর বাদ পড়তে পারেন হর্ষিত রাণা (Harshit Rana)। বদলে একাদশে সুযোগ দেওয়া হতে পারে বাংলার আকাশ দীপ’কে (Akash Deep)। গতি আর নিয়ন্ত্রণে নিখুঁত থেকে সাফল্য আনতে পারেন তিনি। তৃতীয় পেস বিকল্প হিসেবে থাকছেন মহম্মদ সিরাজ। হেডের সাথে বিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন তিনি। নিজেকে প্রমাণের তাগিদ থাকবে তাঁর। একমাত্র স্পিন বিকল্প হিসেবে এই ম্যাচে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা।
এক নজরে সম্ভাব্য একাদশ-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ধ্রুব জুড়েল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ,মহম্মদ সিরাজ।