IND vs AUS: বিশ্বকাপ ফাইনালের পরাজয়কে পিছনে ফেলে দাপটের সাথেই মাঠে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারত। তরুণ মুখেরা রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলিদের অভাব বুঝতে দেন নি এখনও অবধি। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইতে রিঙ্কু-সূর্যকুমার’রা (Suryakumar Yadav) হারিয়েছিলেন অজি ব্রিগেডকে। সাফল্যের ধারা বজায় রেখে তিরুঅনন্তপুরমেও ৪৪ রানের ব্যবধানে জয় হাসিল করে নিয়েছে ভারত। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতীয় দলের সামনে হাতছানি থাকছে টানা তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলার। অন্যদিকে চাপের মুখে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলীয় দল আজ অস্তিত্বরক্ষার লক্ষ্য মাঠে নামছে। সিরিজে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া গতি নেই ম্যাথু ওয়েডের দলের।
গত দুই ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ আরও একবার ওপেন করতে নেমে দ্রুত ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন তিনি। রানের মধ্যে রয়েছেন আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়’ও। তিন ও চার নম্বরে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন ঈশান কিষণ (Ishan Kishan) এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি সিরিজে সফল দুজনেই। আজ বড় রান করে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন দুজনে। পাঁচে আরও একটা সুযোগ পাচ্ছেন তিলক বর্মা। ছয় নম্বরে সকলের নজর থাকবে রিঙ্কু সিং-এর (Rinku Singh) দিকে। গত দুই ম্যাচে অনবদ্য খেলেছেন। আজও তাঁর ক্যামিও’র অপেক্ষায় সকলে। স্পিন বিভাগে রয়েছেন অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। খেলছেন না মুকেশ কুমার। আর্শদীপ, আবেশ খান ও প্রসিদ্ধ কৃষ্ণার পেস ত্রয়ীতে আস্থা রাখছে দল।
ওয়ার্নার ফিরেছিলেন আগেই। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পার মত বিশ্বকাপ স্কোয়াডের গুটিকয়েক ক্রিকেটার ছিলেন টি-২০ সিরিজের দলে। তৃতীয় ম্যাচের পরে তাঁদেরও ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলীয় বোর্ড। আজকের ম্যাচে তাই নিজেদের সেরা একাদশই মাঠে নামিয়েছে অজিরা। ওপেনিং-এ অ্যারন হার্ডি’র সাথে যোগ দিয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। তিনে থাকছেন জশ ইংলিস। চার নম্বরে ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) দেখা যাবে। পাঁচ ও ছয় নম্বরে থাকছেন মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) এবং টিভ ডেভিড (Tim David)। অধিনায়ক ওয়েড (Matthew Wade) স্বয়ং ব্যাটিং করতে চলেছেন সাত নম্বরে। বোলিং বিভাগে বেশ কিছু রদবদল করেছে অস্ট্রেলিয়া। আজ নাথান এলিস, জেসন বেহরেনডফের সাথে পেস বিভাগে জুড়ে দেওয়া হয়েছে কেন রিচার্ডসনকে। বাদ পড়েছেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। থাকছেন তানবীর সাঙ্ঘা।
Read More: IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আবেগে ভাসছেন হার্দিক পান্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন উচ্ছ্বাস !!
IND vs AUS সময়সূচী-
তৃতীয় টি-২০ ম্যাচ
স্থান- বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
তারিখ- ২৮ নভেম্বর, মঙ্গলবার
সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)
Barsapara Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

সাধারণত মন্থর উইকেট হিসেবেই পরিচিতি রয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের। তবে হালফিলে এই মাঠের বাইশ গজের চরিত্রে বেশ খানিকটা বদল চোখে পড়েছে। বড় রান উঠেছে প্রায়শই। শেষ যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি এখানে খেলা হয়েছিলো, সেখানে দুই ইনিংস মিলিয়ে ৪০০’র বেশী রান’ও উঠতে দেখা গিয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে এখনও অবধি দুই ম্যাচেই রানের পাহাড় গড়তে দেখা গিয়েছে দুই শিবিরকে। তার পুনরাবৃত্তি গুয়াহাটিতেও হওয়ার সম্ভাবনা থাকছে।
বর্ষাপাড়া বা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এখনও অবধি মাত্র ৩টি আন্তর্জাতিক টি-২০ খেলা হয়েছে। এর মধ্যে একটিতে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছেন। ১টিতে জয় এসেছে রান তাড়া করে, আর ১টি ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। বর্ষাপাড়া স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ রান করার নজির রয়েছে ভারতের। তারা ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলেছিলো। এক ইনিংসে সর্বনিম্ন রান তোলার নজিরও টিম ইন্ডিয়ার। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া গুটিয়ে গিয়েছিলো ১১৮ রানে।
Guwahati Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বসতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচের আসর। এইদিন গুয়াহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৮ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করতে পারে ৫৩ শতাংশের আশেপাশে। ম্যাচ চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে গত দুই ম্যাচে বাধা হয়ে দাঁড়ায় নি বৃষ্টি। গুয়াহাটির ম্যাচ নিয়েও আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বৃষ্টিপাতের বিশেষ সম্ভাবনা নেই।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য
সূর্যকুমার যাদব-
প্রথমে ব্যাট করতে হবে। তাতে আমরা খুশি। শুরু থেকেই শিশির থাকবে। আমি ছেলেদের বলেছি যে পদ্ধতি মেনে আমরা এগোচ্ছি তাতে আস্থা রাখতে এবং নিজেদের মেলে ধরতে। আমাদের প্রথম একাদশে কেবল একটাই বদল রয়েছে। মুকেশ কুমার খেলছে না। ও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে গিয়েছে। বিয়ে করতে গিয়েছে। আমাদের তরফ থেকে ওকে শুভেচ্ছা। পরিবর্তে খেলছে আবেশ খান।
ম্যাথু ওয়েড-
যে পরিমাণ শিশির পড়ছে তাতে এতে বিশেষ প্রভাব পড়বে না, তবে আমরা প্রথমে বোলিং করবো। রাত যত গড়াবে এটা খানিক থিতু হবে আশা করি। কিছু কিছু বিষয়ে উন্নতি প্রয়োজন রয়েছে। আমার মনে হয় আমরা এখানে যে কোনো লক্ষ্য তাড়া করার ক্ষমতা রাখি। ট্র্যাভিস হেড, কেন রিচার্ডসন এবং জেসন বেহরেনডফ খেলছে। বাইরে থাকছে ম্যাট শর্ট, শন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা।
তৃতীয় টি-২০তে দুই দলের প্রথম একাদশ-

ভারত-
যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।
অস্ট্রেলিয়া-
ট্র্যাভিস হেড, অ্যারন হার্ডি, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড(অধিনায়ক/উইকেটরক্ষক), নাথান এলিস, কেন রিচার্ডসন, জেসন বেহরেনডফ, তানবীর সাঙ্ঘা।
IND vs AUS 3rd T20i, টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো অস্ট্রেলিয়া।
Also Read: IPL 2024: স্বপ্ন হতে চলেছে সত্যি, এই সমীকরণে এবারের আইপিএলে এন্ট্রি নিচ্ছেন হাসান আলী !!