IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলে লজ্জার বোঝা কাঁধে অবসর নিতে পারেন তিন মহাতারকা !! 1

IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফিতে শুরুটা বেশ ভালো করেছিলো ভারত। প্রথম দলের বেশ কয়েকজন সদস্যকে ছাড়াই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলো ২৯৫ রানের ব্যবধানে (IND vs AUS)। প্রত্যাশার যে ফানুসটা আকাশে উড়িয়েছিলেন ক্রিকেটজনতা তা চুপসে যেতে অবশ্য বেশী সময় লাগে নি। অ্যাডিলেডে ‘পিঙ্ক বল’ টেস্টে অজিদের সামনে দাঁড়াতে পারে নি ‘মেন ইন ব্লু।’ তৃতীয় দিনের প্রথম সেশনেই হার স্বীকার করতে হয়েছে ১০ উইকেটের ব্যবধানে। স্টার্ক, কামিন্সদের বোলিং বিক্রমের বিরুদ্ধে ভারতীয় তারকাদের পারফর্ম্যান্স প্রশ্ন তুলে দিয়েছে দলে তাঁদের জায়গা পাওয়া নিয়ে। সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হয়েছেন কোহলি (Virat Kohli), রোহিত (Rohit Sharma), অশ্বিনদের (Ravichandran Ashwin) মত অভিজ্ঞ ক্রিকেটাররাও। অনেকেই মনে করছেন যে এই অস্ট্রেলিয়া সফরই সাদা জার্সিতে তাঁদের শেষ অভিযান হতে পারে।

Read More: IND vs AUS 3rd Test: তৃতীয় টেস্টের আগে কপাল পুড়লো টিম ইন্ডিয়ার, চিন্তা বাড়াচ্ছে বুমরাহ’র চোট !!

টেস্টকে বিদায় জানাতে পারেন তিন ক্রিকেটার-

Virat Kohli, Rohit Sharma and Ravichandran Ashwin | Image: Twitter
Virat Kohli, Rohit Sharma and Ravichandran Ashwin | Image: Twitter

চলতি অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS) অন্তিম পরীক্ষা হতে পারে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা’র জন্য। টিম ইন্ডিয়ার দুই ব্যাটিং সুপারস্টারই লম্বা সময় ধরে ভুগছেন ধারাবাহিকতার অভাবে। বছরের গোড়ায় ইংল্যান্ডের বিপক্ষে দুটি শতরান করেছিলেন রোহিত। কিন্তু তার পর থেকে রানের দেখা নেই তাঁর ব্যাটে। শেষ ১২ ইনিংসে জুটেছে কেবলই ব্যর্থতা। ২০২৪-এ টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৭.১৩। ওপেনিং থেকে মিডল অর্ডারে নামিয়ে এনেছেন নিজেকে। কিন্তু তাও রানের মুখ দেখতে পারেন নি রোহিত (Rohit Sharma)। অন্যদিকে কোহলিও অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন প্রায়শই। পার্‌থ-এ একটি শতরান করেছেন ঠিকই, কিন্তু এছাড়া সাম্প্রতিক অতীতে কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই তাঁর ব্যাটে। এই বছর এখনও অবধি ৮টি টেস্ট খেলেছেন তিনি। রান সংখ্যা ৩৭৩। গড় মাত্র ২৬.৬৪।

স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রণ অশ্বিন’ও (Ravichandran Ashwin) যাচ্ছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিন আশানুরূপ বোলিং করতে পারেন নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও জ্বলে উঠতে দেখা যায় নি তামিলনাড়ু’র তারকাকে। পার্‌থে তাঁকে বাইরে রেখেই দল সাজিয়েছিলো তিম ইন্ডিয়া। অ্যাডিলেডে সুযোগ এসেছিলো ঠিকই, কিন্তু ১টির বেশী উইকেট জমা পড় নি তাঁর ঝুলিতে। ব্যাট হাতেও করে উঠতে পারেন নি আহামরি কিছু। কোহলির (Virat Kohli) বয়স এই মুহূর্তে ৩৬, রোহিতের ৩৮ ছুঁইছুঁই, ৩৮ পেরিয়ে গিয়েছেন অশ্বিন’ও। প্রত্যাবর্তনের জন্য তাঁদের হাতে আদৌ সময় রয়েছে কিনা তা নিয়ে বেশ সন্দিহান ক্রিকেট দুনিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুটি ম্যাচ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বাকি তিনটি টেস্টে যদি হতাশ করেন তাঁরা, তাহলে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াতে হবে তাঁদের।

WTC জয়ের স্বপ্ন ভাঙবে তিন তারকার-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

যদি ভারতীয় দল আগামী বছরের জুনে আয়োজিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখতে পারে তাহলে হয়ত কিছু দিনের জন্য টেস্ট অবসরকে পিছিয়ে দিতে পারেন তিন মহাতারকা। কিন্তু এই মুহূর্তে পয়েন্টস তালিকার যা চিত্র তাতে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ মনে হচ্ছে। শীর্ষস্থান থেকে পা পিছলে সটান তিন নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল (Team India)। মগডালে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট জিতলেই ফাইনালে চলে যাবে তারা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াও বর্ডার-গাওস্কর ট্রফির পর সুযোগ পাবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার। কিন্তু ভারত যদি ৪-১, ৩-১ ফলে অস্ট্রেলিয়াকে (IND vs AUS) না হারাতে পারে তাহলে সরাসরি ফাইনালের আশা ছাড়তে হবে। ২-৩ জয়, ২-২ ড্র বা ৩-২ হেরেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেই জন্য পেরোতে হবে বিস্তর সমীকরণের সঙ্কট।

Also Read: মুখ পুড়লো নবীন-উল-হকের, ক্রিকেট মাঠে লজ্জার নজির গড়লেন আফগান পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *