IND vs AUS: পার্থ-এ ২৯৫ রানের বিনিময়ে দুর্দান্ত জয় পেয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (IND vs AUS)। শুক্রবার থেকে তারা নামছে ‘পিঙ্ক বল’-এর পরীক্ষায়। গত সফরে অ্যাডিলেডের মাঠে এই গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। লজ্জার সম্মুখীন হতে হয়েছিলো দলকে। সেই অ্যাডিলেডই অপেক্ষা করে রয়েছে নতুন প্রশ্নপত্র নিয়ে। চ্যালেঞ্জ কঠিন হলেও পার্থ-এর সাফল্য আত্মবিশ্বাস যোগাচ্ছে ‘মেন ইন ব্লু’কে। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়ছেন দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর। পরিবর্তে রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Shubman Gill) ও রবিচন্দ্রণ অশ্বিনকে (Ravichandran Ashwin) সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। রোহিত ফিরলেও অবশ্য বদলাচ্ছে না টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি। অ্যাডিলেডেও ইনিংস শুরু করবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুল’ই (KL Rahul)।
তিন নম্বরে দেবদত্ত খেলেছিলেন গত ম্যাচে। পছন্দের পজিশন ফিরে পাচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। চারে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। আর একটি শতরান করতে পারলে তিনি ছুঁয়ে ফেলবেন স্যর ডন ব্র্যাডম্যানের রেকর্ড। পাঁচ নম্বরে নামছেন রোহিত। মিডল অর্ডারে মানিয়ে নেওয়ার চেষ্টায় থাকবেন ভারত অধিনায়ক। ছয় নম্বরে খেলতে পারেন ঋষভ পন্থ। উইকেটরক্ষকের দস্তানাও সামলাবেন তিনিই। প্রথম টেস্টে নজর কেড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। গোলাপী বলের ম্যাচেও সুযোগ পাচ্ছেন তিনি। ব্যাটিং-এর পাশাপাশি হবেন চতুর্থ পেস বিকল্প’ও। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে অশ্বিনের অভিজ্ঞতায় আস্থা রাখতে পারে দল। তিনজন প্রথম সারির পেসারকে সুযোগ দেবে ভারত। ‘ট্রাম্প কার্ড’ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থাকছেন। সাথে খেলতে দেখা যাবে মহম্মদ সিরাজ ও হর্ষিত রাণাকে।
Read More: CT 2025: “অবশ্যই যাওয়া উচিৎ…” চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উলটো সুর যোগরাজ সিং-এর গলায় !!
IND vs AUS টেস্টের সময়সূচি-
দ্বিতীয় টেস্ট ম্যাচ
তারিখ- ০৬ ডিসেম্বর-১০ ডিসেম্বর, ২০২৪
ভেন্যু- অ্যাডিলেড ওভাল
সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Adelaide Oval Pitch Report (পিচ রিপোর্ট)-
ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হতে চলেছে অ্যাডিলেড ওভালে। স্পোর্টিং পিচের প্রত্যাশা করছে ক্রিকেটমহল। মাঠের চিফ পিচ কিউরেটর ড্যানিয়েল হাউ’ও (Danielle Hough) সাংবাদিকদের বলেছেন যে ব্যাট ও বলের যুদ্ধে যাতে ভারসাম্য থাকে তার চেষ্টা করা হবে। তবে প্রথম দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে। যা বদলে ফেলতে পারে বাইশ গজের চরিত্র। হাউয়ের মতে তৃতীয় দিন থেকে পিচ বোলিং সহায়ক হয়ে উঠতে পারে। ঘাস রাখা হচ্ছে উইকেটে। ফলে বাড়তি বাউন্স থাকবে। খেলা যত গড়াবে ব্যাটিং ততই কঠিন হতে পারে। পরিসংখ্যান বলছে যে অ্যাডিলেডে এখনও অবধি ৭টি গোলাপি বলের টেস্ট খেলা হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৭টিই। ভারতকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং বেছে নিতে পারেন।
Adelaide Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
পার্থ-এ ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচে রোদ ঝলমলে আবহাওয়া দেখা গিয়েছিলো। অ্যাডিলেডে অবশ্য বিরূপ হতে পারে প্রকৃতি। শুক্র ও শনিবার হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাকি তিনদিনও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। গোলাপি বলের বিরুদ্ধে ব্যাটিং বেশ চ্যালেঞ্জিং হতে পারে এই পরিবেশে। এই পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৪০ ডিগ্রী সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ২৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৩ থেকে ৫২ শতাংশের মধ্যে থাকতে পারে। খেলা চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ১১-২১ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে।
IND vs AUS হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও অস্ট্রেলিয়া এখনও অবধি ১০৮ টি টেস্টে ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়-পরাজয়ের নিরিখে এগিয়ে ব্যাগি গ্রিন বাহিনী। তারা জিতেছে ৪৫টি ম্যাচ। পক্ষান্তরে ভারতের জয়ের সংখ্যা ৩৩। ড্র হয়েছে ২৯ টি টেস্ট। চেন্নাইতে ১৯৮৬ সালে একটি টেস্ট টাই’ও হয়েছিলো। ঘরের মাঠে অস্ট্রেলিয়া জিতেছে ৩০। ভারতকে তারা ভারতের মাটিতে হারিয়েছে ১৪ বার। এছাড়া নিরপেক্ষ ভেন্যু কেনিংটন ওভালেও একবার জয় পেয়েছে ক্যাঙারুবাহিনী। ভারতের ৩৩টি জয়ের মধ্যে ২৩টি এসেছে নিজেদের ঘরের মাঠে। আর অ্যাওয়ে টেস্টে তারা জিতেছে ১০ বার। অজিদের তাদের ঘরের মাঠে টানা দুই বার সিরিজ হারিয়েছে ভারত, তবে গোলাপি বলের টেস্ট ম্যাচে অবশ্য ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া।
IND vs AUS লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। তবে এক্ষেত্রে সাবস্ক্রিপশন লাগবে।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার- শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ
অলরাউন্ডার- নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রণ অশ্বিন
বোলার- হর্ষিত রাণা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে সম্ভাব্য একাদশ-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রণ অশ্বিন, হর্ষিত রাণা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।