IND vs AUS: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচটি। প্রথম তিন দ্বৈরথ শেষে ফলাফল ১-১। মেলবোর্নে অ্যাডভান্টেজ ছিনিয়ে নিতে মরিয়া দুই শিবিরই। শেষ দশ বছরে তিন বার মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্ট খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। একবারও মেন ইন ব্লু’র বিরুদ্ধে জয় পায় নি অজি শিবির। বরং ২০২০তে এই মাঠে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। এই পরিসংখ্যান স্বস্তিতে রাখতে পারে রোহিত-কোহলিদের। সংবাদমাধ্যম সূত্রে খবর যে একাদশে অন্তত একটি বদল করতে পারে ভারত। নীতিশ রেড্ডিকে (Nitish Kumar Reddy) রিজার্ভ বেঞ্চে রেখে বাড়তি বোলার খেলানো হতে পারে। অন্যদিকে বদলে যাচ্ছে অজি একাদশও। মেলবোর্নে ম্যাকস্যুইনির বদলি হিসেবে মাঠে নামছেন স্যাম কনস্টাস (Sam Konstas)। আহত হ্যাজেলউডের বদলে খেলবেন স্কট বোল্যান্ড।
Read More: IND vs AUS: হেড-হ্যাজেলউড বাদ, চতুর্থ ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে জোড়া পরিবর্তন !!
IND vs AUS ম্যাচের সময়সূচি-
চতুর্থ টেস্ট ম্যাচ
ভেন্যু- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ভিক্টোরিয়া
তারিখ- ২৬-৩০ ডিসেম্বর, ২০২৪
সময়- ভোর ৪টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
মেলবোর্নে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি-
![IND vs AUS 4th Test Stats Preview: ধুন্ধুমার যুদ্ধের প্রহর গুণছে মেলবোর্ন, বক্সিং ডে টেস্টে তৈরি হতে পারে ১১ টি রেকর্ড !! 2 IND vs AUS | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/11/IND-vs-AUS.jpg)
১) মেলবোর্নে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে পারে তরুণ তুর্কি স্যাম কনস্টাসের (Sam Konstas)। প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করেছেন তিনি। যদি এমসিজিতেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেন তাহলে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম শতরানকারী হতে পারেন তিনি। ১৮ বছর ২৫৩ দিন বয়সে শতরান করেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কনিষ্ঠতম তিনিই।
২) বড়সড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ৪৩ টেস্টে তাঁর সংগ্রহে এই মুহূর্তে ১৯৪টি উইকেট। যদি মেলবোর্নে ৬টি উইকেট নিতে পারেন তিনি, তাহলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হবেন তিনি। আসন ভাগাভাগি করে নেবেন রবীন্দ্র জাদেজার সাথে। শীর্ষস্থানে রয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি ২০০ উইকেটের মালিক হয়েছিলেন ৩৭তম টেস্টে।
৩) রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৩৩১২ রান। তিনি যদি মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ১৮৮ রান করতে পারেন তাহলে ৩৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে পারেন।
৪) ৩৪ টেস্টে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ঝুলিতে আপাতত ৯৩ উইকেট। তিনি যদি মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে আরও ৭টি উইকেট নিতে পারেন তাহলে একশ উইকেট ক্লাবের সদস্য হতে পারেন হায়দ্রাবাদের পেসার।
৫) অস্ট্রেলিয়ার মাঠে বিরাট কোহলির (Virat Kohli) শতরানের সংখ্যা ১০। যদি মেলবোর্নে আরও একটি শতরান করতে পারেন তিনি, তাহলে ছুঁয়ে ফেলবেন স্যর ডন ব্র্যাডম্যানকে। কোনো নির্দিষ্ট একটি প্রতিপক্ষের ঘরের মাঠে সর্বোচ্চ সংখ্যক শতরানের রেকর্ড রয়েছে স্যর ডনের ঝুলিতেই। ইংল্যান্ডের মাঠে ১১টি শতরান করেছিলেন তিনি। সেই রেকর্ডে ভাগ বসাতে পারেন বিরাট।
৬) স্বপ্নের ছন্দে রয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। অ্যাডিলেড ও ব্রিসবেনে জোড়া শতরান করেছেন তিনি। অস্ট্রেলীয় বাম হাতি ব্যাটার মেলবোর্নের মাঠে তিন অঙ্কের ঘরে পৌঁছলে দশম টেস্ট শতকের মালিক হবেন। বক্সিং ডে টেস্টে ৯১ রান করলে চলতি সিরিজে ৫০০ রানও সম্পূর্ণ করবেন তিনি।
৭) ১১২টি টেস্টে স্টিভ স্মিথের (Steve Smith) সংগ্রহ ৯৮০৯ রান। মেলবোর্নে যদি দুই ইনিংস মিলিয়ে ১৯১ রান করতে পারেন তিনি, তাহলে অ্যালান বর্ডার, স্টিভ ওয়া ও রিকি পন্টিং-এর পর চতুর্থ অস্ট্রেলীয় তারকা হিসেবে ১০০০০ রান ক্লাবের সদস্য হতে পারেন তিনি।
৮) ঘরের মাঠ মেলবোর্নে কেরিয়ারের ১২তম টেস্ট খেলতে নামছেন স্কট বোল্যান্ড (Scott Boland)। যদি দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পান, তাহলে তিনি টেস্ট ক্রিকেটের আঙিনায় ৫০ উইকেট সম্পূর্ণ করতে পারেন।
৯) ৩১ টেস্টে শুভমান গিলের (Shubman Gill) সংগ্রহ ১৮৬০ রান। যদি মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ১৪০ করতে পারেন তিনি, তাহলে ছুঁয়ে ফেলবেন ২০০০ রানের মাইলফলক।
১০) অস্ট্রেলিয়ার মাটিতে (IND vs AUS) ৯টি টেস্ট খেলে রোহিত শর্মা’র (Rohit Sharma) সংগ্রহ ৪২৭ রান। মেলবোর্নে ৬৩ রান করলে ৫০০ রান সম্পূর্ণ হবে তাঁর।
১১) অস্ট্রেলিয়ার মাঠে (IND vs AUS) বিরাট কোহলির (Virat Kohli) সংগ্রহে ১৬ টেস্টে ১৪৭৮ রান। এমসিজিতে ২২ করলে তাঁরও ১৫০০ রান সম্পূর্ণ হবে।
IND vs AUS টেস্টের উল্লেখযোগ্য পরিসংখ্যান-
![IND vs AUS 4th Test Stats Preview: ধুন্ধুমার যুদ্ধের প্রহর গুণছে মেলবোর্ন, বক্সিং ডে টেস্টে তৈরি হতে পারে ১১ টি রেকর্ড !! 3 IND vs AUS | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/Travis-Head.jpg)
- মোট ম্যাচ- ১১০
- ভারতের জয়- ৩৩
- অস্ট্রেলিয়ার জয়- ৪৬
- ড্র- ৩০
- টাই- ০১
- এক ইনিংসে ভারতের সর্বোচ্চ রান- ৭০৫/৭ সিডনি, ২০০৪
- এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান- ৬৭৪/১০ অ্যাডিলেড, ১৯৪৮
- এক ইনিংসে ভারতের সর্বনিম্ন রান- ৩৬/৯ অ্যাডিলেড, ২০২০
- এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান- ৮৩/১০ মেলবোর্ন, ১৯৮১
- ভারতের হয়ে সর্বোচ্চ রান- শচীন তেন্ডুলকর (৩৯ ম্যাচ, ৩৬৩০ রান, গড়-৫৫.০০)
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান- রিকি পন্টিং (২৯ ম্যাচ, ২৫৫৫ রান, গড়- ৫৪.৩৬)
- ভারতের হয়ে সেরা ইনিংস- ভিভিএস লক্ষ্মণ (২৮১, কলকাতা, ২০০১)
- অস্ট্রেলিয়ার হয়ে সেরা ইনিংস- মাইকেল ক্লার্ক (৩২৯*, সিডনি, ২০১২)
- ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট- রবিচন্দ্রণ অশ্বিন (২৩ ম্যাচে ১১৫ উইকেট)
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট- নাথান লিয়ঁ (৩০ ম্যাচে ১২৪ উইকেট)
- ভারতের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স- জশুভাই মোতিভাই প্যাটেল (৯/৬৯, কানপুর, ১৯৫৯)
- অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স- নাথান লিয়ঁ (৮/৫০, বেঙ্গালুরু, ২০১৭)
Also Read: IND vs AUS 4th Test: ট্র্যাভিস হেড বধের ছক কষেছেন আকাশ দীপ, মেনে চললে সাফল্য পাবে ভারত !!