IND vs AUS: ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) বক্সিং ডে টেস্ট। ধুন্ধুমার দ্বৈরথের আশায় প্রহর গোণা শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমী জনতা। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম তিন টেস্টের পর ফলাফল ১-১। পার্থে জিতেছে ভারত, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট রয়ে গিয়েছে অমীমাংসিত। সিরিজে নির্ণায়ক ভূমিকা নিতে পারে চতুর্থ ম্যাচটি। ভারত যদি জয় পায় তাহলে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) ধরে রাখতে সক্ষম হবেন রোহিত শর্মা’রা। পাশাপাশি বেঁচে থাকবে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার স্বপ্নও। পক্ষান্তরে এক দশক পর খেতাব পুনরুদ্ধার করতে হলে জয় ছাড়া রাস্তা খোলা নেই অস্ট্রেলিয়ার সামনে। কেমন হবে দুই দলের একাদশ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। সূত্রের খবর যে জোড়া বদলের পথে হাঁটছে ব্যাগি গ্রিন বাহিনী। ভারতের ভাবনায় একটি পরিবর্তন।
Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জট মিটতেই প্রকাশ্যে ভারতীয় স্কোয়াড, ১৬ মাস পর সুযোগ পেলেন এই তারকা !!
IND vs AUS ম্যাচের সময়সূচি-
চতুর্থ টেস্ট ম্যাচ
ভেন্যু- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ভিক্টোরিয়া
তারিখ- ২৬-৩০ ডিসেম্বর, ২০২৪
সময়- ভোর ৪টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Melbourne Cricket Ground Pitch Report (পিচ রিপোর্ট)-
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম তিনটি টেস্টেই পেস সহায়ক বাইশ গজ চোখে পড়েছে। সাফল্য পেয়েছেন বুমরাহ, স্টার্ক, কামিন্সরা। মেলবোর্নেও সম্ভবত গতিশীল পিচই অপেক্ষা করে রয়েছে দুই দলের সামনে। এখনও পর্যন্ত সংবাদমাধ্যম সূত্রে যে ছবিগুলি সামনে এসেছে পিচের, সেখানে ঘাসের আধিক্য নজর কেড়েছে। এমসিজি’র প্রধান পিচ কিউরেটর ম্যাট পেইজ যদিও সাংবাদিকদের বলেছেন যে ব্যাটারদের জন্যও সহায়তা থাকবে উইকেটে। ব্যাটিং ও বোলিং-এর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টাই করা হয়েছে পিচ নির্মাণের সময়। পরিসংখ্যান বলছে যে ঐতিহ্যবাহী এমসিজিতে আয়োজিত ১১৭টি টেস্টের মধ্যে প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৫৭। পরে ব্যাটিং করে জয় এসেছে ৪২টি টেস্টে। বাকি ১৮টি থেকেছে অমীমাংসিত। পিচের তরতাজা ভাবের সুযোগ নিতে প্রথম বোলিং করতে পারেন টসজয়ী অধিনায়ক।
Melbourne Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি কার্যত ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে। ব্রিসবেনে মেলে নি কোনো ফলাফল। তাই মেলবোর্নের আবহাওয়া সংক্রান্ত কৌতূহল বেড়ে গিয়েছে অনেকখানি। ক্রিকেটজনতাকে স্বস্তি যোগাতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস। টেস্টের পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা যে নেই তা নয়, তবে ভারী বর্ষণ হয়ত হবে না। ফলে ম্যাচ বাধাপ্রাপ্ত হওয়ারও সম্ভাবনা তেমন নেই। বৃহস্পতিবার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি চারদিন রোদের দেখা পাওয়া যাবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
IND vs AUS হেড টু হেড-
ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েট টেস্ট ক্রিকেটে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ১১৫ বার। এর মধ্যে জয়-পরাজয়ের নিরিখে এখনও অবধি এগিয়ে অস্ট্রেলিয়াই। তারা জিতেছে ৪৬টি ম্যাচ। এর মধ্যে ৩১ বার ব্যাগি গ্রিন বাহিনী নিজেদের দেশের মাঠে জিতেছে। ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তারা বাজিমাত করতে সক্ষম হয়েছে ১৪ বার। আর ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া জিতেছিলো নিরপেক্ষ ভেন্যু কেনিংটন ওভালে। পক্ষান্তরে ভারতের জয়ের সংখ্যা ৩৩। তারা দেশের মাঠে জিতেছে ২৩টি টেস্ট। বাকি ১০টি জয় এসেছে অস্ট্রেলিয়ার মাঠে। শেষ চারটি বর্ডার-গাওস্কর ট্রফি অবশ্য দখলে রেখেছে ‘মেন ইন ব্লু’ই।
IND vs AUS লাইভ স্ট্রিমিং-
ভারতীয় সময় ভোট সাড়ে চারটে থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) চতুর্থ টেস্ট। মেলবোর্নের দ্বৈরথ চাক্ষুস করতে হলে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টারের পর্দায়। তবে সে জন্য আলাদা সাবস্ক্রিপশন লাগবে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
অস্ট্রেলিয়া (AUS)-
স্যাম কনস্টাস*, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।
*-অভিষেক।