IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার থেকে শুরু টিম ইন্ডিয়ার অগ্নিপরীক্ষা (IND vs AUS)। পার্থ-এ জিতে এগিয়ে গেলেও অ্যাডিলেডের পরাজয় জোর ধাক্কা দিয়েছে রোহিত শর্মাদের। সেই গ্লানি মুছে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে ‘মেন ইন ব্লু?’ প্রশ্নের উত্তর মিলবে ব্রিসবেনের গাব্বায়। গত সফরে এই গাব্বাতেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে সিরিজ জিতেছিলো ভারত। সেই সাফল্যের সুখস্মৃতি আত্মবিশ্বাস যোগাচ্ছে দল’কে। সূত্রের খবর যে একাদশে জোড়া বদল করতে পারে তারা। সুযোগ পাচ্ছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও আকাশ দীপ (Akash Deep)। বাদ পড়ার সম্ভাবনা অশ্বিন ও হর্ষিত রাণার। অন্যদিকে শক্তি বাড়ছে অস্ট্রেলিয়ারও। অ্যাডিলেডের অনুপস্থিতির পর ফিরছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। ট্র্যাভিস হেডের ফর্ম, লাবুশেনের রক্ষণ, স্টার্ক-কামিন্সদের আগুনে পেসে ভরসা রেখে জিতবে চাইবে ‘ব্যগি গ্রিন’ বাহিনীও।
Read More: IND vs AUS 3rd Test Preview: সুখস্মৃতি সঙ্গী করে গাব্বায় নামছে টিম ইন্ডিয়া, হ্যাজেলউডের প্রত্যাবর্তনে চনমনে অস্ট্রেলিয়া !!
IND vs AUS ম্যাচের সময়সূচি-
তৃতীয় টেস্ট ম্যাচ
ভেন্যু- দ্য গাব্বা, ব্রিসবেন
তারিখ- ১৪-১৮ ডিসেম্বর, ২০২৪
সময়- ভোর ৫টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
তৃতীয় টেস্টে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি-
১) ব্রিসবেনের মাঠে শতরান করতে পারলে নয়া নজির গড়বেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার মাটিতে ১০টি শতক রয়েছে তাঁর। একাদশতম শতরানটি করে তিনি স্পর্শ করতে পারেন স্যর ডন ব্র্যাডম্যান’কে (Sir Don Bradman)। কোনো এক নির্দিষ্ট প্রতিপক্ষের ডেরায় সর্বোচ্চ শতরানের রেকর্ডে ভাগ বসাতে পারেন ভারতীয় কিংবদন্তি।
২) যদি রোহিত শর্মা (Rohit Sharma) শতরান করেন তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে গাব্বাতে তিন অঙ্কের রানে পৌঁছানোর নজির গড়বেন তিনি।
৩) শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙতে পারেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২০১০ সালে ১৫৬২ রান করেছিলেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে এর চেয়ে বেশী রান কোনো ভারতীয় করেন নি। যদি গাব্বায় দুই ইনিংস মিলিয়ে ২৫৯ রান করতে পারেন তিনি তাহলে টপকে যাবেন ‘মাস্টার ব্লাস্টার’কে।
৪) অস্ট্রেলিয়ার মাটিতে ৪৪টি টেস্ট উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় তারকা পেসার যদি গাব্বায় দুই ইনিংস মিলিয়ে ছয়টি উইকেট নিতে পারেন তাহলে ব্যাগি গ্রিনের ডেরায় ৫০ টেস্ট উইকেটের মালিক হবেন তিনি।
৫) ৫১ টেস্ট ম্যাচে ৩৪১৩ রান করেছেন ট্র্যাভিস হেড (Travis Head)। ভারতের বিপক্ষে তিনি যদি ৮৭ রান করতে পারেন তাহলে ৩৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে পারেন। দুই ইনিংসে জোড়া শতরান করলে ১০টি টেস্ট শতকেরও মালিক হতে পারেন তিনি।
৬) অধিনায়ক হিসেবে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর ঝুলিতে রয়েছে ৮টি ‘ফাইফার’। যদি গাব্বাতে এক ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি, তাহলে স্বদেশীয় রিচি বেনোর (Richie Benaud) সাথে দ্বিতীয় স্থান ভাগ করে নিতে পারেন তিনি। দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট পেলে টপকে যাবেন প্রাক্তন স্পিনারকে। শীর্ষে রয়েছেন ইমরান খান (Imran Khan)। পাক কিংবদন্তি অধিনায়ক হিসেবে ১২টি ফাইফার নিয়েছিলেন।
৭) ১০০ উইকেটের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ভারতীয় পেসারের সংগ্রহে এখন ৮৯ টি শিকার। যদি গাব্বায় দুই ইনিংস মিলিয়ে ১১টি সাফল্য পান, তাহলে তিন অঙ্কের ক্লাবে জায়গা করে নিতে পারেন তিনি।
৮) দুই ইনিংস মিলিয়ে যদি ১৪১ রান করতে পারেন শুভমান গিল (Shubman Gill), তাহলে লাল বলের ফর্ম্যাটে ২০০০ রান সম্পূর্ণ করতে পারেন তিনি।
৯) যদি গাব্বায় টেস্টটি হেরে যায় ভারতীয় দল, তাহলে একটি লজ্জার নজির গড়বেন রোহিত শর্মা (Rohit Sharma)। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একটানা ৫টি বা তার বেশী টেস্ট হারবেন তিনি। তালিকায় রোহিতের সঙ্গে থাকবেন শচীন (৫) ও দত্তা গায়কোয়াড় (৬)।
১০) গাব্বায় গত তিনটি ইনিংসে ‘গোল্ডেন ডাক’ করে আউট হয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। ভারতের বিপক্ষেও যদি প্রথম বলেই উইকেট হারান তাহলে নয়া নজির গড়বেন তিনিও।
IND vs AUS টেস্টের উল্লেখযোগ্য পরিসংখ্যান-
- মোট ম্যাচ- ১০৯
- ভারতের জয়- ৩৩
- অস্ট্রেলিয়ার জয়- ৪৬
- ড্র- ২৯
- টাই- ০১
- এক ইনিংসে ভারতের সর্বোচ্চ রান- ৭০৫/৭ সিডনি, ২০০৪
- এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান- ৬৭৪/১০ অ্যাডিলেড, ১৯৪৮
- এক ইনিংসে ভারতের সর্বনিম্ন রান- ৩৬/৯ অ্যাডিলেড, ২০২০
- এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান- ৮৩/১০ মেলবোর্ন, ১৯৮১
- ভারতের হয়ে সর্বোচ্চ রান- শচীন তেন্ডুলকর (৩৯ ম্যাচ, ৩৬৩০ রান, গড়-৫৫.০০)
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান- রিকি পন্টিং (২৯ ম্যাচ, ২৫৫৫ রান, গড়- ৫৪.৩৬)
- ভারতের হয়ে সেরা ইনিংস- ভিভিএস লক্ষ্মণ (২৮১, কলকাতা, ২০০১)
- অস্ট্রেলিয়ার হয়ে সেরা ইনিংস- মাইকেল ক্লার্ক (৩২৯*, সিডনি, ২০১২)
- ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট- রবিচন্দ্রণ অশ্বিন (২৩ ম্যাচে ১১৫ উইকেট)
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট- নাথান লিয়ঁ (২৯ ম্যাচে ১২৩ উইকেট)
- ভারতের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স- জশুভাই মোতিভাই প্যাটেল (৯/৬৯, কানপুর, ১৯৫৯)
- অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স- নাথান লিয়ঁ (৮/৫০, বেঙ্গালুরু, ২০১৭)
Also Read: IND vs AUS 3rd Test: মিডল অর্ডারেই রোহিত, চোট দুশ্চিন্তা উড়িয়ে খেলছেন বুমরাহ, গাব্বার একাদশে থাকছে দুই পরিবর্তন !!