IND vs AUS
IND vs AUS | Image: Getty Images

IND vs AUS: ২০২১-এর ব্রিসবেন টেস্ট জন্ম দিয়েছিলো এক ক্রিকেট রূপকথার। চোট-আঘাত ও নানা সমস্যায় বিপর্যস্ত টিম ইন্ডিয়া (Team India) কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নিয়েছিলো এক অসামান্য জয়। সেই সাফল্যের তিন বছর পর ২০২৪-এও গাব্বা টেস্ট থেকে প্রত্যাশা ছিলো অনেক। কিন্তু যাবতীয় উত্তেজনার আগুনে জল ঢেলে দিলো বৃষ্টি। ম্যাচের প্রথম দিন থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিলো প্রকৃতি। পঞ্চম দিনেও কোনো বদল দেখা গেলো না তাতে। দিনের শুরুতেই ২৬০-এ থামে ভারতীয় ইনিংস। এরপর ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে এক প্রকার ধসিয়ে দেন টিম ইন্ডিয়ার পেস ত্রয়ী। ৭ উইকেটের বিনিময়ে ৮৯ তুলে ডিক্লেয়ার করে তারা। ভারতের সামনে লক্ষ্য ছিলো ২৭৫। রান তাড়া করার সুযোগটাই মিললো না আবহাওয়ার খামখেয়ালীপনায়। নির্বিষ ড্র দিয়েই শেষ হলো ম্যাচ (IND vs AUS)।

Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রবিচন্দ্রন অশ্বিন, ১৪ বছরের ক্যারিয়ারে পড়লো তালা !!

আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বুমরাহ-

Mohammed Siraj and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Imagesj
Mohammed Siraj and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Imagesj

চতুর্থ দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ছিলো ৯ উইকেটের বিনিময়ে ২৫২ রান। ফলো-অন এড়াতে সক্ষম হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো সফরকারী দল। আজ সকালে বেশীক্ষণ প্রতিরোধ চালিয়ে যেতে পারেন নি আকাশ দীপ (Akash Deep) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ব্যক্তিগত ৩১ রানের মাথায় হেড’কে উইকেট উপহার দেন বাংলার পেসার। ১৮৫ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষে করে ‘মেন ইন ব্লু।’ তৃতীয় ইনিংসে ব্যাট হাতে নামতেই হত অস্ট্রেলিয়াকে। যত দ্রুত সম্ভব রান তোলার চেষ্টায় ছিলো ব্যাগি গ্রিন বাহিনী। হিতে বিপরীত হয় তাতে। খোয়াজা, লাবুশেন (Marnus Labuschagne), ম্যাকস্যুইনি’রা ১০-এর গণ্ডী পেরোনোর আগেই ফেরেন সাজঘরে। লাল বল হাতে আরও একবার জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। যোগ্য সঙ্গত করেন সিরাজ, আকাশ দীপ’রাও।

প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে তিনি দ্রুত তুলে নেন আরও ৩ উইকেট। ১০ উইকেটের মাইলস্টোন থেকে এক ধাপ দূরেই থামতে হলো তাঁকে। কিন্তু গাব্বা টেস্টে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন কেন তিনি আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে রয়েছেন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯৪ রান খরচ করে ৯ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাঠে (IND vs AUS) এই নিয়ে দ্বিতীয় বার এক ম্যাচে ৯ উইকেট তাঁর ঝুলিতে। দেশে-বিদেশে এমন দাপট শেষ কবে কোনো ভারতীয় পেসার দেখিয়েছেন বলে মনে পড়ছে না ক্রিকেটবিশ্বের। আজ দুটি করে উইকেট পান সিরাজ ও আকাশ দীপ’ও। ট্র্যাভিস হেড (Travis Head) করেন ১৭, প্যাট কামিন্স ২২ ও অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ২০ রানে। ৭ উইকেটের বিনিময়ে ৮৯ করে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া।

বাজিমাত বৃষ্টি’র, নিষ্ফলা পরিণতি ম্যাচের-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

৫৪ ওভারে ২৭৫ রানের লক্ষ্য ছিলো ভারতের সামনে। গাব্বা টেস্টে (IND vs AUS) আগাগোড়া পিছিয়ে থাকার পরও শেষ দিনে কি অভাবনীয় কামব্যাক কর এই রান তুলে নিতে পারবে মেন ইন ব্লু? আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। রোহিত নয়, বরং আরও একবার ওপেন করতে, যশস্বী জয়সওয়ালের সাথে মাঠে নামেন কে এল রাহুল’ই (KL Rahul)। গত দুই টেস্টেই স্টার্কের প্রথম ওভারে ফ্লিকমারতে গিয়ে উইকেট ছুঁড়ে এসেছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। আজ সেই একই শটে পেলেন তিন রান। কামিন্সের প্রথম ওভারের সামলে নিয়েছিলেন রাহুল’ও। কিন্তু বিধিবাম। ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারেই মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়। চা পানের বিরতি এগিয়ে আনা হয়েছিলো তৃতীয় সেশনকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় ধুয়ে যায় ম্যাচের যাবতীয় সম্ভাবনা। ড্র দিয়েই শেষ হলো গাব্বার দ্বৈরথ।

Also Read: IND vs AUS 3rd Test: “এটা লজ্জার বিষয়…” ফলো-অন এড়িয়েই উদ্‌যাপন ভারতের, ‘বাড়াবাড়ি,’ বলছেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *