IND vs AUS: প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে গিয়েছিলো ভারত। দ্বিতীয় টেস্টেই প্রত্যাঘাত করেছে অস্ট্রেলিয়া। ১০ উইকেটে জিতে সমতা ফিরিয়েছে সিরিজে (IND vs AUS)। চলতি বর্ডার-গাওস্কর ট্রফির নিরিখেই কেবল নয় বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্যও দুই শিবিরের কাছে অত্যন্ত প্রয়োজন ব্রিসবেনের মাঠে তৃতীয় টেস্টে জয় পাওয়া। ২০২১-এ এখানে জিতেছিলো ভারত, যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ঘোষণা করেছে একাদশ। অফ ফর্মে থাকা স্টিভ স্মিথ আরও একটা সুযোগ পাচ্ছেন। স্কট বোল্যান্ডের বদলে ফিরছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। ভারতীয় একাদশ এখনও প্রকাশ্যে না এলেও মনে করা হচ্ছে হর্ষিত রাণার বদলে খেলতে পারেন আকাশ দীপ (Akash Deep)। অশ্বিনের বদলে ফিরতে পারেন ওয়াশিংটন সুন্দর। ওপেনিং নয়, মিডল অর্ডারেই দেখা যেতে পারে রোহিতকে।
Read More: টেস্ট ম্যাচ শুরুর আগেই ইস্তফা কোচের, তোলপাড় ক্রিকেটদুনিয়া !!
IND vs AUS ম্যাচের সময়সূচি-
তৃতীয় টেস্ট ম্যাচ
ভেন্যু- দ্য গাব্বা, ব্রিসবেন
তারিখ- ১৪-১৮ ডিসেম্বর, ২০২৪
সময়- ভোর ৫টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Brisbane Pitch Report (পিচ রিপোর্ট)-
পার্থ ও অ্যাডিলেডের পর ব্রিসবেনের গাব্বাতেও সম্ভবত প্রস্তুত থাকছে পেস বোলারদের স্বর্গরাজ্য। পিচের যে সব ছবি আপাতত সামনে এসেছে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সৌজন্যে, সেখানে বাইশ গজে দেখা গিয়েছে ঘাসের আধিক্য। শেষ মুহূর্তে সেই ঘাস যদি উড়িয়ে দেওয়া না হয়, তাহলে ছড়ি ঘোরাতে পারেন ফাস্ট বোলাররা। গাব্বায় ইতিপূর্বে ৬৮টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ২৬টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। ২৭টিতে জয় এসেছে পরে ব্যাটিং করে। বাকি ১৫টি অমীমাংসিত থেকেছে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ৩২৭, দ্বিতীয় ইনিংসের ৩১৭। তৃতীয় ইনিংসে তা ২৩৮। চতুর্থ ইনিংসের গড় স্কোর ১৬১। টসে জিতে ব্যাটিং না বোলিং? সিদ্ধান্ত অনেকটাই আবহাওয়ার উপর নির্ভরশীল। আকাশ পরিষ্কার থাকলে ব্যাটিং নিতে পারেন টসজয়ী অধিনায়ক। আকাশ মেঘলা থাকলে নিতে পারেন বোলিং-এর সিদ্ধান্ত।
Brisbane Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
পার্থ-এ রোদ ঝলমলে আবহাওয়া চোখে পড়েছে। অ্যাডিলেডে প্রথম দিনের সকালে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও পরে রোদের মুখ দেখা গিয়েছিলো। কিন্তু ব্রিসবেন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) তৃতীয় টেস্টে প্রকৃতির মতিগতি কেমন থাকবে তা নিয়ে সন্দিহান ক্রিকেটজনতা। পূর্বাভাস বলছে যে শনি থেকে বুধবার টানা বৃষ্টির হতে পারে ক্যুইন্সল্যান্ড প্রভিন্সের শহরে। যা বাধা হয়ে দাঁড়াতে পারে বাইশ গজের দ্বৈরথের জন্য। পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ২৩ ডিগ্রী সেলসিয়ামসের মধ্যে। অস্বস্তি বাড়াতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। তা থাকতে পারে ৭৬ থেকে ৮৪%-এর মধ্যে। বায়ুপ্রবাহের গতি থাকতে পারে ১৩-২৩ কিলোমিটার প্রতি ঘন্টা।
IND vs AUS, হেড টু হেড-
ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS), ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েট দেশ টেস্ট ক্রিকেটের ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছে ১০৯ বার। এর মধ্যে অজিরা জিতেছে ৪৬টি টেস্ট। টিম ইন্ডিয়ার জয় ৩৩টি টেস্টে। ঘরের মাঠে ব্যাগি গ্রিন বাহিনী জিতেছে ৩১ ম্যাচ। ভারতের মাঠে তারা ভারতকে হারিয়েছে ১৪টি ম্যাচে। এছাড়া ২০২৩-এর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা জিতেছিলো ইংল্যান্ডের ওভালে। পক্ষান্তরে ভারত দেশের মাঠে জিতেছে ২৩ টেস্ট ম্যাচ। ১০টি ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজিমাত করেছে অস্ট্রেলিয়ার মাটিতে।
IND vs AUS, লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের তৃতীয় টেস্টটি টেলিভিশনের পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন চ্যানেলে। পাশাপাশি ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে লাইভ স্ট্রিমিং-ও। তবে তার জন্য আলাদা করে সাবস্ক্রিপশনের প্রয়োজন রয়েছে।
IND vs AUS, দুই দলের একাদশ-
ভারত (IND)-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া (AUS)-
উসমান খোয়াজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিয়ঁ।
*অস্ট্রেলিয়া ইতিমধ্যে নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ভারতের একাদশ প্রকাশ্যে আসবে ম্যাচের দিন টসের সময়।