IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (IND vs AUS)। পার্থ-এর অপটাস স্টেডিয়ামে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) বোলিং বিক্রমে ২৯৫ রানের ব্যবধানে জিতেছে ‘মেন ইন ব্লু।’ রোহিত শর্মা, শুভমান গিলের মত তারকা ক্রিকেটারদের ছাড়াই অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষকে তাদের ঘরের মাঠে গুঁড়িয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসের শিখরে ভারতীয় দল। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে তারা। রোহিত, শুভমানের (Shubman Gill) প্রত্যাবর্তনে শক্তি বাড়ছে তাদের। অন্য দিকে হারের ধাক্কা কাটিয়ে সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া অজিরাও। গোলাপি বলের খেলায় তাদের দুর্দান্ত পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে ব্যাগি গ্রিন বাহিনীকে। শুক্রবার থেকে এক ধুন্ধুমার ম্যাচের অপেক্ষায় ক্রিকেটজনতা।
Read More: IPL 2025: আনুগত্যের নজির গড়লেন আন্দ্রে রাসেল, বিশাল টাকার প্রস্তাব ফিরিয়ে থাকলেন KKR-এ !!
IND vs AUS ম্যাচের সময়সূচি-
দ্বিতীয় টেস্ট ম্যাচ
ভেন্যু- অ্যাডিলেড ওভাল
তারিখ- ৬ ডিসেম্বর-১০ ডিসেম্বর, ২০২৪
সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
দ্বিতীয় টেস্টে ভাঙতে পারে যে রেকর্ডগুলি-
১) আজ অবধি ১২টি ‘পিঙ্ক বল’ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে জয় এসেছে ১১টিতে। এর মধ্যে ৭টি অজিরা খেলেছে অ্যাডিলেডে। এখনও সেখানে অপরাজেয় তারা। ভারত জিতলে তৈরি হবে নয়া রেকর্ড।
২) বিদেশের মাঠে সর্বোচ্চ সংখ্যক টেস্ট শতরান করার নিরিখে ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করতে পারেন বিরাট কোহলি। ইংল্যান্ডের মাঠে ১১টি শতরান রয়েছে স্যর ডনের। অস্ট্রেলিয়ার মাঠে কোহলি এখনও অবধি করেছেন ১০টি। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করলেই বসবেন কিংবদন্তির পাশে।
৩) শচীন তেন্ডুলকরকে টপকে যেতে পারেন যশস্বী জয়সওয়াল। ২০১০ সালে ১৫৬২ রান করেছিলেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে এখনও এটাই কোনো ভারতীয়ের করা সর্বোচ্চ রান। যশস্বীর রান সংখ্যা এই মুহূর্তে ১২৮০। দুই ইনিংস মিলিয়ে ২৭৯ রান করলে তিনি ভেঙে ফেলবেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড।
৪) ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ইতিমধ্যেই ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন যশস্বী। যা বিশ্বরেকর্ড। নিজেকে অন্যদের ধরাছোঁয়ার আরও বাইরে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে।
৫) টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ৩৮৭ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। যদি আরও ১১৩ রান করতে পারেন তাহলে ৫০০ রান সম্পূর্ণ করবেন তিনি।
৬) অস্ট্রেলিয়ার মাটিতে ৮ টেস্টে ৪০ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। অ্যাডিলেডে যদি ১০ উইকেট পান তাহলে ৫০ উইকেটের মাইলস্টোন ছুঁতে পারেন তিনি।
৭) অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৯৭০২ টেস্ট রান। যদি দুই ইনিংস মিলিয়ে ২৯৮ করতে পারেন তাহলে ১০০০০ ক্লাবের সদস্য হতে পারেন তিনি।
IND vs AUS টেস্টের উল্লেখযোগ্য পরিসংখ্যান-
- মোট ম্যাচ- ১০৮
- ভারতের জয়- ৩৩
- অস্ট্রেলিয়ার জয়- ৪৫
- ড্র- ২৯
- টাই- ০১
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ রান- ৭০৫/৭ সিডনি, ২০০৪
- ভারতের বিরুদ্ধে এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান- ৬৭৪/১০ অ্যাডিলেড, ১৯৪৮
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন রান- ৩৬/৯ অ্যাডিলেড, ২০২০
- ভারতের বিরুদ্ধে এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান- ৮৩/১০ মেলবোর্ন, ১৯৮১
- ভারতের হয়ে সর্বোচ্চ রান- শচীন তেন্ডুলকর (৩৯ ম্যাচ, ৩৬৩০ রান, গড়-৫৫.০০)
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান- রিকি পন্টিং (২৯ ম্যাচ, ২৫৫৫ রান, গড়- ৫৪.৩৬)
- ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- ভিভিএস লক্ষ্মণ (২৮১, কলকাতা, ২০০১)
- অস্ট্রেলিয়ার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- মাইকেল ক্লার্ক (৩২৯*, সিডনি, ২০১২)
- ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট- রবিচন্দ্রণ অশ্বিন (২২ ম্যাচে ১১৪ উইকেট)
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট- নাথান লিয়ঁ (২৮ ম্যাচে ১২৩ উইকেট)
- ভারতের হয়ে এক ইনিংসে সেরা বোলিং- জশুভাই মোতিভাই প্যাটেল (৯/৬৯, কানপুর, ১৯৫৯)
- অস্ট্রেলিয়ার হয়ে এক ইনিংসে সেরা বোলিং- নাথান লিয়ঁ (৮/৫০, বেঙ্গালুরু, ২০১৭)