IND vs AUS: পার্থ-এর পেস স্বর্গে অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছে টিম ইন্ডিয়া (IND vs AUS)। জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) আগুনে স্পেলে ঝলসে গিয়েছে ব্যাগি গ্রিন বাহিনী। অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় থাকবে প্যাট কামিন্সের দল। ২০২০-২১ মরসুমের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) এই অ্যাডিলেডেই ভারতকে ৩৬ রানে গুটিয়ে দিয়েছিলো অস্ট্রেলিয়া। সেই ইতিহাস আত্মবিশ্বাস যোগাবে তাদের। কিন্তু ফুলের পাশাপাশি কাঁটাও অপেক্ষা করে রয়েছে কামিন্সদের জন্য। সেই ম্যাচের অন্যতম নায়ক জশ হ্যাজেলউডকে (Josh Hazlewood) পাচ্ছে না অজি শিবির। চোটের কারণে ছিটকে গিয়েছেন। বিকল্প হিসেবে একাদশে সামিল করা হয়েছে স্কট বোল্যান্ডকে (Scott Boland)। গত ম্যাচে তাদের ভুগিয়েছিলো ব্যাটিং। ভারতকে ধাক্কা দিতে গেলে স্মিথ, লাবুশেনদের (Marnus Labuschagne) ফর্মে ফেরা অত্যন্ত জরুরী।
৩৬-এর ভূত তাড়িয়ে সাফল্য ছিনিয়ে নিতে মরিয়া ভারতীয় শিবিরও। ফুরফুরে মেজাজে রয়েছে তারা। দ্বিতীয় টেস্ট ম্যাচে একাদশে দেখা যেতে পারে তিন পরিবর্তন। রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলের (Shubman Gill) সাথে একাদশে প্রত্যাবর্তন ঘটাতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েলের সাথে রিজার্ভ বেঞ্চে জায়গা পেতে পারেন ওয়াশিংটন সুন্দর’ও। পার্থ-এ ভালো খেলার পুরষ্কার পাচ্ছেন কে এল রাহুল (KL Rahul)। অ্যাডিলেডে গোলাপি বলের বিপক্ষেও ওপেনিং-এ তাঁকেই খেলাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক রোহিত শর্মা নামতে পারেন পাঁচ নম্বরে। তিন ও চারে দেখা যেতে পারে যথাক্রমে শুভমান গিল ও বিরাট কোহলিকে (Virat Kohli)। দ্বিতীয় টেস্ট ম্যাচেও টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড হতে পারেন জসপ্রীত বুমরাহ। তাঁর সাথে পেস বিভাগের ধার বাড়াবেন সিরাজ (Mohammed Siraj) ও হর্ষিত রাণা।
IND vs AUS ম্যাচের সময়সূচি-
দ্বিতীয় টেস্ট ম্যাচ
তারিখ- ৬-১০ ডিসেম্বর, ২০২৪
ভেন্যু- অ্যাডিলেড ওভাল, দক্ষিণ অস্ট্রেলিয়া
সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Adelaide Oval Pitch Report (পিচ রিপোর্ট)-
বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল (IND vs AUS)। চিফ পিচ কিউরেটর ড্যানিয়েল হাউ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ব্যাট ও বলের লড়াইতে যাতে সাম্য থাকে তা নিশ্চিত করার চেষ্টা করছেন তাঁরা। তবে পিচে যে ঘাস থাকবে তা স্পষ্ট করেছেন তিনি। ফলত বাউন্স চোখে পড়বে। প্রথম দু’দিন হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা বাইশ গজকে বোলিং সহায়ক করে তুলতে পারে। মনে করা হচ্ছে যে তৃতীয় দিন থেকে পেস বোলিং-ই দাপট দেখাতে পারে অ্যাডিলেডে। গোলাপি বলের বিরুদ্ধে সহজ হবে না ব্যাটিং করা। অ্যাডিলেড ওভালে আজ অবধি সাতটি পিঙ্ক বল টেস্ট খেলেছে অজিরা। জিতেছে সবক’টিই। পরিসংখ্যান নিঃসন্দেহে বিপক্ষে যাচ্ছে টিম ইন্ডিয়ার। টসজয়ী অধিনায়ক এখানে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Adelaide Weather Report (আবহাওয়ার পূর্বাভাস)-
শুক্রবার থেকে মঙ্গলবার চলার কথা ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বিতীয় টেস্ট ম্যাচটি। পার্থ-এ প্রথম ম্যাচে বাধা হয়ে দাঁড়ায় নি আবহাওয়া। কিন্তু অ্যাডিলেডে বিরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রকৃতির। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে হাল্কা বৃষ্টিপাত হতে পারে প্রথম দু’দিনে। তবে খেলা ভেস্তে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। পাঁচ দিনই আকাশ মেঘলা থাকতে পারে। এহেন পরিস্থিতিতে গোলাপি বলের বিপক্ষে ব্যাটিং চ্যালেঞ্জের হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। পক্ষান্তরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২৩ থেকে ৫২ শতাংশের মধ্যে। খেলা চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ১১-২১ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে।
IND vs AUS, হেড টু হেড পরিসংখ্যান-
টেস্টের ময়দানে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) আজ অবধি মুখোমুখি হয়েছে ১০৮ বার। এর মধ্যে অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যা ৪৫। পক্ষান্তরে টিম ইন্ডিয়া জিতেছে ৩৩টি। ২৯টি টেস্ট ড্র হয়েছে। ১৯৮৬ সালে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে একটি ম্যাচ টাই হয়েছিলো। অজিদের ৪৫টি জয়ের মধ্যে ৩০টি এসেছে দেশের মাটিতে। ভারতকে তারা ভারতের মাটিতে হারিয়েছে ১৪ বার। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের কেনিংটন ওভালে একটি ম্যাচে তারা বাজিমাত করেছিলো। টিম ইন্ডিয়া দেশের মাঠে জিতেছে ২৩টি টেস্ট। ১০টিতে তারা জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। ব্যাগি গ্রিনের ডেরায় শেষ দুটি টেস্ট সিরিজ ভারত জিতলেও গোলাপি বলের খেলায় ক্যাঙারু বাহিনীই ১-০ এগিয়ে।
IND vs AUS, লাইভ স্ট্রিমিং-
ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের টেস্ট ম্যাচগুলি টেলিভিশনের পর্দায় দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে। তবে তার জন্য প্রয়োজন সাবস্ক্রিপশন।
IND vs AUS, দুই দলের একাদশ-
ভারত (IND)-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবিচন্দ্রণ অশ্বিন, হর্ষিত রাণা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়া (AUS)-
উসমান খোয়াজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।
*ভারত এখনও নিজেদের প্রথম একাদশ ঘোষণা না করলেও অস্ট্রেলিয়া ম্যাচের এক দিন আগেই প্রকাশ্যে এনেছে একাদশ।