ind-vs-aus-2024-1st-test-match-preview

IND vs AUS: রাত পোহালেই মহারণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া (IND vs AUS)। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচের আসর বসতে চলেছে পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে বেনজির পরাজয়, রোহিত-শুভমান গিলদের না থাকা চাপে রেখেছে ভারতকে। নয়া অধিনায়ক জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় তারা। নজর থাকবে কে এল রাহুল, সরফরাজ খানদের দিকে। জবাব দেওয়ার চেষ্টায় থাকবেন বিরাট কোহলিও (Virat Kohli)। অন্যদিকে স্বস্তিতে নেই স্বাগতিক অস্ট্রেলিয়াও। তাদের টপ-অর্ডার ফর্মে নেই। স্মিথ-লাবুশেন’রা ছন্দ খুঁজে না পেলে বিপাকে পড়তে পারে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। নয়া ওপেনার হিসেবে পারথ্‌-এ নামার কথা নাথান ম্যাকস্যুইনি’র। ডেভিড ওয়ার্নারের শূন্যস্থান পূরণের গুরুদায়িত্ব সামলাতে হবে তাঁকে। জমজমাট ম্যাচে ব্যবধান গড়বে ফাস্ট বোলিং, মত বিশেষজ্ঞদের।

Read More: “কোথায় শার্দূল-হার্দিক রা ?…” BGT শুরুর আগেই মেজাজ হারালেন হরভজন, টিম ম্যানেজমেন্টকে নিলেন একহাত !!

IND vs AUS টেস্টের ক্রীড়াসূচি-

প্রথম টেস্ট ম্যাচ

ভেন্যু- অপটাস স্টেডিয়াম, পারথ্‌

তারিখ- ২২ নভেম্বর-২৬ নভেম্বর, ২০২৪

সময়- সকাল ৭টা ৫০ মিনিট (ভারতীয় সময়)

Optus Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Optus Stadium, Perth | IND vs AUS | Image: Getty Images
Optus Stadium, Perth | Image: Getty Images

পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ’টি। এখানে ড্রপ-ইন পিচ ব্যবহার করা হচ্ছে। টি-২০ বিশ্বকাপে নিউ ইয়র্কের ড্রপ-ইন পিচ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো ব্যাটারদের কাছে। পারথ্‌-এ কি হয় সেদিকে তাকিয়ে সকলে। তবে পিচে ঘাস থাকবে বলেই জানিয়েছেন কিউরেটর। ফলে অন্তত প্রথম তিনদিন পেস ও বাউন্স’ই ছড়ি ঘোরাবে বলে মনে করা হচ্ছে। চতুর্থ বা পঞ্চম দিনে কার্যকরী হতে পারেন স্পিনাররা। এখানে আজ অবধি চারটি টেস্ট আয়োজিত হয়েছে। সবক’টিই জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতলে তৈরি হবে নয়া ইতিহাস। অপটাস স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় স্কোর ৪৫৬। চতুর্থ ইনিংসে তা ২০০’র কম। ফলে পরিসংখ্যান খতিয়ে দেখে টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং-ই করতে পারেন।

Perth Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Perth Weather Forecast | Image: Twitter
Perth Weather Forecast | Image: Twitter

পশ্চিম অস্ট্রেলিয়ার পারথ্‌-এ সম্মুখসমরে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। কিন্তু শুক্রবার থেকে মঙ্গলবার অর্থাৎ ম্যাচের পাঁচ দিন তেমন কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। শুক্র ও রবিবার মেঘের আনাগোনা দেখা যাবে, বাকি তিনদিন আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে বলেই জানা গিয়েছে। ম্যাচের দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। ঐ পাঁচ দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৫৪ শতাংশের মধ্যে হতে পারে। এছাড়া বায়ু প্রবাহের গতি ১৯ থেকে ২৭ কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে থাকতে পারে বলে জানা গিয়েছে।

IND vs AUS হেড টু হেড পরিসংখ্যান-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট ক্রিকেটের ময়দানে এখনও অবধি ১০৭ বার নেমেছে একে অপরের বিরুদ্ধে। পাল্লা ভারী অজিদের দিকেই। তারা জিতেছে ৪৫টি টেস্ট ম্যাচ। পক্ষান্তরে ভারতের জয়ের সংখ্যা ৩২। ড্র হয়েছে ২৯টি ম্যাচ, এছাড়া একটি ম্যাচ টাই’ও হয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার জয়ের সংখ্যা ৩০। তারা ভারতকে ভারতের মাটিতে হারিয়েছে ১৪ বার। টিম ইন্ডিয়া নিজেদের হোমগ্রাউন্ডে জিতেছে ২৩টি টেস্ট ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে তাদের সাফল্যের সংখ্যা ৯। এছাড়া ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ডের কেনিংটন ওভালে। নিরপেক্ষ ভেন্যুতে বাজিমাত করেছিলো ‘ব্যাগি গ্রিন’ শিবির।

IND vs AUS লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস সংস্থার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। এছাড়াও ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে খেলা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

ভারত (IND)-

যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া (AUS)-

উসমান খোয়াজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজেলউড।

Also Read: IND vs AUS 1st Test: রোহিতের জায়গায় KL রাহুল, পারথ্‌ টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে এই তরুণের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *