IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে রোহিত শর্মার বাহিনীর ৩-০ ব্যবধানে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচটি খেলতে চলেছে ভারতীয় দল। চলতি সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতীয় দল দ্বিতীয় স্থানে নেমে এসেছে। অন্যদিকে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের মূল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোহিত জলদি অস্ট্রেলিয়া পৌঁছাতে চলেছেন। তবে প্রথম টেস্টে তারকা পেশার জসপ্রীত বুমরাহ ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। দ্বিতীয় বারের জন্য টেস্ট ক্রিকেটে বুমরাহকে নেতৃত্ব দিতে দেখা যাবে। দীর্ঘ ১০ বছর ধরে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রতিটি টেস্ট সিরিজে জয়লাভ করেছে। কেবলমাত্র ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে ভারতীয় দলকে পরাস্ত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছিল অস্ট্রেলিয়া দল। আজ শুরু হতে চলা ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। কিউই’দের বিরুদ্ধে পরাস্ত হওয়ার পর ভারতীয় দলের আত্মবিশ্বাসে যে ঘাটতি লক্ষ্য করা গিয়েছিল তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূরণ করতে চাইবে ভারতীয় দল।
IND vs AUS, 1ST TEST PITCH & WEATHER REPORT
পার্থের অপটাস স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে আজকের প্রথম টেস্টে দুই দলের মধ্যেই (IND vs AUS) হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার এই নতুন মাঠে ড্রপ-ইন পিচের ব্যাবহার করা হয়েছে, অস্ট্রেলিয়ার বেশিরভাগ পিচের মতন এই পিচেও গতি ও বাউন্স লক্ষ করা যাবে। এই মাঠে অস্ট্রেলিয়া মোট ৪টি টেস্ট খেলেছে এবং দল চারটি ম্যাচেই জয় সুনিশ্চিত করেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অপটাস স্টেডিয়ামের পিচে প্রথম কয়েকদিন ব্যাটসম্যান ও পেসারদের জন্য বেশ উপকারী তবে শেষ দুই দিনে পিচ ভেঙে যাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে তাই স্পিনাররা বেশ কার্যকরী হয়ে উঠতে পারে। অপটাস স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় স্কোর হলো ৪৫৬, যা দেখে টস জয়ী অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন।
Read More: IPL 2025: KKR বা পাঞ্জাব নয়, ৩০ কোটি টাকার বিনিময়ে ঋষভ পন্থ নাম লেখাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে !!
ওয়েস্ট অস্ট্রেলিয়ার পার্থে আজকে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হতে চলেছে। সিরিজ জুড়ে পাঁচদিন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের শুরুতে ২৭-৩১ ডিগ্রির দিকে আগামী ৫ দিনে আবহাওয়া লক্ষ করা যাবে যা পরের দিকে ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াসের দিকে নেমে আসবে। ম্যাচ চলাকালীন বাতাসে ৩৬-৫৪ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে।
IND vs AUS, 1ST TEST দুই দলের একাদশ
অস্ট্রেলিয়া- উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস ল্যাবুসচেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (WK), প্যাট কামিন্স (C), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।
ভারত- কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (WK), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ (C), মোহাম্মদ সিরাজ
টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য
প্যাট কামিন্স : টস জিতে কি করা উচিত তা নিয়ে আমরা ৫০-৫০ ছিলাম, যাই হোক আমরা বেশ খুশি। বেশ তাজা বোধ হচ্ছে, আমরা (ভারত-অস্ট্রেলিয়া) যে কোনো ফরম্যাটেই প্রচণ্ড লড়াই করেছি। আজকেও একটি ভালো ম্যাচের অপেক্ষায় থাকবো আমরা। নাথান ম্যাকসুইনি টপ অর্ডারের জন্য দলে আত্মপ্রকাশ করেছেন।
জসপ্রিত বুমরাহ : আমরা প্রথমে ব্যাট করতে চাই, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমাদের প্রস্তুতি নিয়ে আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা এখানে ২০১৮ সালে একটি টেস্ট ম্যাচ খেলেছি তাই আমরা জানি (এখানে) কী আশা করতে হবে। উইকেট দ্রুত পায়। হার্ষিত রানা ও নীতীশের অভিষেক হয়েছে। আমাদের দলে চারটি পেসার সহ একমাত্র স্পিনার হিসাবে ওয়াসিংটন সুন্দর রয়েছেন।