আফগানদের বিরুদ্ধে উঠল সূর্য-হার্দিক ঝড়, ১৮১ রানে শেষ হলো ভারতীয় দলের ব্যাটিং !! 1

IND vs AFG: সুপার এইটের ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। হাই ভোল্টেজ ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টস জিতে প্রথমে ব্যাটিং করতে আসার সিদ্ধান্ত নেন। প্রথম ব্যাটিং করতে এসে রীতিমতন সমস্যার সম্মুখীন হন ভারতীয় দলের দুই ওপেনার ব্যাটসম্যানের রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে এই দুই কিংবদন্তি ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছে তবে চার ম্যাচ ধরেই খারাপ প্রদর্শন বজায় রেখেছেন তারা।

১৮১ রানে শেষ হলো ভারতীয় দলের ব্যাটিং

Ind vs afg
IND vs AFG | Image: Getty images

তৃতীয় ওভারের শেষ বলেই ১৩ বলে আট রান বানিয়ে ফারুকীর বলে ছক্কা হাঁকানোর প্রচেষ্টায় উইকেট হারিয়ে ফেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত আউট হতে ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নবীর অফ স্পিন দেখে মারমূখী ভূমিকা গ্রহণ করেন। পাওয়ার প্লের ভিতরেই বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ৪৭ রান করে ফেলে ভারতীয় দল, তবে পাওয়ার প্লে শেষ হতেই রশিদ খানের (Rashid Khan) বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন পন্থ।

অন্যদিকে আজকেও ছন্দ খুঁজে পেলেন না বিরাট কোহলি বিশ বলে ২৪ রান বানিয়ে ক্যামিলিয়ানের ফ্রেম বিরাট তবে দলের সর্বাধিক ২৮ বলে ৫ টি ৪ এবং ৩ টি ছক্কার বিনিময়ে ৫৩ রানের বিধ্বংসী ইনিংসটি আসে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট থেকে। তাছাড়া ২৪ বলে ৩টি চার ও দুটি ছক্কার বিনিময়ে ৩২ রান বানিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শেষের ওভারে অক্ষরের ১২ রানে টিম ইন্ডিয়া ২০ ওভারে ১৮১ রান বানাতে সক্ষম হয়। আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন ফারুকী ও রশিদ খান, পাশপাশি ১ উইকেট নিয়েছেন নবীন-উল হক।

Read Also: IND vs AFG: “টুকটুক ব্যাটিং না করে অবসর নাও…” আফগানিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যর্থতার পর সমাজমাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *