IND vs AFG: "বিরাট-ভুবি কম্বিনেশন, কুপোকাত হল আফগান....', ম্যাচের পর টুইটারে মজার ছড়া নেটিজেনদের !! 1

IND vs AFG: বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বড় জয় পেল ভারত। এ দিন বিরাট কোহলির আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১২ রান করে ভারত। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করতে পারে আফগানিস্তান। ২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। আফগানদের প্রথম ৪টি উইকেট একাই তুলে নেন ভুবনেশ্বর কুমার।

প্রথম ওভারেই তিনি দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজকে শূন্য রানে ফেরান। নিজের তৃতীয় ওভারে করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরানকে ফেরান। এরপর দলীয় পঞ্চম ওভারে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে ফেরান আরশদীপ সিং। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানরা আর দাঁড়াতেই পারেনি। এরমাঝে আজমতউল্লাহ ওমরজাইকে ফিরিয়ে ভুবনেশ্বর টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট দখল করেন।

দেখুন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *