IND vs AFG: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র রেখে দেশে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। এক সপ্তাহের মধ্যেই আফগান বাহিনীর বিপক্ষে কুড়ি-বিশের ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইতে মাঠে নামতে হবে তাদের। উপমহাদেশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে গত বছরের জুন মাসে একটি একদিনের সিরিজ হওয়ার কথা ছিলো। কিন্তু নানা কারণে তা আর দিনের আলো দেখে নি। সেই ওডিআই সিরিজের পরিবর্তেই তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত এবং আফগানিস্তান (IND vs AFG)। সামনেই টি-২০ বিশ্বকাপ। কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে টিম কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ এই আফগানিস্তান সিরিজ। রোহিত-বিরাটরা আদৌ টি-২০তে ফেরেন কিনা, কার কাঁধে ওঠে নেতার দায়িত্ব? এহেন একঝাঁক প্রশ্ন রয়েছে সিরিজকে কেন্দ্র করে।
ভারতীয় দলঘোষণার প্রহর গুণছে সকলে। এরই মাঝে নিজেদের সম্পূর্ণ স্কোয়াড প্রকাশ করে দিলো আফগানিস্তান। এর আগে ভারত-আফগানিস্তান (IND vs AFG) দ্বিপাক্ষিক সিরিজ কখনও হয় নি। একটি টেস্ট ম্যাচ হয়েছিলো কেবল। ভারত যদিও সেই টেস্ট সহজেই জিতেছিলো। আফগান দলকেও ট্রফি সেলিব্রেশনের ছবিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। গত কয়েক বছরে এরপর প্রভূত উন্নতি করেছে আফগান শিবির। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ (Rahamanullah Gurbaz), ইক্রাম আলিখিল’রা। ভারতের বিরুদ্ধে তিন টি-২০’র সিরিজে তারা কেমন পারফর্ম করেন সেদিকে থাকবে নজর।
Read More: ক্রিকেটমহলে চলছে জোর আলোচনা, রোহিতকে সরিয়ে টেস্ট দলের নেতা ফের বিরাট কোহলি !!
১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা আফগানদের-
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান শিবির। অধিনায়ক হিসেবে থাকছেন ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran)। দলে ব্যাটিং বিভাগের শক্তি বাড়াতে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, ইক্রাম আলিখিল, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদ্রান’রা। এছাড়া মহম্মদ নবি (Mohammad Nabi) রয়েছেন। তাঁর অভিজ্ঞতা তিন ম্যাচের সিরিজে সাহায্য করতে পারে আফগানিস্তান’কে। করিম জানাত, শরাফুদ্দিন আশরাফরাও রয়েছেন স্কোয়াডে। বিশ্বকাপে ব্যাটে-বলে মাতিয়ে দিয়েছিলেন অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai)। আইপিএল নিলামে গুজরাত টাইটান্স (GT) দলে সুযোগ পেয়েছেন তিনি। তাঁকেও দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান সিরিজে।
সীমিত ওভারের খেলায় আফগানিস্তানের বোলিং লাইন আপ বিশ্বে অন্যতম সেরা। ভারতের বিরুদ্ধেও পূর্ণ শক্তির বোলিং নিয়েই মাঠে নামবে তারা। পেস বিভাগের মুখ হিসেবে রয়েছেন ফজলহক ফারুখি ও নবীন উল হক (Naveen ul Haq)। রয়েছেন ফরিদ মালিক, মহম্মদ সেলিম’রা। অভিজ্ঞ গুলবদন নাইব’ও থাকছেন দলে। অস্ত্রোপচারের কারণে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দূরে ছিলেন রশিদ খান (Rashid Khan)। টি-২০’র মহাতারকা খেলেন নি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) সিরিজ দিয়ে কামব্যাক হচ্ছে তাঁর’ও। আফগানিস্তানের অস্ত্রাগারে মুজিব উর রহমান (Mujeeb ur Rahman) ও নূর আহমেদের মত আরও দুই বিশ্বমানের স্পিনার রয়েছে। নতুন মুখ হিসেবে থাকছেন কায়েস আহমেদ।
IND vs AFG সিরিজের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টি-২০ ম্যাচ | ১১/০১/২০২৪ | মোহালি |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ১৪/০১/২০২৪ | ইন্দোর |
তৃতীয় টি-২০ ম্যাচ | ১৭/০১/২০২৪ | বেঙ্গালুরু |
এক নজরে আফগানিস্তানের সম্পূর্ণ স্কোয়াড-
ইব্রাহিম জাদ্রান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, ইক্রাম আলিখিল (উইকেটরক্ষক), রহমত শাহ, নাজিবুল্লাহ জাদ্রান, মহম্মদ নবি, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, শরিফুদ্দিন আশরাফ, ফজলহক ফারুখি, নবীন উল হক, ফরিদ মালিক, মহম্মদ সেলিম, গুলবদন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, কায়েস আহমেদ।