IND vs AFG, 3RD MATCH PITCH AND WEATHER REPORT: নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান, খেলায় বিলম্ব ঘটাতে পারে বৃষ্টি !! 1

জমে উঠেছে ভারত ও আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ ভারতীয় দল একতরফাভাবেই জয়লাভ করেছে। ভারতীয় দলের হয়ে দুই ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শিভম দুবে (Shivam Dube)। পাশাপাশি ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল (Axar Patel) দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখাচ্ছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ২ তরুণ প্লেয়ারদের দেখা যেতে পারে। তবে তাদেরকে ভারতীয় দলের জায়গা পাকা করতে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচটিতে প্রদর্শন করতে হবে। আর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভারতীয় দল বিশ্বকাপের সময় নেদারল্যান্ডের বিরুদ্ধে এই ময়দানে খেলেছিল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী সময়ে একটি টি-টোয়েন্টি ম্যাচেও ভারতীয় দলকে খেলতে দেখা গিয়েছিল। যেখানে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় করেছিল। তবে আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে প্রায় ১৪ মাস পরে কামব্যাক করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং দ্বিতীয় ম্যাচেই দলে কামব্যাক করেন বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন বিশ্বকাপে এই দুই বর্ষিয়ান খেলোয়াড় কে দেখা যেতে পারে তার জন্যই তৃতীয় ম্যাচটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন | IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচেই অবসর নিচ্ছেন বিরাট-রোহিত, খবর প্রকাশ পেতেই শুরু হইচই !!

IND vs AFG, 3RD MATCH PITCH REPORT

Chinnaswamy Stadium, ind vs afg
Chinnaswamy Stadium | Image: Twitter

সিরিজের শেষ ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। মাঠের পিচটি মূলত ব্যাটিং পিচ, এখানে প্রায়শই রানের পাহাড় দেখা যায়। যদিও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল এখানে খেললে পিচে বল টার্ন হতে দেখা গিয়েছে। বুধবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাট করতে পারেন। যদিও সিরিজে দুই ম্যাচেই দ্বিতীয় ব্যাটিং করা দল জয়লাভ করেছে।

IND vs AFG, 3RD MATCH, WEATHER UPDATE

IND vs AFG, 3RD MATCH PITCH AND WEATHER REPORT: নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান, খেলায় বিলম্ব ঘটাতে পারে বৃষ্টি !! 2

নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি দুই দল (IND vs AFG)। এই ম্যাচে আবহাওয়ার কথা বলতে গেলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রাত হলেই উষ্ণতা অনেকটাই কমে যাবে, পাশাপাশি আকাশে মেঘের ঘনঘটা দেখা যাবে। রাতের বেলা তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে প্রায় ৫২ শতাংশ, পাশাপাশি ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ০ শতাংশ।

আরও পড়ুন | IND vs AFG: “হার্দিকের খেল খতম…” শিবম দুবের ব্যাটিং বিস্ফোরণ চুটিয়ে উপভোগ করলো নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *