সোমবার শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজের উত্তেজনা এখনও ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়ে গেছে। চোট সমস্যার মধ্যে প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) একাদশ তৈরিতে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। অন্যতম অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) সহ তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ (Rishabh Pant) চোটের কারণে সিরিজ চলাকালীন দল থেকে ছিটকে যান। এছাড়াও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মাত্র ৩ টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই তারকা পেসার যে দুটি ম্যাচে অংশগ্রহণ করেননি সেই দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত।
Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্ল’ ভারতের !!
চোট সমস্যায় জসপ্রীত-

বর্তমানে ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি শেষ অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে রীতিমতো তান্ডব চালিয়েছেন। ৫ ম্যাচে তুলে নিয়েছিলেন ৩৯ টি উইকেট। তবে এই গুরুত্বপূর্ণ সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যান এই তারকা পেসার। যার জন্য জসপ্রীত এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি।
এই কারণেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে সিরিজের আগে থেকেই এই গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচকরা। তার কাজের চাপ কমানোর জন্য ৩ টি ম্যাচে অংশগ্রহণ করবেন বলে ঠিক হয়। হেডিংলেতে প্রথম ম্যাচেই মাঠে নেমে বল হাতে জ্বলে ওঠেন জসপ্রীত (Jasprit Bumrah)। তিনি এই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি একটিও উইকেট তুলে নিয়ে দলকে সাহায্য করতে পারেননি। ফলে ভারত ৫ উইকেটে হেরে প্রথমেই পিছিয়ে পড়ে।
বুমরাহ ছাড়া বেশি শক্তিশালী দল-

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাদশে থাকলে তার ওপরেই দলের পারফর্মেন্স অনেকটা নির্ভর করে। সকলেই তার কাছ থেকে সেরাটা আশা করে থাকেন। তবে চোট সমস্যায় তিনি বর্তমানে কার্যত নিজের শরীরের সঙ্গে লড়াই করছেন। ফলে বলের গতি অনেকটাই কমে গেছে। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে ম্যাঞ্চেস্টারে একেবারেই ছন্দে ছিলেন না এই তারকা পেসার। এই ম্যাচে মাত্র ২ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্ট ম্যাচগুলিতে বুমরাহ একাদশের বাইরে ছিলেন সেইগুলিতেই জয়লাভ করেছে ভারত।
এজবাস্টনে তার অনুপস্থিতিতে বোলিং আক্রমণের মুখ হয়ে উঠেছিলেন আকাশ দীপ (Akash Deep)। তিনি প্রথম ইনিংসে ৪ টি এবং দ্বিতীয় ইনিংসে ৫ টি উইকেট সংগ্রহ করে দলকে ৩৩৬ রানের বিশাল জয় এনে দিতে সাহায্য করেছিলেন। অন্যদিকে ওভাল টেস্টেও বুমরাহ একাদশের বাইরে ছিলেন। এই ম্যাচে দলের জয়ের অন্যতম নায়ক হয়ে উঠলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি প্রথম ইনিংসে ৪ টি এবং দ্বিতীয় ইনিংসে ৫ টি উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। এর সঙ্গেই ভারতকে ৬ রানে জয় এনে দেন তিনি। যার ফলে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে সিরিজ ২-২ রানে ড্র হয়।