বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের পাখির চোখ এশিয়া কাপ (Asia Cup 2025)। এই গুরুত্বপূর্ণ ট্রফি জয় করে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করতে চাইছেন। অন্যদিকে এরপরই ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে ঘরের মাঠে রয়েছে হাইভোল্টেজ টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে লাল বলের সিরিজ হেরে ভারতীয় দল সমালোচনার মুখে পড়েছিল। এবার ক্যারিবিয়ান বিপক্ষে কোমর বেঁধে নামতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। ঘরের মাঠে তার এটাই প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ হতে চলেছে। এবার এই গুরুত্বপূর্ণ সিরিজে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: আসন্ন এশিয়া কাপে গম্ভীরের দুরন্ত চাল, ওপেনার হিসেবে দায়িত্ব সামলাবেন এই দুই তারকা !!
ফিরছেন সরফরাজ-

ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে অক্টোবরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই গুরুত্বপূর্ণ সিরিজেও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুলকে (KL Rahul) ওপেনার হিসেবে মাঠে নামতে দেখা যাবে। দুজনেই ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। রাহুল ৫ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন।জয়সওয়ালের ব্যাট থেকে ৫ ম্যাচে এসেছিল ৪১১ রান।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনও মাঠে ফেরার মতো অবস্থায় পৌঁছাননি। ফলে তার বদলে কেএল রাহুলকে (KL Rahul) ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সহ অধিনায়ক পদে দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গেই মিডল অর্ডারে করুন নায়ারের (Karun Nair) বদলে এবার ফিরতে চলেছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ইংল্যান্ডের টেস্ট সিরিজে বিরুদ্ধে করুন নায়ার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। ফলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে ফিরে আসার সরফরাজের ওপর ভরসা রাখতে চাইছেন নির্বাচকরা।
নেই জসপ্রীত বুমরাহ-

ঋষভ পান্থ (Rishabh Pant) না থাকায় সূত্র অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে ভারতীয় দলের উইকেটকিপার হিসাবে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) দায়িত্ব সামলাতে দেখা যাবে। এছাড়াও ব্যাকআপ উইকেটকিপার হিসাবে দলে ঈশান কিষাণ (Ishan Kishan) ফিরতে পারেন বলে খবর সামনে এসেছে। তিনি ইংল্যান্ডের সফরে ভারতীয় ‘এ’ দলের সদস্য ছিলেন। তবে দীর্ঘদিন এই তরুণ তারকা ব্যাটসম্যান জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না।
শেষবার তাকে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার (IND vs ENG) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেশের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সামনে থেকে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরও (Washington Sundor) গুরুত্বপূর্ণ হতে পারেন। এর সঙ্গেই এশিয়া কাপের পর জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। বোলিং বিভাগে বিভাগের দায়িত্ব পালন করবেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasid Krishna), আকাশ দীপের মতো তারকা পেসার। স্পিনার হিসাবে কুলদীপ যাদবকেও দলে রাখা হবে।
ভারতের সম্ভাব্য স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ইশ্বরন, সাই সুদর্শন, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব