Asia Cup 2025: গত এপ্রিল মাসের ২২ তারিখ এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিলো গোটা ভারত। কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো পাক মদতপুষ্ট জঙ্গীরা। প্রাণ হারান ২৬ জন। আহত হন আরও অনেকে। এই ঘটনার পর ৭ মে ভোররাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গীঘাঁটি। এই অভিযানের নাম দেওয়া হয়েছিলো অপারেশন সিঁদুর। পাল্টা দেওয়ার চেষ্টা করে পাক সেনাও। বেশ কিছু দিন ধরে চলে সীমান্ত সংঘর্ষ। ভারতীয় ক্ষেপনাস্ত্রের আঘাতে ধ্বংস হয় পড়শি দেশের ১১টি বিমান ঘাঁটি। এস-৪০০, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সৌজন্যে আকাশপথে ভারতে হামলা চালাতে পারে নি পাকিস্তান। তবে সীমান্ত এলাকায় শেলিং-এর ফলে কয়েকজন ভারতীয় প্রাণ হারান চার দিনের সংঘর্ষে।
Read More: চলতি টেস্টেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন সুযোগ !!
এশিয়া কাপ নিয়ে আশাবাদী ACC-

ভারত-পাক দড়ি-টানাটানি এড়াতে আগেই ২০২৫-এর এশিয়া কাপের (Asia Cup 2025) ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু তা সত্ত্বেও অপারেশন সিঁদুরের পর ছয়দলীয় প্রতিযোগিতা ঘিরে দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। পরিবর্তিত পরিস্থিতিতে টিম ইন্ডিয়া আদৌ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে কিনা সে বিষয়েই কোনো নিশ্চয়তা ছিলো না। একটা সময় ক্রিকেটমহলে খবর ছড়িয়ে পড়েছিলো যে বাতিলই হয়ে যাচ্ছে এবারের এশিয়া কাপ (Asia Cup 2025)। হাল ছেড়ে দিয়েছিলো এসিসি’ও। কিন্তু সাম্প্রতিক দু’টি আইসিসি টুর্নামেন্টের সূচি নতুন করে আশা জাগিয়েছে তাদের মনে। চলতি বছরে হতে চলেছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ, আগামী বছর রয়েছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। দুই টুর্নামেন্টের সূচিতেই স্থান পেয়েছে ভারত-পাক ম্যাচ।
২০২৫-এ মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে যে সমাধানসূত্রে সায় দিয়েছিলো বিসিসিআই ও পিসিবি, তা অনুযায়ী উপমহাদেশের দুই দেশ একে অপরের মাঠে গিয়ে কোনো ম্যাচ অন্তত ২০২৭ অবধি খেলবে না। ফলে কলম্বোতে ৫ অক্টোবর রাখা হয়েছে ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথ। আগামী বছরের ১৪ই জুন মেয়েদের টি-২০ বিশ্বকাপে রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে এজবাস্টন’কে। আইসিসি টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে যেহেতু আপত্তি জানায় নি ভারত ও পাকিস্তান, সেহেতু এশিয়া কাপের (Asia Cup 2025) ক্ষেত্রেও অরাজী হবে না তারা, আশাবাদী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত উইন্ডোতেই টুর্নামেন্ট আয়জনের ভাবনা রয়েছে তাদের।
তিন বার মুখোমুখি হতে পারে ভারত-পাক-

সব কিছু ঠিকঠাক থাকলে ৪ বা ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ (Asia Cup 2025) । ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী এবার অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ফাইনাল হতে পারে ২১ সেপ্টেম্বর। অপারেশন সিঁদুরের পর জল্পনা ছড়িয়েছিলো যে ভারত ও পাকিস্তানকে যাতে একই গ্রুপে না রাখা হয় সেই অনুরোধ জানিয়ে বিসিসিআই নাকি চিঠি লিখেছে আইসিসি’কে। কিন্তু পরে ভারতীয় বোর্ডের এক কর্তা জানান যে এমন কোনো অনুরোধই করা হয় নি তাঁদের তরফ থেকে। এশিয়া কাপেও একই গ্রুপে রাখা হচ্ছে দুই হেভিওয়েটকে। ৭ তারিখ মুখোমুখি হতে পারে তারা। প্রতিবারের মত এবারও শেষ চারে পৌঁছনো দলগুলি নামবে সম্মুখসমরে। ফলে হতে পারে ভারত-পাক দ্বিতীয় সাক্ষাত’ও। আর দুই দলই যদি ফাইনালে পৌঁছায় সেক্ষেত্রে তৃতীয় দ্বৈরথের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।