AUS vs PAK: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হারে সুবিধা ভারতের, WTC পয়েন্ট তালিকায় লম্বা লাফ টিম ইন্ডিয়ার !! 1

AUS vs PAK: অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের হতশ্রী রেকর্ড পালটানো এবারও সম্ভব হলো না পাকিস্তানের পক্ষে। গত ১৪টি টেস্টের ১৪টিতেই হারার লজ্জার নজির আগেই ছিলো পাকিস্তানের। পারথে চার দিনেই টেস্টের ফয়সালা হয়ে যাওয়ায় পরাজয়ের সংখ্যা দাঁড়ালো ১৫তে। অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) প্রথম দিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। নিজের কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। বিদায়কে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো কসুর রাখলেন না তিনি। শুরু থেকে তাঁর ধুন্ধুমার ব্যাটিং-এ চাপে পড়তে দেখা গিয়েছিলো শাহীন আফ্রিদিদের (Shaheen Afridi)। ওয়ার্নারের ১৬৪, মিচেল মার্শের ৯০ রানের সুবাদে ৪৮৭ রান স্কোরবোর্ডে যোগ করে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী ইনিংস খেলছিলেন ইমাম উল হক (Imam ul Haq)। ৬২ করেন তিনি। আবদুল্লাহ শফিক করেন ৪২ রান। বাবর আজম (Babar Azam), নবনিযুক্ত অধিনায়ক শান মাসুদ (Shan Masood) সহ পাক ব্যাটিং-এর বাকিরা বিশেষ সুবিধা করতে পারেন নি। পাকিস্থান থামে ২৭১ রানে। ২১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ০ রানে ফিরলেও ইনিংসের হাল ধরেন তাঁর ওপেনিং পার্টনার উসমান খোয়াজা (Usman Khawaja)। ৯০ রান করেন তিনি। স্টিভ স্মিথ করেন ৪৫ রান। দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো ইনিংস মিচেল মার্শের। ৬৩ করে অপরাজিত রইলেন তিনি। চতুর্থ ইনিংসে পাকিস্তানের জন্য ৪৫০ রানের লক্ষ্য রাখে অস্ট্রেলিয়া। অসহায় পাক ব্যাটিং গুটিয়ে যায় ৮৯ রানেই। ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

Read More: AUS vs PAK: প্যালেস্টাইনের সমর্থনে বিশেষ বার্তা খোয়াজার, নিষেধাজ্ঞা চাপালো ক্রিকেট অস্ট্রেলিয়া !!

পাকিস্তান হারায় সুবিধা ভারতের-

AUS vs PAK | Image: Getty Images
AUS vs PAK | Image: Getty Images

আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার (Team India)। বিরাট কোহলি, রোহিত শর্মার (Rohit Sharma) মত তারকা, যাঁরা সাদা বলের ফর্ম্যাটে রয়েছেন দলের বাইরে, তাঁরা টেস্ট সিরিজ দিয়েই কামব্যাক করতে চলেছেন ক্রিকেটের ময়দানে। ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়ন ও ৩ থেকে ৭ জানুয়ারি কেপ টাউনে রয়েছে দুটি টেস্ট। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে লাল বলের লড়াইতে মাঠে নামার পূর্বেই সৌভাগ্যের সম্মুখীন হলো টিম ইন্ডিয়া (Team India)। পাকিস্তান গতকাল পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারায় ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে চলে এলো ভারতীয় দল।

দিনকয়েক আগে সিলেটে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দেওয়ায় পয়েন্ট তালিকায় তিনে নেমে গিয়েছিলো টিম ইন্ডিয়া। তবে মীরপুরে কিউইদের বিপক্ষে বাংলাদেশ হেরে যাওয়ায় ফের দ্বিতীয় স্থান ফিরে পান রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ’রা। পারথে পাক বাহিনীর হার তাদের পৌঁছে দিলো পয়েন্ট তালিকার মগডালে। ২ ম্যাচ খেলে ভারত ১টি জয় ও ১ ড্র নিয়ে রয়েছে ১৬ পয়েন্টে। তাদ্দের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭ শতাংশ। পাকিস্তান ৩টি টেস্ট খেলে জিতেছে ২টি। হেরেছে ১টিতে। তাদের ঝুলিতে ২৪ পয়েন্ট থাকলেও পয়েন্ট পার্সেন্টেজের নিরিখে ভারতের সাথে এক বিন্দুতেই বাবর আজম’রা। যৌথভাবে তারা রয়েছে শীর্ষে। যুগ্ম তৃতীয় নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন অজিরা রয়েছে পঞ্চম স্থানে।

এক নজরে WTC পয়েন্ট তালিকা-

WTC points table | AUS vs PAK | Image: Twitter
WTC points table | Image: Twitter

Also Read: AUS vs PAK: বলের আঘাতে আহত শান মাসুদ, অধিনায়ককেই সপাটে মেরে বসলেন ইমাম উল হক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *