ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হতশ্রী পারফর্ম্যান্স অব্যাহত। এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে হেরেছিলো তারা। সুপার ফোরেও দেখা গেলো না আশার আলো। দুবাইয়ের মাঠে ফের একবার টিম ইন্ডিয়ার সামনে আত্মসমর্পণই করতে হলো আবরার আহমেদ, সলমন আলি আঘা’দের। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অভিষেক শর্মা, কুলদীপ যাদবরা একাধিক ক্যাচ ফস্কালেও ১৭১-এর বেশী এগোতে পারে নি পাকিস্তান। ৭ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ‘মেন ইন ব্লু।’ দাপুটে ইনিংস খেলেন অভিষেক শর্মা। নজর কাড়েন শুভমান গিল ও তিলক বর্মা’ও। ৮০ বা ৯০-এর দশকে ভারতের বিরুদ্ধে ‘ফেভারিট’ হিসেবে মাঠে নামত পাক দল। বিগত তিন দশকে কী করে পালটে গেলো ছবিটা? সেই প্রশ্নই এখন ঘুরছে ওয়াঘার ওপারের ক্রিকেটমহলে।
Read More: সমীকরণ স্পষ্ট! ভারতের বিরুদ্ধে হেরেও ফাইনাল খেলবে বাংলাদেশ !!
নকভি আর মুনিরকে কটাক্ষ ইমরানের-

গণতান্ত্রিক সরকার নয়, পাকিস্তানের মূল চালিকাশক্তি যে তাদের সেনাবাহিনী, তা রাজনৈতিক দুনিয়ার ‘ওপেন সিক্রেট।’ ভারতের বিরুদ্ধে (IND vs PAK) একের পর এক ম্যাচে ধরাশায়ী হওয়ার দায় তাই পিসিবি প্রধান মহসীন নকভি’র পাশাপাশি পাক সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) কাঁধেই চাপিয়েছেন ক্রিকেট কিংবদন্তি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। রাজনৈতিক ক্ষমতার অপরব্যবহার, তহবিল তছরুপ, দেশদ্রোহিতার মত গুরুতর অভিযোগে এখন কারাবন্দী ১৯৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক। জেলের ভিতর থেকেই সুর চড়িয়েছেন তিনি। যদি পিসিবি চেয়ারম্যান নকভি, সেনাপ্রধান মুনির ব্যাটিং করেন এবং প্রাক্তন চিফ জাস্টিস কাজি ফৈয়জ ইসা এবং নির্বাচন কমিশনের প্রধান সিকন্দর সুলতান রাজা আম্পায়ারের ভূমিকায় থাকেন, একমাত্র তাহলেই ভারতকে হারাতে পারবে পাকিস্তান, বোন আলিমা খান’কে এমনটাই জানিয়েছেন ইমরান।
মাঠের লড়াইতে পরাজিত করতে হলে পিসিবি’র উচিৎ ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগরা’কে তৃতীয় আম্পায়ার হিসেবে নিয়োগ করা, ইমরানকে উদ্ধৃত করে এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন আলিমা। মহসীন নকভি (Mohsin Naqvi) ও আসিম মুনিরের বিরুদ্ধে ইমরানের অভিযোগ নতুন নয়। পিসিবি প্রধান প্রশ্রয় দিচ্ছেন অযোগ্য ব্যক্তিদের, তাঁর স্বজনপোষণের ফলেই গোল্লায় যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল- আগেও আঙুল তুলেছিলেন প্রাক্তন অলরাউন্ডার। ২০২৪-এর সাধারণ নির্বাচনে ‘ভোট চুরি’র দায়ে তিনি কাঠগড়ায় চাপিয়েছিলেন আসিম মুনিরকে। তৎকালীন চিফ জাস্টিস কাজি ফৈয়জ ইসা ও মুখ্য নির্বাচন কমিশনার সুলতান সিকন্দর রাজা’র সাহায্য নিয়ে অনৈতিক ভাবে তাঁর সরকারকে সরিয়েছিলেন মুনির, দাবী তুলেছিলেন তিনি। ভারত-পাক ম্যাচের প্রেক্ষিতে পুরনো শত্রু’দের খোঁচা দেওয়ার সুযোগ তাই ছাড়লেন না ইমরান (Imean Khan)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাকিস্তানের-

হার দিয়েই এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর পর্ব শুরু করেছিলো পাকিস্তান দল। ভারতের বিরুদ্ধে রবিবাসরীয় বিপর্যয়ের দিনদুয়েকের মধ্যেই অবশ্য ঘুরে দাঁড়ালো তারা। গত পরশু দিন আবু ধাবি’তে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১৩৩ রানে আটকে রাখতে সক্ষম হয় তাঁর দল। তীক্ষণা ও হাসারাঙ্গা’র ঘূর্ণি একটা সময় কপালে ঘাম জমিয়েছিলো পাক ডাগ-আউটের। কিন্তু শেষমেশ স্বস্তি যোগান হুসেইন তালাত ও মহম্মদ নওয়াজ। তাঁদের ৫৮ রানের জুটির সৌজন্যেই দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান দল। ৫ উইকেটে জিতে রাউন্ড রবিন পর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। ২৫ তারিখ বাংলাদেশকে (PAK vs BAN) হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হতে পারে তাদের। সেখানে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা পাকিস্তানের।